leadT1ad

জামায়াতের জাতীয় সমাবেশে বিএনপির অনুপস্থিতি নিয়ে ধোঁয়াশা

অনেকের মতে, বিএনপি পিআর হিসেবে পরিচিত ‘প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন ’ বা আনুপাতিক প্রতিনিধিত্বমূলক পদ্ধতিতে নির্বাচন আয়োজনের বিরোধিতা করায় জামায়াত হয়তো ইচ্ছাকৃতভাবেই আমন্ত্রণ জানায়নি।

স্ট্রিম প্রতিবেদকঢাকা
প্রকাশ : ১৯ জুলাই ২০২৫, ২০: ২৯
আপডেট : ২০ জুলাই ২০২৫, ০০: ৩৭
জামায়াতের সমাবেশে বিএনপিকে আমন্ত্রণ জানানো হয়েছে কি না তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। স্ট্রিম গ্রাফিক

সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের ইতিহাসে প্রথম একক জাতীয় সমাবেশ আয়োজন করেছে। জামায়াতের এই বিশাল সমাবেশে দেখা গেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণঅধিকার পরিষদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিশ, খেলাফত আন্দোলন, জাগপা ও জনতার অধিকার পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীদের। কিন্তু এই সমাবেশে অনুপস্থিত ছিল দেশের অন্যতম বড় রাজনৈতিক দল ও জামায়াতের একসময়ের জোটসঙ্গী বিএনপি।

এ বিষয়ে বিএনপির মিডিয়া সেল সদস্য শায়রুল কবির খান স্ট্রিমকে জানিয়েছেন, তাঁদের কাউকে আমন্ত্রণ দেওয়াই হয়নি।

অন্যদিকে জামায়াতের একাধিক সূত্র দাবি করেছে, বিএনপিকে আমন্ত্রণ জানানো হয়েছিল।

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার বিভাগের দায়িত্বপ্রাপ্ত আহসানুল মাহবুব জুবায়ের বলেন, ‘আমরা বিএনপিকে আমন্ত্রণ পাঠিয়েছিলাম।’

আমন্ত্রণ ব্যক্তিগতভাবে দেওয়া হয়েছিল নাকি আনুষ্ঠানিকভাবে পাঠানো হয়েছিল জানতে চাইলে আহসানুল মাহবুব জুবায়ের বলেন, ‘বিএনপির যাঁদের আমরা বলেছি, তাঁরা আসেনি।’

অনেকের মতে, বিএনপি পিআর হিসেবে পরিচিত ‘প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন ’ বা আনুপাতিক প্রতিনিধিত্বমূলক পদ্ধতিতে নির্বাচন আয়োজনের বিরোধিতা করায় জামায়াত হয়তো ইচ্ছাকৃতভাবেই আমন্ত্রণ জানায়নি।

বর্তমান সংসদীয় ব্যবস্থায় একজন প্রার্থী কেবল নির্দিষ্ট আসনে সবচেয়ে বেশি ভোট পেয়ে জয়ী হন। তবে পিআর পদ্ধতিতে ভোটের অনুপাতে পুরো সংসদ গঠিত হয়। যেখানে ব্যক্তি প্রার্থীর চেয়ে ভোট গণনায় সেখানে গুরুত্ব পায় রাজনৈতিক দল। পার্টি-লিস্ট পদ্ধতিতে প্রতিটি দল আগেভাগেই তাদের প্রার্থীদের একটি তালিকা দেয়।

এই পদ্ধতি ভোটারেরা কোনো ব্যক্তিকে নয়, একটি দলকে ভোট দেন এবং সেই ভোটের অনুপাতে সংসদে দলের সদস্য সংখ্যা নির্ধারিত হয়।

বাংলাদেশ, ভারত ও যুক্তরাজ্য বর্তমানে ‘ফার্স্ট-পাস্ট-দ্য-পোস্ট’ পদ্ধতি অনুসরণ করে। যেখানে একটি নির্দিষ্ট আসনে সর্বোচ্চ ভোট পাওয়া প্রার্থীই জয়ী হন।

গত বছর গণ-অভ্যুত্থানের পর থেকেই নির্বাচন ইস্যুতে জামায়াত পিআর পদ্ধতির পক্ষে জোরালো অবস্থান নিয়েছে।

দলটির জাতীয় সমাবেশে আমন্ত্রিত বেশিরভাগ দলও পিআর পদ্ধতির সমর্থক। এনসিপি বা গণঅধিকার পরিষদের মতো দলগুলোও সোচ্চার রয়েছে পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে।

তবে শুধু বিএনপি নয়, আরও কয়েকটি দল এই সমাবেশে উপস্থিত ছিল না। এ বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কথা হয় এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর সঙ্গে। তিনি বলেন, আমি সমাবেশের খবরই জানি না।’

অন্যদিকে গণসংহতি আন্দোলন জানিয়েছে, তারা আমন্ত্রণ পেলেও সমাবেশে অংশ নেয়নি। দলের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, পরবর্তী তিন থেকে পাঁচটি নির্বাচন পিআর পদ্ধতিতে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হওয়া উচিত।

তবে জামায়াতের ঐতিহাসিক সমাবেশে বিএনপির অনুপস্থিতি নিয়ে ধোঁয়াশা থেকেই যাচ্ছে। বিএনপি আমন্ত্রণ পায়নি, না কি পেয়েও না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে, তা এখনও স্পষ্ট নয়।

Ad 300x250

হুমায়ূনের পুনরুজ্জীবন: আলাপচারিতায় মোহাম্মদ আজম ও সুমন রহমান

গাজায় ত্রাণ বিতরণ কেন্দ্রে নির্বিচারে গুলি, ৩২ ফিলিস্তিনি নিহত

নাহিদ ইসলামকে তুলে নেয় র‍্যাব, দিনভর মৃত্যুর মিছিল

সরকার পরিবর্তন হয়েছে, ব্যবস্থার পরিবর্তন হয়নি: নাহিদ ইসলাম

কোনো ভুল সিদ্ধান্তে যাতে ফ্যাসিবাদ পুনর্বাসিত হওয়ার সুযোগ না পায়: তারেক রহমান

সম্পর্কিত