.png)

বাসস

দেড় যুগেরও বেশি সময় পর আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গেলেন বিএনপি নেতা ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে তিনিসহ বিএনপির নেতারা দুই ঘণ্টাব্যাপী বৈঠক করেছেন।
এসময় তাঁরা অভিযোগ করেছেন, প্রতিবেশী রাষ্ট্র ভারতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও এস আলম গ্রুপের প্রধানের মধ্যে সম্প্রতি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আসন্ন জাতীয় নির্বাচন বানচাল করার উদ্দেশ্যে এই বৈঠক উল্লেখ করে ‘উদ্বেগ’ প্রকাশ করেছে বিএনপি।
রোববার বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তাঁদের এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বখস চৌধুরী, স্বরাষ্ট্রসচিব নাসিমুল গণিসহ বিএনপির অন্য নেতারাও উপস্থিত ছিলেন।
লুৎফুজ্জামান বাবর ২০০১-২০০৬ মেয়াদে বিএনপি নেতৃত্বাধীন জোট সরকারের সময়ে বেগম খালেদা জিয়ার মন্ত্রিসভায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন। তিনি নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য ছিলেন সেই সময়। তবে ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার ঘটনায় তাঁর নাম আসামির তালিকায় উঠে আসে। ২০১২ সালের ১৮ মার্চ তারেক রহমানসহ বাবরের নাম ওই মামলায় যুক্ত হয়।
২০০৪ সালের ১ এপ্রিল চট্টগ্রামের সিইউএফএল ঘাট থেকে ১০ ট্রাকভর্তি অস্ত্রের চালান জব্দ করার ঘটনায় অস্ত্র আইন ও বিশেষ ক্ষমতা আইনে দুটি মামলায় আসামি করা হয় লুৎফুজ্জামান বাবরকে। একইবছর ২১ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার মামলাতে আসামি ছিলেন তিনি। এসব মামলায় বিচারিক আদালতে তাঁর সাজা হলেও পরে উচ্চ আদালত তাঁকে খালাস দেন। এ ছাড়া দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারাধীন আটটি মামলায় তিনি জামিন পান। চলতি বছরের জানুয়ারি মাসে তিনি কারাগার থেকে মুক্তি পান। ২০০৭ সাল থেকে তিনি কারাগারে ছিলেন।
বৈঠক থেকে বেরিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন লুৎফুজ্জামান বাবর। তিনি দীর্ঘদিন পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আসতে পেরে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এসময় বাবর জানান, জাতীয় নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের জন্য অন্তর্বর্তীকালীন সরকার এবং প্রধান উপদেষ্টাকে সহায়তার উদ্যোগের অংশ হিসেবে বিএনপি স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে এই বৈঠক করেছে।
তিনি বলেন, ‘আমরা আসন্ন জাতীয় নির্বাচনের সাথে সম্পর্কিত কিছু বিষয় নিয়ে আমাদের উদ্বেগ প্রকাশ করেছি, যার মধ্যে রয়েছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতে এস আলম গ্রুপের প্রধানের মধ্যে আসন্ন জাতীয় নির্বাচন বানচাল করার জন্য বৈঠক।’
তিনি জানান, তাঁরা লুটপাট ও অবৈধ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের সামগ্রিক পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন। বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো না খারাপ, এমন প্রশ্নের জবাবে বাবর বলেন, ‘আমি হ্যাঁ বা না দিয়ে এ প্রশ্নের উত্তর দেব না। তবে, সরকার এই বিষয়ে যথাসাধ্য চেষ্টা করছে।’
বাবর আরও জানান, তাঁদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগির দেশে ফিরে আসবেন।

দেড় যুগেরও বেশি সময় পর আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গেলেন বিএনপি নেতা ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে তিনিসহ বিএনপির নেতারা দুই ঘণ্টাব্যাপী বৈঠক করেছেন।
এসময় তাঁরা অভিযোগ করেছেন, প্রতিবেশী রাষ্ট্র ভারতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও এস আলম গ্রুপের প্রধানের মধ্যে সম্প্রতি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আসন্ন জাতীয় নির্বাচন বানচাল করার উদ্দেশ্যে এই বৈঠক উল্লেখ করে ‘উদ্বেগ’ প্রকাশ করেছে বিএনপি।
রোববার বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তাঁদের এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বখস চৌধুরী, স্বরাষ্ট্রসচিব নাসিমুল গণিসহ বিএনপির অন্য নেতারাও উপস্থিত ছিলেন।
লুৎফুজ্জামান বাবর ২০০১-২০০৬ মেয়াদে বিএনপি নেতৃত্বাধীন জোট সরকারের সময়ে বেগম খালেদা জিয়ার মন্ত্রিসভায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন। তিনি নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য ছিলেন সেই সময়। তবে ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার ঘটনায় তাঁর নাম আসামির তালিকায় উঠে আসে। ২০১২ সালের ১৮ মার্চ তারেক রহমানসহ বাবরের নাম ওই মামলায় যুক্ত হয়।
২০০৪ সালের ১ এপ্রিল চট্টগ্রামের সিইউএফএল ঘাট থেকে ১০ ট্রাকভর্তি অস্ত্রের চালান জব্দ করার ঘটনায় অস্ত্র আইন ও বিশেষ ক্ষমতা আইনে দুটি মামলায় আসামি করা হয় লুৎফুজ্জামান বাবরকে। একইবছর ২১ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার মামলাতে আসামি ছিলেন তিনি। এসব মামলায় বিচারিক আদালতে তাঁর সাজা হলেও পরে উচ্চ আদালত তাঁকে খালাস দেন। এ ছাড়া দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারাধীন আটটি মামলায় তিনি জামিন পান। চলতি বছরের জানুয়ারি মাসে তিনি কারাগার থেকে মুক্তি পান। ২০০৭ সাল থেকে তিনি কারাগারে ছিলেন।
বৈঠক থেকে বেরিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন লুৎফুজ্জামান বাবর। তিনি দীর্ঘদিন পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আসতে পেরে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এসময় বাবর জানান, জাতীয় নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের জন্য অন্তর্বর্তীকালীন সরকার এবং প্রধান উপদেষ্টাকে সহায়তার উদ্যোগের অংশ হিসেবে বিএনপি স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে এই বৈঠক করেছে।
তিনি বলেন, ‘আমরা আসন্ন জাতীয় নির্বাচনের সাথে সম্পর্কিত কিছু বিষয় নিয়ে আমাদের উদ্বেগ প্রকাশ করেছি, যার মধ্যে রয়েছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতে এস আলম গ্রুপের প্রধানের মধ্যে আসন্ন জাতীয় নির্বাচন বানচাল করার জন্য বৈঠক।’
তিনি জানান, তাঁরা লুটপাট ও অবৈধ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের সামগ্রিক পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন। বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো না খারাপ, এমন প্রশ্নের জবাবে বাবর বলেন, ‘আমি হ্যাঁ বা না দিয়ে এ প্রশ্নের উত্তর দেব না। তবে, সরকার এই বিষয়ে যথাসাধ্য চেষ্টা করছে।’
বাবর আরও জানান, তাঁদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগির দেশে ফিরে আসবেন।
.png)

নয়া বাংলাদেশে লুটপাটতন্ত্র চলবে না। জনগণের জীবন মান উন্নয়নের লক্ষ্যে নেওয়া প্রতিটি পদক্ষেপের জবাবদিহিতা নিশ্চিত করা হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন।
১২ ঘণ্টা আগে
বিএনপি ভোটব্যাংকের জন্য ইসলামকে ব্যবহার করে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। আজ শনিবার (১ নভেম্বর) ন্যাশনাল উলামা এলায়েন্স আয়োজিত ‘জুলাই সনদ বাস্তবায়নে তরুণ আলেমদের ভাবনা’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন।
১৭ ঘণ্টা আগে
মূলধারার গণমাধ্যম, সামাজিক মাধ্যম ও তৃণমূলের সঙ্গে যোগাযোগ আরও সুসংহত করতে একটি সমন্বিত কার্যক্রম হাতে নেওয়ার কথা জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সাতটি পৃথক টিমের অধীনে এই কার্যক্রম পরিচালনা করা হবে বলে জানানো হয়েছে।
১৭ ঘণ্টা আগে
নির্বাচন এলেই ধর্মের ব্যবহার করতে দেখা যায়। আর ধর্মকে ব্যবহার করে যাঁরা বিভাজন তৈরি করতে চায়, তাঁদের থেকে সাবধাম্ন থাকতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
১৮ ঘণ্টা আগে