leadT1ad

বিএনপিকে ‘অরাজনৈতিক কর্মকাণ্ড’ থেকে কর্মীদের বিরত রাখার অনুরোধ গোলাম পরওয়ারের

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৫, ১৯: ২৩
মিয়া গোলাম পরওয়ার। ছবি: ফেসবুক থেকে নেওয়া

কর্মীদের ‘অরাজনৈতিক কর্মকাণ্ড’ থেকে বিরত রাখতে বিএনপি নেতাদের অনুরোধ জানিয়ে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। বিবৃতিতে নওগাঁ, নোয়াখালীর সোনাইমুড়ি ও ঝিনাইদহে জামায়াত কর্মীদের ওপর হামলার প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন তিনি।

আজ বুধবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে বলা হয়, গত ২৮ অক্টোবর নওগাঁর বোয়ালিয়ায় ও নোয়াখালীর সোনাইমুড়িতে জামায়াতের নারী সদস্যদের পৃথক নির্বাচনী উঠান বৈঠক ও কোরআন তালিমের ক্লাসে বাধা, হামলা ও ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা। গত ২০ অক্টোবর ঝিনাইদহের মহেশপুরে মহিলা কর্মীদের নিয়মিত গণসংযোগে স্থানীয় বিএনপি নেতারা লাঠি-সোটা নিয়ে হামলা চালিয়েছেন।

এসব ঘটনার বিস্তারিত তথ্য উল্লেখ করে বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘নারীকর্মীদের ওপর হামলা আমাদেরকে আওয়ামী ফ্যাসিবাদী স্টাইলের কথাই স্মরণ করিয়ে দেয়, যা অত্যন্ত ঘৃণিত ও নিন্দনীয়। বিএনপি কর্মীদের এ ধরনের অরাজনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত রাখার জন্য বিএনপি নেতৃবৃন্দকে অনুরোধ করছি, অন্যথায় পরিস্থিতির আরও অবনতি হলে এ দেশের সাধারণ জনগণ এই কর্মকাণ্ডের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করলে অবাক হওয়ার কিছু থাকবে না।’

হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি ও সব দলের কার্যক্রম পরিচালনার শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টির জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বিবৃতিতে বলা হয়, ‘নির্বাচনী সমাবেশ, আলোচনা সভা, কোরআনের তালিম অথবা যেকোনো সভা-সমাবেশ আয়োজন করা এবং সেখানে অংশগ্রহণ করা এদেশের সকল নাগরিকের সাংবিধানিক অধিকার। নারীকর্মীদের ওপর এইসব বর্বরোচিত হামলা এবং জামায়াতের শান্তিপূর্ণ কর্মসূচি পণ্ড করার প্রচেষ্টা দেশের গণতান্ত্রিক পরিবেশ ও মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন।’

বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি বৈধ নিবন্ধিত রাজনৈতিক দল। জামায়াতে ইসলামী সহাবস্থানের রাজনীতিতে বিশ্বাসী একটি নিয়মতান্ত্রিক-গণতান্ত্রিক দল। জামায়াতে ইসলামী শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উপায়ে দলীয় কার্যক্রম পরিচালনা করে আসছে। কিন্তু প্রতিপক্ষ রাজনৈতিক দল ও সন্ত্রাসীরা নারী কর্মীদের ওপর হামলা চালিয়ে ভয়ভীতি সৃষ্টি করছে।’

Ad 300x250

সম্পর্কিত