leadT1ad

জকসুতে ২ ভিপি প্রার্থীসহ ৮ জনের মনোনয়ন প্রত্যাহার

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
জগন্নাথ বিশ্ববিদ্যালয়

প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৫, ০১: ১০
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু)

আসন্ন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনে ২ জন সহ-সভাপতি (ভিপি) প্রার্থীসহ মোট ৮ জন তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন । মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন আজ রবিবার (১৪ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভিপি পদ থেকে পরিসংখ্যান বিভাগের ২৪-২৫ সেশনের শিক্ষার্থী তাওসিন ইসলাম এবং সমাজবিজ্ঞান বিভাগের ২৩-২৪ সেশনের শিক্ষার্থী মিঠুন চন্দ্র রায় তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন।

এছাড়া, সাধারণ সম্পাদক পদ থেকে এফ আর এম মেহেদী হাসান শুভ, শিক্ষা ও গবেষণা সম্পাদক পদ থেকে রিয়াদ সরকার ও উজ্জ্বল চন্দ্র দাস, পাঠাগার ও সেমিনার সম্পাদক পদ থেকে আসিফ হোসেন এবং নির্বাহী সদস্য পদ থেকে আশরাফুল ইসলাম ও আবু বকর সম্পদ তাদের মনোনয়ন প্রত্যাহার করেছেন।

এর আগে নির্বাচন কমিশন জকসু নির্বাচনের প্রার্থীদের জন্য মনোনয়নপত্র প্রত্যাহারের সময়সীমা ১৩ ও ১৪ ডিসেম্বর নির্ধারণ করেছিল।

উল্লেখ্য, দীর্ঘ প্রতীক্ষার পর আগামী ৩০ ডিসেম্বর জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত