leadT1ad

উন্মুক্ত হলো এনসিপির মনোনয়ন ফরম, শ্রমিকেরা পাবেন মাত্র ২ হাজার টাকায়

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করে এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি। সংগৃহীত ছবি

১০ হাজার টাকায় মনোনয়ন ফরম উন্মুক্ত করল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তবে কেউ চাইলে আরও বেশি টাকা দিতে পারবেন। আর শ্রমিক শ্রেণির প্রার্থীরা এই ফরম কিনতে পারবেন মাত্র দুই হাজার টাকায়।

আজ বৃহস্পতিবার (৬ নভেম্বর) থেকেই তিন ধাপে এই এই মনোনয়ন ফরম নেওয়া যাবে বলে জানিয়েছে দলটির নেতারা। রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি।

সংবাদ সম্মেলনে নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব তাসনিম জারা বলেন, ‘পুরো বাংলাদেশে আজ মনোনয়ন ফরম উন্মুক্ত করে দিচ্ছি। এনসিপির আবেদন ফরম পূরণ করে যে কেউ নমিনেশন ফরম তুলতে পারবে। জনগনের সেবা হিসেবে যারা রাজনীতি করবে, যাচাই-বাছাই করে তাঁদেরই মনোনয়ন দেওয়া হবে।’

তাসনিম জারা আরও বলেন, ‘তিনটি মাধ্যমে মনোনয়ন ফরম নেওয়া যাবে এবং জমা দেওয়া যাবে। মাধ্যমগুলো হলো এনসিপির কেন্দ্রীয় কার্যালয় থেকে, ওয়েবসাইটের মাধ্যমে এবং দুই মুখ্য সংগঠকসহ (হাসনাত-সারজিস) বিভাগীয় ১০ জন সাংগঠনিক সম্পাদকের কাছ থেকে মনোনয়ন ফরম নেওয়া ও জমা দেওয়া যাবে।’

www.nomination.ncpbd.org ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে ফর্ম পূরণ ও জমা দিতে পারবেন।

সংবাদ সম্মেলনে নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আজকে এই সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে মনোনয়ন ফরম উদ্বোধন করলাম। মনোনয়ন ফরমের মূল্য হবে ১০ হাজার টাকা। কেউ বাড়িয়ে দিতে চাইলেও দিতে পারেন। জুলাইয়ে আহত, শহীদ পরিবার কিংবা শ্রমিকশ্রেণির জন্য মনোনয়ন ফরমের মূল্য রাখা হবে ২ হাজার টাকা।’

সংবাদ সম্মেলনে নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত