.png)

স্ট্রিম প্রতিবেদক

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনার সময় কিছু দলের প্রস্তাব ও কমিশনের নিজস্ব চিন্তাভাবনা জাতির ওপর জবরদস্তিমূলকভাবে আরোপের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। এ সময় জাতীয় ঐকমত্য কমিশন সঠিকভাবে রেফারির ভূমিকা পালন করেনি বলেও দাবি করেন তিনি।
সালাহউদ্দিন বলেন, এত দিন জানতাম ঐকমত্য কমিশন রেফারির ভূমিকা পালন করছে, কিন্তু রেফারিকে কোনোদিন গোল দিতে দেখিনি।
আজ বুধবার (২৯ অক্টোবর) দুপুরে রাজধানীর একটি হোটেলে বিএনপি আয়োজিত ‘ফ্রম রুল বাই পাওয়ার টু রুল অব ল: ট্রানজিশন টু আ ডেমোক্রেটিক বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, 'ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনার সময় মনে হয়েছে—ঐকমত্য কমিশন, সরকার ও আরও দু-তিনটি দল বোধহয় একপক্ষ, আমি বিপক্ষেই খেলছি মনে হয়েছে। সেই হিসেবে জাতির পক্ষে দায়িত্ব পালনের চেষ্টা করেছি।'
সালাহউদ্দিন আহমদ বলেন, কিছু দলের প্রস্তাব ও ঐকমত্য কমিশনের নিজস্ব চিন্তাভাবনা জাতির ওপর জবরদস্তিমূলক আরোপের চেষ্টা লক্ষ করেছি।
বিএনপির এই নেতা বলেন, ‘গতকাল জাতীয় ঐকমত্য কমিশন থেকে সুপারিশ দেওয়া হয়েছে। তার মধ্য দিয়ে আমরা কিছু সত্য আবিষ্কার করতে পেরেছি। এত দিন জানতাম জাতীয় ঐকমত্য কমিশন রেফারি বা ফ্যাসিলিটেটরের ভূমিকা পালন করছে। কিন্তু গতকাল সরকারের কাছে তারা যে সুপারিশ দিয়েছে, তার মধ্যে একজন স্বাক্ষরকারী প্রধান উপদেষ্টাও বটে, জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি হিসেবে। এতে একপ্রকার সরকারেরও অনুমোদন হয়েছে, জাতীয় ঐকমত্য কমিশনের তো বটেই। কিন্তু রেফারিকে কখনো গোল দিতে দেখিনি।’
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, ‘প্রস্তাব ও সুপারিশগুলোর সংযুক্তিসহ ৯৪ পাতার একটি দলিল। তার মধ্যে প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে চিঠি লেখা হয়েছে। ওখানে প্রধান উপদেষ্টা নিজেই স্বাক্ষর করেছেন ঐকমত্য কমিশনের সভাপতি হিসেবে। বলা যায়, সরকার ও ঐকমত্য কমিশন—একই।’

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনার সময় কিছু দলের প্রস্তাব ও কমিশনের নিজস্ব চিন্তাভাবনা জাতির ওপর জবরদস্তিমূলকভাবে আরোপের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। এ সময় জাতীয় ঐকমত্য কমিশন সঠিকভাবে রেফারির ভূমিকা পালন করেনি বলেও দাবি করেন তিনি।
সালাহউদ্দিন বলেন, এত দিন জানতাম ঐকমত্য কমিশন রেফারির ভূমিকা পালন করছে, কিন্তু রেফারিকে কোনোদিন গোল দিতে দেখিনি।
আজ বুধবার (২৯ অক্টোবর) দুপুরে রাজধানীর একটি হোটেলে বিএনপি আয়োজিত ‘ফ্রম রুল বাই পাওয়ার টু রুল অব ল: ট্রানজিশন টু আ ডেমোক্রেটিক বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, 'ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনার সময় মনে হয়েছে—ঐকমত্য কমিশন, সরকার ও আরও দু-তিনটি দল বোধহয় একপক্ষ, আমি বিপক্ষেই খেলছি মনে হয়েছে। সেই হিসেবে জাতির পক্ষে দায়িত্ব পালনের চেষ্টা করেছি।'
সালাহউদ্দিন আহমদ বলেন, কিছু দলের প্রস্তাব ও ঐকমত্য কমিশনের নিজস্ব চিন্তাভাবনা জাতির ওপর জবরদস্তিমূলক আরোপের চেষ্টা লক্ষ করেছি।
বিএনপির এই নেতা বলেন, ‘গতকাল জাতীয় ঐকমত্য কমিশন থেকে সুপারিশ দেওয়া হয়েছে। তার মধ্য দিয়ে আমরা কিছু সত্য আবিষ্কার করতে পেরেছি। এত দিন জানতাম জাতীয় ঐকমত্য কমিশন রেফারি বা ফ্যাসিলিটেটরের ভূমিকা পালন করছে। কিন্তু গতকাল সরকারের কাছে তারা যে সুপারিশ দিয়েছে, তার মধ্যে একজন স্বাক্ষরকারী প্রধান উপদেষ্টাও বটে, জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি হিসেবে। এতে একপ্রকার সরকারেরও অনুমোদন হয়েছে, জাতীয় ঐকমত্য কমিশনের তো বটেই। কিন্তু রেফারিকে কখনো গোল দিতে দেখিনি।’
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, ‘প্রস্তাব ও সুপারিশগুলোর সংযুক্তিসহ ৯৪ পাতার একটি দলিল। তার মধ্যে প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে চিঠি লেখা হয়েছে। ওখানে প্রধান উপদেষ্টা নিজেই স্বাক্ষর করেছেন ঐকমত্য কমিশনের সভাপতি হিসেবে। বলা যায়, সরকার ও ঐকমত্য কমিশন—একই।’
.png)

গণভোটের মাধ্যমে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করতে জাতীয় ঐকমত্য কমিশনের সর্বশেষ প্রস্তাবকে ‘অগণতান্ত্রিক, অসাংবিধানিক এবং গণঅভ্যুত্থানের চেতনার পরিপন্থী’ উল্লেখ করে প্রত্যাখ্যান করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) বা বাসদ (মার্কসবাদী)।
২ ঘণ্টা আগে
কর্মীদের ‘অরাজনৈতিক কর্মকাণ্ড’ থেকে বিরত রাখতে বিএনপি নেতাদের অনুরোধ জানিয়ে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। বিবৃতিতে নওগাঁ, নোয়াখালীর সোনাইমুড়ি ও ঝিনাইদহে জামায়াত কর্মীদের ওপর হামলার প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন তিনি।
৫ ঘণ্টা আগে
বাংলাদেশ জামায়াতে ইসলামী বেহেশতের টিকিট বিক্রি করছে—এই ধরনের বক্তব্যের কোনো প্রমাণ নেই বলে দাবি করেছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। উল্টো ‘ধানের শীষে ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে’— এই কথা প্রচার করার বহু প্রমাণ আছে বলেও দাবি করেছেন তিনি।
৫ ঘণ্টা আগে
জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশে ‘নোট অব ডিসেন্ট’ উপেক্ষা করে ঐকমত্য কমিশন জনগণ ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রতারণা করেছে বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
৬ ঘণ্টা আগে