leadT1ad

৫ কোটি টাকা আত্মসাৎ মামলায় কৃষি সম্প্রসারণের সাবেক কর্মকর্তা গ্রেপ্তার

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

দুর্নীতি দমন কমিশনের (দুদক) লোগো। ছবি: সংগৃহীত

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ৫ কোটি ৩২ লাখ টাকার বেশি অর্থ আত্মসাতের মামলার সংস্থাটির সাবেক এক কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সৈয়দ শরিফুল ইসলাম নামে ওই ব্যক্তি সংস্থাটির সাবেক সহকারী পরিচালক (অর্থ) ছিলেন।

আজ মঙ্গলবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন এক প্রেস ব্রিফিংয়ে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, শরিফুল ইসলামকে আজ রাজধানীর সেগুনবাগিচা থেকে গ্রেপ্তার করা হয়।

দুদক কর্মকর্তা আক্তার হোসেন বলেন, ‘২০১৬-১৭ ও ২০১৭-১৮ অর্থবছরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিভিন্ন আঞ্চলিক অফিসে ৫ কোটি ৩২ লাখ ৭ হাজার টাকার বেশি বিশেষ অর্থ বরাদ্দ প্রদানপূর্বক আত্মসাৎ করার অপরাধে মোট ছয়জনের বিরুদ্ধে মামলা করা হয়েছিল। ওই মামলার আসামি শরিফুল ইসলামকে আজ সেগুনবাগিচা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।’

দুদক জানিয়েছে, জালিয়াতির ওই ঘটনায় ২০২২ সালের ২৩ মে দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক হাফিজুল ইসলাম কমিশনের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১-এ মামলাটি করেন।

মামলার বাকি পাঁচ আসামি হলেন– কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক অতিরিক্ত পরিচালক (প্রশাসন ও অর্থ) আবুল হাশিম, সাবেক নার্সারি তত্ত্বাবধায়ক কাজী নুরুল আবছার, চট্টগ্রামের দেওয়ানহাট হর্টিকালচার সেন্টারের উচ্চমান সহকারী আবদুল হালিম, কক্সবাজারের টেকনাফ উপজেলা কৃষি কর্মকর্তা শহীদুল ইসলাম ও একই উপজেলার কৃষি অফিসের ক্যাশিয়ার ফিরোজ খান।

এজাহারে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে কৃষি খাত উন্নয়নের জন্য বরাদ্দ দেওয়া ওই অর্থ আত্মসাৎ করেন। তাঁরা মাঠ পর্যায়ের উপজেলা কৃষি অফিস বা হর্টিকালচার সেন্টার থেকে কোনো চাহিদাপত্র নেননি। বরাদ্দ-সংক্রান্ত অনুমোদন নথিতে অর্থের কথা উল্লেখ করা হয়নি। নেওয়া হয়নি কর্তৃপক্ষের অনুমোদনও। পরে অর্থনৈতিক বিভিন্ন কোডের আওতায় বরাদ্দ করা অর্থ ব্যয় দেখিয়ে বিল পাস করা হয়। এ ছাড়া এ সংক্রান্ত বিভিন্ন নথিপত্র নষ্টও করা হয়।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত