leadT1ad

আরপিও সংশোধনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির অসন্তোষ

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৫, ১৫: ১৬
কথা বলছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। সংগৃহীত ছবি

নিবন্ধিত দলগুলোর সঙ্গে ‘আলোচনা ছাড়াই’ গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধন হওয়ায় অসন্তোষ প্রকাশ করেছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। দলটির সাধারণ সম্পাদক সাইফুল হক এই অসন্তোষের কথা সাংবাদিকদের জানিয়েছেন। মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের নিজ দলের এই অবস্থানের কথা তুলে ধরেন তিনি।

এসময় সাইফুল হক আরও বলেন, ‘জাতীয় ঐকমত্য কমিশনে কোনো এজেন্ডা আকারে আরপিও এবং আচরণবিধির ব্যাপারে সুনির্দিষ্টভাবে আলোচনা হয়নি। আরপিও চূড়ান্ত করার আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার প্রয়োজন ছিল। ইতোমধ্যে আরপিও সংশোধন জারি হয়েছে। এটাতে আমরা অসন্তোষ জানিয়েছি।’ এটা কোনো বিবেচনাসম্মত কাজ হয়নি বলে জানান তিনি।

‘কালো টাকার খেলা বন্ধ না হলে নির্বাচন কখনোই গ্রহণযোগ্য হবে না’ মন্তব্য করে সাইফুল হক বলেন, ‘নির্বাচন কমিশনের সক্ষমতা ও মর্যাদা বৃদ্ধি করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এছাড়া আমরা চাই নির্বাচনের দিনই গণভোট অনুষ্ঠিত হোক।’

সিইসি এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে জামানত, নির্বাচনী ব্যয় কমানোসহ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির তরফে ৩১ দফা দাবি উপস্থাপন করা হয়। বৈঠকে দলটির পাঁচ সদস্যের প্রতিনিধি দল উপস্থিত ছিল।

নতুন আরপিও অনুযায়ী, আদালত ঘোষিত ফেরারি আসামি ভোট করতে পারবে না। দেড় দশক পর আইনশৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় যেমন সশস্ত্র বাহিনী ফিরেছে, তেমনই ‘না’ ভোট ব্যবস্থা এবার এসেছে একক প্রার্থীর আসনে।

এছাড়া সমান ভোট পেলে হবে পুনর্ভোট; জোটে নির্বাচন করলেও ভোট করতে হবে নিজ দলের মার্কায়; জামানতের পরিমাণ বাড়িয়ে ৫০ হাজার টাকা পুনর্নির্ধারণ; দল আচরণবিধি লঙ্ঘন করলে সর্বোচ্চ দেড় লাখ টাকা জরিমানা; আইটি সাপোর্টেড পোস্টাল ভোটিং পদ্ধতি চালু করা; অনিয়মের কারণে পুরো আসনের ভোট বাতিলের বিধান; এআইয়ের অপব্যবহারকে নির্বাচনী অপরাধ হিসেবে গণ্য করা এবং হলফনামায় অসত্য তথ্য দিলে নির্বাচিত হওয়ার পরও ইসি ব্যবস্থা নিতে পারবে বলে আরপিওতে বলা হয়েছে।

Ad 300x250

সম্পর্কিত