leadT1ad

এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির নেতৃত্বে নাসীরুদ্দীন-তাসনিম জারা

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৫, ১২: ৪৮
নাসীরুদ্দীন পাটোয়ারী ও তাসনিম জারা। সংগৃহীত ছবি

২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি’ গঠন করা হয়েছে। এতে প্রধান করা হয়েছে দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারীকে। আর কমিটিতে সেক্রেটারির দায়িত্ব পালন করবেন সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা।

মঙ্গলবার (৪ নভেম্বর) ভোরে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনের সই করা এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটি ঘোষণা করা হয়।

১২ সদস্যের এই কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব; যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম মাহির; যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ; যুগ্ম আহ্বায়ক এহতেশাম হক; যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন; যুগ্ম সদস্য সচিব আলাউদ্দীন মোহাম্মদ; যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা; যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট হুমায়রা নূর; যুগ্ম মুখ্য সংগঠক সাইফুল্লাহ হায়দার ও জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট মো. তারিকুল ইসলাম।

কমিটির কাজ উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সার্বিক প্রস্তুতি ও পরিকল্পনা, প্রার্থী বাছাই, মাঠ পর্যায়ের সমন্বয়, আইনি ও প্রশাসনিক কার্যক্রম, মিডিয়া ও প্রচারণ এবং প্রশিক্ষণ ও মনিটরিংয়ের কাজ করবে এই কমিটি।

Ad 300x250

সম্পর্কিত