leadT1ad

মৃত্যুদণ্ডই শেখ হাসিনার জন্য উপযুক্ত বিচার: আখতার হোসেন

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৫, ১৫: ৫৩
আখতার হোসেন। সংগৃহীত ছবি

মৃত্যুদণ্ডই শেখ হাসিনার জন্য উপযুক্ত বিচার বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন। সোমবার (১৭ নভেম্বর) মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদালত কর্তৃক মৃত্যুদণ্ডাদেশ দেওয়ার পর এক ভিডিওবার্তায় এই মন্তব্য করেন তিনি।

আখতার হোসেন বলেন, ‘কেবলমাত্র মৃত্যুদণ্ড রায় কার্যকর করার মধ্য দিয়ে শেখ হাসিনার গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের ন্যায়বিচার করা সম্ভব হবে। সরকারের কাছে আহ্বান জানাই, অতিদ্রুত সময়ের মধ্যে আজকের ঘোষিত রায় সরকারকে কার্যকর করতে হবে।’

ভারত সরকারের কাছে আহ্বান জানিয়ে আখতার বলেন, ‘খুনি শেখ হাসিনা বাংলাদেশের মানুষের উপর গণহত্যা চালিয়েছে, অপরাধ করেছে; তাকে ভারতে আশ্রয় না দিয়ে বাংলাদেশের বিচার ব্যবস্থার কাছে সোপর্দ করবে। বিশ্ববাসীর কাছে নজির তৈরি করতে হবে হাসিনার রায় কার্যকর করার মধ্য দিয়ে।’

আখতার আরও বলেন, ‘আজকের বিচারের মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে, শেখ হাসিনা মানুষকে গুলি করে হত্যা করেছে, ল্যাথাল উইপন ব্যবহার করেছে; সরকারি বাহিনীকে সাধারণ মানুষের বিরুদ্ধে খুন করতে কাজে লাগিয়েছে। মানুষকে পুড়িয়েও হত্যা করেছে এই খুনি হাসিনা। যার এত এত অপরাধের অল্পকিছু অভিযোগের ভিত্তিতে আজকের এই রায় এসেছে।’

আখতার আশা প্রকাশ করে বলেন, ‘হাসিনার বাকি অপরাধেরও বিচার হবে। গণহত্যাকারীদের শাস্তি কার্যকর করার মধ্য দিয়ে পৃথিবীর ইতিহাসে নজির সৃষ্টি করতে হবে। যেন আর কোনো শাসক গণহত্যাকারী না হয়ে ওঠে, মানবতাবিরোধী হয়ে না ওঠে তেমন একটি পৃথিবী দেখতে চাই আমরা। শুধু রায় ঘোষণা নয়, কার্যকর করার মধ্য দিয়েই কেবল শহীদদের আত্মা শান্তি পাবে। আমরা অপেক্ষা করছি সরকার হাসিনার রায় দ্রুত কার্যকর করবে।’

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত