leadT1ad

বিএনপি মহাসচিবের সঙ্গে মিশরের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৫, ১৪: ২৭
ছবি: বিএনপির মিডিয়া উইংয়ের সৌজন্যে

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত মিশরের রাষ্ট্রদূত ওমর ফাহমি এবং ডিসিএম (ডেপুটি চিফ অব মিশন) সোহেলা মাহরান।

মঙ্গলবার (৪ নভেম্বর) বেলা ১১টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে তাঁদের এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএনপি এবং মিশর দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই সাক্ষাতের মধ্য দিয়ে দ্বিপক্ষীয় সম্পর্ক এবং দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।

মিশরীয় রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাতে আরও অংশগ্রহণ করেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য এবং চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা এবং দলের যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির, বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং চেয়ারপারসনের পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটির সদস্য শামা ওবায়েদ।

Ad 300x250

সম্পর্কিত