এনসিপির গাড়ি বহরের পেছনে দৌড়াচ্ছেন এক তরুণী। কেউ তাঁকে চেনে না। বেশ খানিক দূর চলার পর সাতক্ষীরা সরকারি উচ্চবিদ্যালয় মাঠে থামে নাহিদ ইসলামের গাড়ি। গাড়ির সঙ্গে থামে মেয়েটির দৌড়ও। তাঁর নাম মুশফিকা নাজনীন ইভা।
তথ্য যাচাইকারীদের সূত্র ধরে দেশের কয়েকটি গণমাধ্যমের অনলাইনে এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত হয়। এসব প্রতিবেদনে ব্যবহৃত হয়েছে তাসনিম জারার ভুয়া ছবিটি। এই সংবাদের তারা শিরোনাম দেয়, ‘তাসনিম জারার হাফপ্যান্ট পরা ছবি নিয়ে যা জানা গেল’।