leadT1ad

শেখ হাসিনার রায়-পরবর্তী সহিংসতার কোনো শঙ্কা নেই: পুলিশ

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৫, ২০: ২০
বাংলাদেশ পুলিশ। সংগৃহীত ছবি

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডাদেশের পর দেশজুড়ে বড় ধরনের সহিংসতার কোনো তথ্য বা আশঙ্কা নেই বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সারাদেশে পুলিশ সতর্ক অবস্থায় রয়েছে ও বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া দেশের কোথাও উল্লেখযোগ্য কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি বলে পুলিশের একাধিক কর্মকর্তা নিশ্চিত করেছেন।

আজ সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় পুলিশ সদর দপ্তরের একজন ডিআইজি স্ট্রিমকে বলেন, ‘রায় পরবর্তী সহিংসতার কোনো তথ্য নেই। শঙ্কাও নেই। যা হওয়ার ধানমন্ডি ৩২-এ হচ্ছে। ওখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ছাত্রদের সংঘর্ষ হচ্ছে। এর বাইরে দেশের কোথাও তেমন কোনো উল্লেখযোগ্য ঘটনা বা সহিংসতা-কিছুই ঘটেনি।’

এ প্রসঙ্গে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান স্ট্রিমকে জানান, ‘রায় পরবর্তী নাশকতা বা সহিংসতার কোনো তথ্য পাওয়া যায়নি।’

একই কথা বলেছেন পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) এ এইচ এম শাহাদাত হোসাইন। তিনি জানান, রায়ের আগে থেকেই পুলিশ বিভিন্ন এলাকায় সতর্ক অবস্থায় রয়েছে। কোথাও উল্লেখযোগ্য ঘটনা ঘটেনি।

এ এইচ এম শাহাদাত হোসাইন আরও জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধীদের বিরুদ্ধে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকাসহ সারাদেশে অভিযান চালিয়ে এক হাজার ৭১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তিনটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।

Ad 300x250

সম্পর্কিত