.png)

স্ট্রিম সংবাদদাতা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মূল ফটকে নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ‘ঝটিকা কর্মসূচির’ প্রতিবাদে বিক্ষোভ দেখিয়েছে জাতীয় ছাত্রশক্তি। মঙ্গলবার (২৮ অক্টোবর) রাত সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করেন ছাত্রশক্তির নেতা-কর্মীরা। মিছিলটি প্রক্টর অফিসের সামনে গিয়ে শেষ হয়।
মিছিল শেষে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করা হয়। এসময় গত সোমবার দিবাগত রাতে মূল ফটকে ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মীর সমাবেশ হওয়ার ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন বক্তারা।
সমাবেশে শাখা ছাত্রশক্তির যুগ্ম আহ্বায়ক জিয়া উদ্দিন আয়ান বলেন, ‘আমরা ধারণা করতে পারছি যে, বিশ্ববিদ্যালয় প্রশাসন আওয়ামীপন্থী হামলায় উসকানিদাতা শিক্ষক এবং সন্ত্রাসী ছাত্রলীগের নেতা-কর্মীদের বাঁচিয়ে দেওয়ার জন্য নেগোসিয়েশন চালাচ্ছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং অন্তর্বর্তীকালীন সরকারের মদদের মধ্য দিয়ে হয়তো ক্যাম্পাস এবং বাংলাদেশে ছাত্রলীগকে পুনর্বাসনের চেষ্টা চলছে।’
তিনি বলেন, ‘আমরা জুলাই পরবর্তী সময়ে বারবার ছাত্রলীগের বিচারের জন্য দাবি জানিয়েছি। তাদের প্রশাসনিক বিচার হয়েছে, কিন্তু রাষ্ট্রীয় বিচারকার্য এখনো সম্পন্ন হয়নি।’
জাবি ছাত্রশক্তির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ও জাকসুর সমাজসেবা সম্পাদক আহসান লাবিব বলেন, ‘যে ক্যাম্পাস থেকে ছাত্রলীগ প্রথম বিতাড়িত হয়েছে, যে ক্যাম্পাসে ছাত্রলীগ প্রথম রক্ত ঝড়িয়েছিল এবং যেখানে আমরা দেখেছিলাম এনামের মতো একজন কুখ্যাত সন্ত্রাসীকে রামদা হাতে, ঠিক সেই সন্ত্রাসী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে এসে আবার মিছিল করেছে। আমরা কি ধরে নেব যে, নিরাপত্তা অফিসারদের ইন্ধনে এই প্রোগ্রামগুলো হচ্ছে?’
তিনি আরও বলেন, ‘উপাচার্যের পিয়ন থেকে শুরু করে, উপাচার্যের বাবুর্চি থেকে শুরু করে, রেজিস্ট্রার ভবনের আইন অফিসার থেকে শুরু করে, প্রত্যেকটা সেক্টরে এখন আওয়ামী দালালেরা বসে আছে, আওয়ামী গুন্ডারা বসে আছে। তারা ছাত্রলীগের এসব নাশকতামূলক কর্মকাণ্ডে সহযোগিতা করছে বলে আমরা ধরে নিচ্ছি।’
উল্লেখ্য, মঙ্গলবার (২৮ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিওতে দেখা যায়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের (ডেইরি গেইট) সামনে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী একটি ব্যানার ধরে বক্তব্য দিচ্ছেন। ভিডিওটি সোমবার রাতের বলে ধারণা করা হচ্ছে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মূল ফটকে নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ‘ঝটিকা কর্মসূচির’ প্রতিবাদে বিক্ষোভ দেখিয়েছে জাতীয় ছাত্রশক্তি। মঙ্গলবার (২৮ অক্টোবর) রাত সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করেন ছাত্রশক্তির নেতা-কর্মীরা। মিছিলটি প্রক্টর অফিসের সামনে গিয়ে শেষ হয়।
মিছিল শেষে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করা হয়। এসময় গত সোমবার দিবাগত রাতে মূল ফটকে ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মীর সমাবেশ হওয়ার ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন বক্তারা।
সমাবেশে শাখা ছাত্রশক্তির যুগ্ম আহ্বায়ক জিয়া উদ্দিন আয়ান বলেন, ‘আমরা ধারণা করতে পারছি যে, বিশ্ববিদ্যালয় প্রশাসন আওয়ামীপন্থী হামলায় উসকানিদাতা শিক্ষক এবং সন্ত্রাসী ছাত্রলীগের নেতা-কর্মীদের বাঁচিয়ে দেওয়ার জন্য নেগোসিয়েশন চালাচ্ছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং অন্তর্বর্তীকালীন সরকারের মদদের মধ্য দিয়ে হয়তো ক্যাম্পাস এবং বাংলাদেশে ছাত্রলীগকে পুনর্বাসনের চেষ্টা চলছে।’
তিনি বলেন, ‘আমরা জুলাই পরবর্তী সময়ে বারবার ছাত্রলীগের বিচারের জন্য দাবি জানিয়েছি। তাদের প্রশাসনিক বিচার হয়েছে, কিন্তু রাষ্ট্রীয় বিচারকার্য এখনো সম্পন্ন হয়নি।’
জাবি ছাত্রশক্তির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ও জাকসুর সমাজসেবা সম্পাদক আহসান লাবিব বলেন, ‘যে ক্যাম্পাস থেকে ছাত্রলীগ প্রথম বিতাড়িত হয়েছে, যে ক্যাম্পাসে ছাত্রলীগ প্রথম রক্ত ঝড়িয়েছিল এবং যেখানে আমরা দেখেছিলাম এনামের মতো একজন কুখ্যাত সন্ত্রাসীকে রামদা হাতে, ঠিক সেই সন্ত্রাসী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে এসে আবার মিছিল করেছে। আমরা কি ধরে নেব যে, নিরাপত্তা অফিসারদের ইন্ধনে এই প্রোগ্রামগুলো হচ্ছে?’
তিনি আরও বলেন, ‘উপাচার্যের পিয়ন থেকে শুরু করে, উপাচার্যের বাবুর্চি থেকে শুরু করে, রেজিস্ট্রার ভবনের আইন অফিসার থেকে শুরু করে, প্রত্যেকটা সেক্টরে এখন আওয়ামী দালালেরা বসে আছে, আওয়ামী গুন্ডারা বসে আছে। তারা ছাত্রলীগের এসব নাশকতামূলক কর্মকাণ্ডে সহযোগিতা করছে বলে আমরা ধরে নিচ্ছি।’
উল্লেখ্য, মঙ্গলবার (২৮ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিওতে দেখা যায়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের (ডেইরি গেইট) সামনে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী একটি ব্যানার ধরে বক্তব্য দিচ্ছেন। ভিডিওটি সোমবার রাতের বলে ধারণা করা হচ্ছে।
.png)

গণভোটের মাধ্যমে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করতে জাতীয় ঐকমত্য কমিশনের সর্বশেষ প্রস্তাবকে ‘অগণতান্ত্রিক, অসাংবিধানিক এবং গণঅভ্যুত্থানের চেতনার পরিপন্থী’ উল্লেখ করে প্রত্যাখ্যান করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) বা বাসদ (মার্কসবাদী)।
১ ঘণ্টা আগে
কর্মীদের ‘অরাজনৈতিক কর্মকাণ্ড’ থেকে বিরত রাখতে বিএনপি নেতাদের অনুরোধ জানিয়ে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। বিবৃতিতে নওগাঁ, নোয়াখালীর সোনাইমুড়ি ও ঝিনাইদহে জামায়াত কর্মীদের ওপর হামলার প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন তিনি।
৪ ঘণ্টা আগে
বাংলাদেশ জামায়াতে ইসলামী বেহেশতের টিকিট বিক্রি করছে—এই ধরনের বক্তব্যের কোনো প্রমাণ নেই বলে দাবি করেছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। উল্টো ‘ধানের শীষে ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে’— এই কথা প্রচার করার বহু প্রমাণ আছে বলেও দাবি করেছেন তিনি।
৪ ঘণ্টা আগে
জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশে ‘নোট অব ডিসেন্ট’ উপেক্ষা করে ঐকমত্য কমিশন জনগণ ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রতারণা করেছে বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
৫ ঘণ্টা আগে