leadT1ad

নির্বাচনের প্রস্তুতি: সচিবদের সঙ্গে ইসির মতবিনিময় বৃহস্পতিবার

বাসস
বাসস

প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৫, ২১: ১০
বাংলাদেশ নির্বাচন কমিশন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করার লক্ষ্যে নির্বাচনের প্রস্তুতিমূলক কার্যক্রমের অংশ হিসেবে আগামীকাল বৃহস্পতিবার বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে মতবিনিময় এবং প্রাক-প্রস্তুতিমূলক সভায় বসতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।

ইসি সচিবালয়ের উপসচিব মোহাম্মদ মনির হোসেনের গত ২৬ অক্টোবর স্বাক্ষরিত এ-সংক্রান্ত সভার বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, অংশগ্রহণমূলক এবং সুষ্ঠুভাবে অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচনের প্রস্তুতিমূলক কার্যক্রমের অংশ হিসেবে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময় ও প্রাক-প্রস্তুতিমূলক সভা আগামী ৩০ অক্টোবর বৃহস্পতিবার, বেলা তিনটায় নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলনকক্ষে হবে। প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে ওই সভায় নির্বাচন কমিশনাররা উপস্থিত থাকবেন।

মন্ত্রিপরিষদ সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবসহ সরকারের ৩১ বিভাগের সঙ্গে আগামীকাল ইসির এই মতবিনিময় ও প্রাক-প্রস্তুতিমূলক সভা হবে বলে ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) ও তথ্য প্রদানকারী কর্মকর্তা রুহুল আমিন মল্লিক সংবাদ সংস্থা বাসসকে নিশ্চিত করেছেন।

Ad 300x250

সম্পর্কিত