leadT1ad

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচ

বিএনপির সম্ভাব্য প্রার্থী তালিকায় পরিচিত অনেক নাম নেই

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সম্ভাব্য প্রার্থীদের তালিকা ঘোষণা করা হয়। রাজধানীর গুলশানে। ছবি: ফোকাস বাংলা

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৩০০ আসনের মধ্যে ২৩৭টিতে সম্ভাব্য প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিএনপি। তবে এই তালিকা থেকে বাদ পড়েছেন দলের স্থায়ী কমিটি ও কেন্দ্রীয় পর্যায়ের বেশ কয়েকজন আলোচিত ও গুরুত্বপূর্ণ নেতা।

অবশ্য সোমবার সন্ধ্যায় তালিকা ঘোষণার সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন—এটা কেবল প্রাথমিক তালিকা। প্রয়োজন মনে করলে যে কোনো সময় সংশোধন আনতে পারে দল।

কারা নেই এই তালিকায়

ঘোষিত তালিকায় নেই বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এবং বেগম সেলিমা রহমান। এ ছাড়া সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী সোহেল, সদ্য মনোনীত যুগ্ম মহাসচিব হুমায়ুন কবীরের নাম নেই।

এ তালিকায় দেখা যায়নি চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুস সালাম, মোয়াজ্জেম হোসেন আলাল, আমিনুর রশীদ ইয়াসিন ও ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন–এর নামও।

আলোচনায় থাকলেও নেই

একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সাবেক সদস্য রুমিন ফারহানাকে এবার দল সম্ভাব্য প্রার্থী হিসেবে বিবেচনা করবে—এমন জোরালো আলোচনা ছিল। কিন্তু ঘোষিত তালিকায় তার নাম নেই।

ঢাকা-১০ আসনে আগে প্রার্থী হওয়া বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন অসীম এবং একসময় একই আসনের প্রার্থী রবিউল ইসলাম রবি—দুজনকেই দেখা যায়নি তালিকায়।

এ ছাড়া ভোলা-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও ডাকসুর সাবেক এজিএস নাজিম উদ্দিন আলম এবারও মনোনয়নের দৌড়ে ছিলেন। তবে তার পরিবর্তে ওই আসনে মনোনয়ন পেয়েছেন যুবদল সেক্রেটারি নুরুল ইসলাম নয়ন।

মাগুরা অঞ্চলে মনোনয়নের চেষ্টা চালিয়ে আসা ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়নও বাদ পড়েছেন।

এক পরিবারের একাধিক প্রার্থী নয়

সম্ভাব্য প্রার্থী তালিকায় দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের স্ত্রী হাসিনা আহমদ, মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস, ইকবাল হাসান মাহমুদ টুকুর স্ত্রী ও সাবেক এমপি রুমানা মাহমুদের নাম উল্লেখ নেই।

বিএনপির একটি সূত্র বলছে, আগে থেকেই সিদ্ধান্ত ছিল—এক পরিবার থেকে একাধিক মনোনয়ন দেওয়া হবে না।

প্রয়াত নেতাদের আসন

যেসব আসনে বিএনপির সিনিয়র নেতারা নির্বাচনে লড়তেন কিন্তু মৃত্যুতে শূন্যতা তৈরি হয়েছে—সেসব আসনের কয়েকটিতে তাদের সন্তান বা স্ত্রীদের মনোনয়ন দিয়েছে দল।

Ad 300x250

সম্পর্কিত