leadT1ad

‘বিচার সংস্কার নির্বাচন: অন্তর্বর্তী আমলে বাংলাদেশ’ বইয়ের প্রকাশনা

নোট অব ডিসেন্ট নিয়ে প্রতারণার অভিযোগ মির্জা ফখরুলের

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

‘বিচার সংস্কার নির্বাচন: অন্তর্বর্তী আমলে বাংলাদেশ’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে অতিথিরা। সংগৃহীত ছবি

জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশে ‘নোট অব ডিসেন্ট’ উপেক্ষা করে ঐকমত্য কমিশন জনগণ ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রতারণা করেছে বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ বুধবার রাজধানীর প্রেসক্লাবে সাংবাদিক ও কথাসাহিত্যিক এহ্সান মাহমুদের ‘বিচার সংস্কার নির্বাচন: অন্তর্বর্তী আমলে বাংলাদেশ’ নামের বইয়ের প্রকাশনা উপলক্ষে আয়োজিতএক অনুষ্ঠানে বিএনপির মহাসচিব এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, যে বিষয়গুলোর সঙ্গে তাঁরা একমত ছিলেন না, সেখানে নোট অব ডিসেন্ট দেওয়া হয়েছিল। তাঁর অভিযোগ, ঐকমত্য কমিশন ওই নোট অব ডিসেন্টগুলো লেখার প্রতিশ্রুতি দিলেও পরে তা করা হয়নি।

বিএনপি মহাসচিব বলেন, ‘আমি বলব, জনগণের সঙ্গে এটা একটা প্রতারণা, রাজনৈতিক দলগুলোর সঙ্গে এটা একটা প্রতারণা।’

বিএনপিকে সংস্কার-বিরোধী দেখানোর জন্য সচেতনভাবে অপপ্রচার চালানো হয়েছে বলেও অভিযোগ করেন ফখরুল। তিনি এর বিরোধীতা করে বলেন, বিএনপির জন্মই সংস্কারের মধ্য দিয়ে।

প্রয়োজনীয় সংস্কার শেষে প্রধান উপদেষ্টা নির্বাচনের জন্য জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ উল্লেখ করে ফখরুল বলেন, ‘নির্বাচনের মধ্য দিয়ে যে পার্লামেন্ট আসবে, সেই পার্লামেন্ট এই দেশের সংকটগুলোর সমাধান করবে।’

অনুষ্ঠানে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর প্রধান উপদেষ্টার উদ্দেশে বলেন, ‘আজকে যদি আবার কোনোভাবে দেশে একটা অন্যরকম পরিস্থিতি তৈরি হয়, ওই জুলাইয়ে যেমন রিমান্ডে আমাদেরকে ঝুলাইছিল, ঝোলাবে তো আমাদের। ইউনূস সাহেবদের গায়ে টাচ করবেন না।’

ফ্যাসিবাদের আমলেও এই সরকারের মতো আক্রান্ত হননি বলে অনুষ্ঠানে মন্তব্য করেন নুর।

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি এ সময় বলেন, ‘কোনো একটা গোষ্ঠী, একদল লোক বা একটা আন্দোলনকারী শক্তি, তারা অনেক কিছুর ইনিশিয়েটিভ নিচ্ছে। কিন্তু জনগণের অনুমোদন ছাড়া শেষ পর্যন্ত কিন্তু এটা বৈধতা পায় না। ফলে সংস্কার যে শেষ পর্যন্ত জনগণের অনুমোদন লাগবে, সংবিধান বদলাতে হলে আমাদের একটা পার্লামেন্ট লাগবে, সে কথাটা আমরা বারবার বলেছি।’

প্রকশনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চরচা ডটকমের সম্পাদক সোহরাব হাসান, লেখক ও সাংবাদিক শাহনাজ মুন্নীসহ অনেকে।

উল্লেখ্য, ৮ আগস্ট-অন্তর্বর্তী সরকারের ক্ষমতা গ্রহণের পর বাংলাদেশের বিচার, সংস্কার ও নির্বাচন নিয়ে যেসব আলোচনা হয়েছে, সেগুলো সম্পর্কে ‘বিচার সংস্কার নির্বাচন: অন্তর্বর্তী আমলে বাংলাদেশ’ বইটিতে বিশ্লেষণ রয়েছে।

Ad 300x250

সম্পর্কিত