leadT1ad

রায় কার্যকর হলেই সন্তুষ্ট হব, দল হিসেবেও আওয়ামী লীগের বিচার করতে হবে: নাহিদ

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৫, ১৯: ৫৭
নাহিদ ইসলাম। ছবি : আশরাফুল আলম

‘খুনি হাসিনার বিচারের রায় আজ আমরা পেয়েছি। রায়কে স্বাগত জানাই আমরা। তবে রায়েই সন্তুষ্ট না, কার্যকর হলে সন্তুষ্ট হব’—জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের পর এমন প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন এনসিপি নেতা নাহিদ ইসলাম। একই সঙ্গে তিনি মানবতাবিরোধী অপরাধের জন্য দল হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগেরও বিচার দাবি করেছেন।

আজ সোমবার (১৭ নভেম্বর) বিকেলে দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নাহিদ এসব কথা বলেন। এসময় তিনি আগামী এক মাসের মধ্যে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে মৃত্যুদণ্ডের রায় কার্যকরের জোর দাবি জানান।

নাহিদ ইসলাম বলেন, ‘শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণায় জুলাই গণঅভ্যুত্থানের সব অংশীজনকে অভিনন্দন জানাই। বাংলাদেশের বিচারিক ইতিহাসে এটি একটি মাইলফলক। জুলাইয়ের আহত ও শহীদ পরিবারগুলো সেদিনই শান্তি পাবে, যেদিন এই রায় কার্যকর হবে। পৃথিবীব্যাপী এই রায় এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।’

তিনি এই ঐতিহাসিক রায়ের পেছনে সব রাজনৈতিক দল, আহত ও শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের অবদান রয়েছে বলে উল্লেখ করেন।

তবে শুধু ব্যক্তির বিচারই যথেষ্ট নয় উল্লেখ করে নাহিদ বলেন, ‘দল হিসেবে আওয়ামী লীগেরও বিচার নিশ্চিত করতে হবে। মানবতাবিরোধী অপরাধে দল হিসেবে বিচারের মধ্য দিয়েই আওয়ামী লীগের বিচারিক ফয়সালা হবে, ইনশাআল্লাহ।’

ভবিষ্যতে বিচারকাজে যেন কোনো বাধা না আসে, সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান নাহিদ ইসলাম।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত