ঘটনা সম্পর্কে জানতে চাইলে সহকারী প্রক্টর নাজমুল হোসেইন বলেন, ‘আমি কড়া করে কিছু বলিনি। শুধু ছাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখেই এ ধরনের কথা বলেছি। প্রচার চালানো হচ্ছে নিয়ম মানতে।’ তবে ‘হুঁশিয়ারি’ দেওয়ার বিষয়টি তিনি অস্বীকার করেননি।
কক্সবাজারের হিমছড়ি সমুদ্রসৈকত
কক্সবাজারে চার দিন ধরে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে। দুর্যোগপূর্ণ আবহওয়ার মধ্যে চবির পাঁচ শিক্ষার্থী বেড়াতে এসেছিলেন। তিনজন বৃষ্টির সময় হিমছড়ি সৈকতে গোসলে নেমে ভেসে গেছেন। তাঁদের একজন মারা গেছেন। ভেসে গিয়ে এখনো নিখোঁজ তাঁর সঙ্গে থাকা আরও দুজন।