leadT1ad

রাকসু নির্বাচনে সমান সুযোগের প্রতিশ্রুতি উপাচার্যের

স্ট্রিম সংবাদদাতা
রাজশাহী বিশ্ববিদ্যালয়
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ২২: ৪৯
‘রাকসু কী এবং কেন?’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখছেন উপাচার্য ড. সালেহ হাসান নকীব। ছবি: সংগৃহীত

দীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন সুষ্ঠু ও সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন উপাচার্য ড. সালেহ হাসান নকীব।

আজ সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে নির্বাচন কমিশন কর্তৃক আয়োজিত ‘রাকসু কী এবং কেন?’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ আশ্বাস দেন তিনি।

উপাচার্য ড. সালেহ হাসান নকীব বলেন, ‘আমরা কারসাজির “ক”ও বুঝি না। আমাদের লক্ষ্য আন্তরিকতা, মেধা ও শ্রম দিয়ে একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করা। শিক্ষার্থীরা যেন নির্ভয়ে ভোট দিতে পারে, সেজন্য আমরা সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করব।’ এছাড়া তিনি প্রার্থীদের আচরণবিধি মেনে চলা এবং পারস্পরিক সম্মান বজায় রাখারও আহ্বান জানান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে প্রফেসর এনামুল হক, বিশ্ববিদ্যালয়কে মানবসম্পদ তৈরির কারিগর হিসেবে উল্লেখ করেন। প্রধান রিটার্নিং অফিসার প্রফেসর ড. সেতাউর রহমান রাকসুর ইতিহাস, নির্বাচনী প্রক্রিয়া ও আচরণবিধি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মোহাম্মদ মাঈন উদ্দীন খান এবং উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মো. ফরিদ উদ্দীন খান।

এদিকে প্রধান নির্বাচন কমিশনার এফ. নজরুল ইসলাম সাংবাদিকদের জানান, এবারের নির্বাচনে মোট ৪২ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এছাড়া, কেন্দ্রীয় সংসদের ২৩টি পদে ২৪৮ জন, সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনে ৫৮ জন এবং ১৭টি হল সংসদের জন্য মোট ৫৯৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

উল্লেখ্য, পুনর্বিন্যাসিত তফসিল অনুযায়ী, আগামী ২৫ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক ভবনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণের দিনই ফলাফল ঘোষণা করা হবে।

Ad 300x250

সম্পর্কিত