স্ট্রিম প্রতিবেদক
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘জনগণের অংশগ্রহণ ও সমর্থন ছাড়া কোনো গণতান্ত্রিক প্রক্রিয়া সফল হতে পারে না। জনসমর্থন ছাড়া কিছু করা হলে তা গণতন্ত্রের মূলনীতিকে ব্যাহত করে। ’
আজ সোমবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর উত্তরায় ‘বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতি’ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘প্রতিটি রাজনৈতিক দলকে জনগণের কাছে নিজ দলের ম্যান্ডেট নিতে হবে এবং গণতন্ত্র টিকিয়ে রাখতে জনগণের আস্থা ও সমর্থনের ভিত্তিতে কার্যক্রম পরিচালনা করতে হবে। ’
নাগরিকদের মধ্যে বিভেদ সৃষ্টি না করার আহ্বান জানিয়ে আমির খসরু বলেন, ‘আগামী দিনের বাংলাদেশে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের সক্ষমতা বৃদ্ধি ও ক্ষমতায়নের জন্য বিএনপি কাজ করবে। এজন্য আর্থিক, নৈতিক ও মানবিক বিনিয়োগ জরুরি এবং সরকারের দায়িত্ব হলো সেই বিনিয়োগ নিশ্চিত করা।’
তিনি বলেন, ‘দানের মাধ্যমে জীবনের পরিবর্তন হয় না। ক্ষমতায়নের মাধ্যমে মানুষ তার দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি করতে পারে এবং দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে অবদান রাখতে পারে।’
এসময় তিনি দেশের সম্পদ সৃষ্টি ও বণ্টনের জন্য প্রত্যেক নাগরিককে সম্পৃক্ত করা অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেন।
বিএনপির রাজনীতি নিয়ে আমির খসরু বলেন, ‘বিএনপির রাজনীতি কেবল উন্নয়ন নয়, এটি উৎপাদন ও ক্ষমতায়নের রাজনীতি। দেশের উৎপাদনশীলতা বৃদ্ধির মাধ্যমে সম্পদ সৃষ্টি হয় এবং সেই সম্পদকে সুষ্ঠুভাবে বিতরণ করা যায়। বিশেষ চাহিদাসম্পন্নদের সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড পূর্ণ করা সম্ভব হবে।’
আমির খসরু বয়স্ক নাগরিকদের সক্ষমতা বৃদ্ধির দিকেও আলোকপাত করেন। তিনি বলেন, ‘মানুষ তখনই অক্ষম হয় যখন তার কার্যক্রম থাকে না। তাই, সঠিক বিনিয়োগ এবং সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে সবাই দীর্ঘ সময় পর্যন্ত প্রোডাক্টিভ থাকতে পারবে।’
আলোচনায় অংশগ্রহণকারীদের রাজনীতিতে সক্রিয় হওয়ার আহ্বান জানিয়ে আমির খসরু বলেন, ‘বিএনপি সকল নাগরিককে রাজনীতিতে সম্পৃক্ত করতে চায় এবং ক্ষমতায়ন ও দক্ষতা বৃদ্ধির মাধ্যমে সবাই দেশের উন্নয়নে অবদান রাখতে পারবে। দেশের রাজনীতিতে কোনো আলাদা বিভাজন থাকবে না; সকলের জন্য বাংলাদেশ হবে।’
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘জনগণের অংশগ্রহণ ও সমর্থন ছাড়া কোনো গণতান্ত্রিক প্রক্রিয়া সফল হতে পারে না। জনসমর্থন ছাড়া কিছু করা হলে তা গণতন্ত্রের মূলনীতিকে ব্যাহত করে। ’
আজ সোমবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর উত্তরায় ‘বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতি’ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘প্রতিটি রাজনৈতিক দলকে জনগণের কাছে নিজ দলের ম্যান্ডেট নিতে হবে এবং গণতন্ত্র টিকিয়ে রাখতে জনগণের আস্থা ও সমর্থনের ভিত্তিতে কার্যক্রম পরিচালনা করতে হবে। ’
নাগরিকদের মধ্যে বিভেদ সৃষ্টি না করার আহ্বান জানিয়ে আমির খসরু বলেন, ‘আগামী দিনের বাংলাদেশে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের সক্ষমতা বৃদ্ধি ও ক্ষমতায়নের জন্য বিএনপি কাজ করবে। এজন্য আর্থিক, নৈতিক ও মানবিক বিনিয়োগ জরুরি এবং সরকারের দায়িত্ব হলো সেই বিনিয়োগ নিশ্চিত করা।’
তিনি বলেন, ‘দানের মাধ্যমে জীবনের পরিবর্তন হয় না। ক্ষমতায়নের মাধ্যমে মানুষ তার দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি করতে পারে এবং দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে অবদান রাখতে পারে।’
এসময় তিনি দেশের সম্পদ সৃষ্টি ও বণ্টনের জন্য প্রত্যেক নাগরিককে সম্পৃক্ত করা অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেন।
বিএনপির রাজনীতি নিয়ে আমির খসরু বলেন, ‘বিএনপির রাজনীতি কেবল উন্নয়ন নয়, এটি উৎপাদন ও ক্ষমতায়নের রাজনীতি। দেশের উৎপাদনশীলতা বৃদ্ধির মাধ্যমে সম্পদ সৃষ্টি হয় এবং সেই সম্পদকে সুষ্ঠুভাবে বিতরণ করা যায়। বিশেষ চাহিদাসম্পন্নদের সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড পূর্ণ করা সম্ভব হবে।’
আমির খসরু বয়স্ক নাগরিকদের সক্ষমতা বৃদ্ধির দিকেও আলোকপাত করেন। তিনি বলেন, ‘মানুষ তখনই অক্ষম হয় যখন তার কার্যক্রম থাকে না। তাই, সঠিক বিনিয়োগ এবং সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে সবাই দীর্ঘ সময় পর্যন্ত প্রোডাক্টিভ থাকতে পারবে।’
আলোচনায় অংশগ্রহণকারীদের রাজনীতিতে সক্রিয় হওয়ার আহ্বান জানিয়ে আমির খসরু বলেন, ‘বিএনপি সকল নাগরিককে রাজনীতিতে সম্পৃক্ত করতে চায় এবং ক্ষমতায়ন ও দক্ষতা বৃদ্ধির মাধ্যমে সবাই দেশের উন্নয়নে অবদান রাখতে পারবে। দেশের রাজনীতিতে কোনো আলাদা বিভাজন থাকবে না; সকলের জন্য বাংলাদেশ হবে।’
বাস্তবায়নের জন্য আগের মতোই ‘অস্থায়ী সাংবিধানিক আদেশ’ অথবা গণভোটের প্রস্তাব দিয়েছে জামায়াতে ইসলামী। অন্যদিকে, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বলেছে—গণপরিষদ নির্বাচনের মাধ্যমে সংবিধান পরিবর্তন করতে হবে। আর অধ্যাদেশ দিয়ে সংবিধান সংশোধনের বিরোধিতা করে আসা বিএনপির অবস্থান কিছুটা পরিবর্তন হয়েছে। দলটি এখন বলছ
৫ ঘণ্টা আগেসাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধিদল স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। এসময় তাঁরা অভিযোগ করেছেন, প্রতিবেশী রাষ্ট্র ভারতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও এস আলম গ্রুপের প্রধানের মধ্যে সম্প্রতি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
১০ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভোট কারচুপি ও অনিয়মের অভিযোগ এনে ভোট পুনর্গণনা, নিরপেক্ষ তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন স্বতন্ত্র জিএস পদপ্রার্থী আরাফাত চৌধুরী।
১৮ ঘণ্টা আগেদীর্ঘ ৩৫ বছর পর আগামী ২৫ সেপ্টেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ নির্বাচনে এখন পর্যন্ত মোট ৯টি প্যানেল ঘোষণা করা হয়েছে। ঘোষিত প্যানেলগুলোতে নারী প্রার্থীর সংখ্যা দৃশ্যমান হলেও ক্ষুদ্র জাতিগোষ্ঠীর শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব কম।
১ দিন আগে