দলীয় মনোনয়নকে কেন্দ্র করে চট্টগ্রাম উত্তর জেলার সীতাকুণ্ডে সহিংসতা, হাতাহাতি ও রাস্তা অবরোধসহ নানা ‘স্বার্থবিরোধী কর্মকাণ্ডে’ জড়িত থাকার অভিযোগে বিএনপির চার নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় এই সহিংসতার ঘটনাগুলো ঘটে। ঘটনার জেরে মঙ্গলবার প্রথম প্রহরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বহিষ্কারের তথ্য জানানো হয়।
বহিষ্কৃত নেতারা হলেন, সীতাকুণ্ড উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আলাউদ্দিন দিনা, সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন বাবর, সীতাকুণ্ড পৌরসভার আহ্বায়ক মামুন, যুবদলের সোনাইছড়ি ইউনিয়ন সাধারণ সম্পাদক মমিন উদ্দিন মিন্টু। বহিষ্কৃতদের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
গতকাল সোমবার বিকালে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে ২৩৭ আসনের প্রার্থীদের নাম পড়ে শোনান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসময় চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনের মধ্যে ১০টিতে প্রার্থী ঘোষণা করা হয়। এর মধ্যে চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড আসনে প্রার্থীতা ঘোষণা করা হয় উত্তর জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক কাজী সালাউদ্দীনকে। এই আসনে ২০১৮ সালে প্রার্থী ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরী। ওই সময় তিনি কারাগারে ছিলেন।
বিএনপির সমর্থন না পাওয়ায় দলটির নেতা আসলাম চৌধুরীর সমর্থকরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন। সন্ধ্যা থেকে সীতাকুণ্ড উপজেলার বিভিন্ন স্থানে মহাসড়কে টায়ার জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে অবরোধ করে রাখেন তার অনুসারীরা।
মধ্যরাতে জারি করা বিএনপির বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে যে, এই চার নেতা চট্টগ্রাম-ঢাকা মহাসড়কের কদমরসুল, জাফরিয়াবাদ বাজার, জলিল গেট এলাকাসহ বিভিন্ন স্থানে বিশৃঙ্খলা সৃষ্টি করেন।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই নেতারা মূলত ‘আসলাম চৌধুরীর (মনোনয়ন না পাওয়া বিএনপিনেতা) অনুসারী’ হিসেবে পরিচিত। দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে তারা নানাবিধ স্বার্থবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হন। এই কর্মকাণ্ড সরাসরি দলের শৃঙ্খলার পরিপন্থী হওয়ায় বিএনপি তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে।
বিএনপির কেন্দ্রীয় দপ্তর সূত্র জানায়, দলীয় কোন্দল ও অভ্যন্তরীণ শৃঙ্খলা ভঙ্গের বিষয়ে দল এখন কোনো ধরনের ছাড় দিতে নারাজ। এর আগেও একই ধরনের অভিযোগে দেশের বিভিন্ন স্থানে আরও কয়েকজন নেতাকে সাময়িক বা স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছিল।