leadT1ad

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অস্থিরতা

পোষ্য কোটা বিতর্কের পেছনে বিপজ্জনক সংকট

আ-আল মামুন
পোষ্য কোটা বিতর্ককে কেন্দ্র করে যে আন্দোলন, তা-ও একটি বড় সংকেত। স্ট্রিম গ্রাফিক

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাম্প্রতিক ঘটনাগুলো শুধু একটি প্রশাসনিক সিদ্ধান্ত বা পোষ্য কোটা নিয়ে আন্দোলনের ফল নয়—এটি দীর্ঘদিনের জমে থাকা অসন্তোষ, দায়িত্বহীনতা ও নীতিহীন রাজনীতির এক বিপজ্জনক পরিণতি। শিক্ষক-শিক্ষার্থীর যে সম্পর্ককে আমরা সবসময় সম্মান ও জ্ঞানের আদর্শ বলে মানি, সেখানে হঠাৎ করে ধাক্কাধাক্কি, হাতাহাতি, এমনকি শারীরিক আক্রমণের মতো ঘটনা ঘটেছে। এসব ঘটনা প্রমাণ করছে, আমাদের উচ্চ বিদ্যাপীঠগুলো গভীর সংকটের মধ্যে রয়েছে।

একটা সময়ে পোষ্য কোটার ন্যায্যতা ছিল, যখন যাতায়াত ও যোগাযোগ ব্যবস্থা খুব দুর্বল ছিল, বিশ্ববিদ্যালয়ের সংখ্যাও ছিলো সীমিত। ফলে এই বিশ্ববিদ্যালয়ে কর্মরত শিক্ষক ও কর্মচারীদের জন্য পোষ্য কোটার একটা যৌক্তিকতা ছিল।

এই সহিংসতার শিকড় আজকের নয়। শেখ হাসিনার পতনের পর যেভাবে শিক্ষক-কর্মচারীদের সামাজিকভাবে হেনস্তা করা হয়েছে, সোশ্যাল মিডিয়ায় উসকানি দেওয়া হয়েছে, সেটিই ধীরে ধীরে শিক্ষার্থীদের মধ্যে একটি নাছোড়বান্দা মনোভাব গড়ে তুলেছে। ফলস্বরূপ বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক শৃঙ্খলা ভেঙে গিয়ে একধরনের ‘মব কালচার’ তৈরি হয়েছে।

আমরা দেখেছি, পোষ্য কোটার অনেক অপব্যবহারও হয়েছে। গত দুই আড়াই দশকের অভিজ্ঞতা থেকে এ কথা বলতে পারি। উপরন্তু, যোগাযোগ ও যাতায়াত ব্যবস্থার উন্নতি, আশেপাশেই অনেক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ফলে পোষ্য কোটার আর ন্যায্যতা নেই—অন্তত শিক্ষক এবং প্রথম ও দ্বিতীয় শ্রেণির কর্মচারীদের জন্য।

তবে একটা কথা থেকেই যায়, তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীরা যেহেতু কম সচ্ছল, উপযুক্ত পরিবেশ পান না, তাঁদের সন্তানদের জন্য ১/২ শতাংশ বা আলাপসাপেক্ষে কিছু কোটা রাখা যেতে পারে।

গত শনিবার পোষ্য কোটা পুনর্বহালকে কেন্দ্র করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ছবি: ভিডিও থেকে নেওয়া
গত শনিবার পোষ্য কোটা পুনর্বহালকে কেন্দ্র করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ছবি: ভিডিও থেকে নেওয়া

২০২৪ সালে যখন পোষ্য কোটাবিরোধী আন্দোলন শুরু হলো, তখনই আমি এই প্রস্তাব দিয়েছিলাম। এই প্রস্তাব হয়তো সমঝোতা করে একটা সুরাহা করতে পারতাম আমরা! শিক্ষার্থীরা যে এ বাস্তবতা বুঝত না, আমার তা মনে হয় না।

শিক্ষার্থীদের দাবি ছিল, কোটার ন্যায্যতা বিধান। কিন্তু শেখ হাসিনা আন্দোলনের মুখে দেমাগ দেখিয়ে ২০১৮ সালে সব কোটা বাতিল করে দিয়েছিলেন, আবার ২০২৪ সালে সব কোটা বহাল করেছিলেন। পরিণতি তো আমরা সবাই জানি!

সেইভাবে, ত্যানা অনেক পেঁচিয়ে আজ যেখানে এসে আমরা পৌঁছালাম, যেভাবে শিক্ষক-শিক্ষার্থীদের প্রকাশ্যে ধস্তাধস্তি করতে দেখলাম, তা খুব লজ্জার। এ রকম ঘটনা আমি আগে দেখিনি আমার দীর্ঘ শিক্ষকতা জীবনে।

পোষ্যকোটা বাতিলের দাবিতে কাফনের কাপড় গায়ে আমরণ অনশনে কয়েকজন শিক্ষার্থী। স্ট্রিম ছবি
পোষ্যকোটা বাতিলের দাবিতে কাফনের কাপড় গায়ে আমরণ অনশনে কয়েকজন শিক্ষার্থী। স্ট্রিম ছবি

আসলে এই সহিংসতার শিকড় আজকের নয়। শেখ হাসিনার পতনের পর যেভাবে শিক্ষক-কর্মচারীদের সামাজিকভাবে হেনস্তা করা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানি দেওয়া হয়েছে, সেটিই ধীরে ধীরে শিক্ষার্থীদের মধ্যে একটি নাছোড়বান্দা মনোভাব গড়ে তুলেছে। ফলস্বরূপ বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক শৃঙ্খলা ভেঙে গিয়ে একধরনের ‘মব কালচার’ তৈরি হয়েছে। সেগুলো এখন প্রকাশ্য সংঘর্ষে রূপ নিচ্ছে।

পোষ্য কোটা বিতর্ককে কেন্দ্র করে যে আন্দোলন, তা-ও একটি বড় সংকেত। আবার বলি, বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের সন্তানদের জন্য চালু হওয়া এই কোটা একসময় ছিল যৌক্তিক। সীমিতসংখ্যক বিশ্ববিদ্যালয় থাকায়, দ্বিতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের আর্থিক ও সামাজিক দুর্বলতা বিবেচনায় এই সুযোগটি রাখা হয়েছিল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বাস্তবতা বদলেছে। এখন শিক্ষক ও প্রথম শ্রেণির কর্মচারীদের সন্তানদের জন্য এ ধরনের সুবিধার ন্যায্যতা প্রশ্নবিদ্ধ। দ্বিতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের জন্য সীমিত (১-২ শতাংশ) কোটা রাখা যেতে পারে। অন্যান্য শ্রেণির জন্য কোটা বাতিল করাই যৌক্তিক।

দুর্ভাগ্যজনক হলো, প্রশাসনের সিদ্ধান্তহীনতা এই উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলেছে। ছাত্রদের চাপে পুরো কোটা বাতিল করে পরে আবার তা ফিরিয়ে আনার মতো দ্বৈত নীতিই শিক্ষক ও কর্মচারীদের ক্ষোভের জন্ম দিয়েছে।

দুর্ভাগ্যজনক হলো, প্রশাসনের সিদ্ধান্তহীনতা এই উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলেছে। ছাত্রদের চাপে পুরো কোটা বাতিল করে পরে আবার তা ফিরিয়ে আনার মতো দ্বৈত নীতিই শিক্ষক ও কর্মচারীদের ক্ষোভের জন্ম দিয়েছে।

আগেই বলেছি, শেখ হাসিনা সরকারের সময়কার কোটা সংস্কারের ঘটনাও একই ধরনের ভুলের পুনরাবৃত্তি। যুক্তিসংগত ও পরিমিত সংস্কারের বদলে হঠাৎ করে সবকিছু বাতিল করা, আবার আন্দোলনের মুখে তা পুনর্বহাল করা—এটি অপরিণত ও দুর্বল প্রশাসনিক মানসিকতার প্রমাণ।

এই সংকট কেবল একটি বিশ্ববিদ্যালয়ের সংকট নয়, বাংলাদেশের উচ্চশিক্ষা ব্যবস্থার বিপজ্জনক প্রবণতার প্রতিফলন। ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়—সবখানেই সাম্প্রতিক সময়ে মব সংস্কৃতি, উসকানি ও সহিংসতার ছাপ দেখা যাচ্ছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা যেভাবে শারীরিক সংঘর্ষে জড়িয়ে পড়েছেন, তা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর নৈতিক অবক্ষয়ের ভয়াবহ ইঙ্গিত দেয়।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে, প্রশাসনিক দুর্বলতা ও রাজনৈতিক প্রভাব শিক্ষাঙ্গনকে কীভাবে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। যদি এখনই যুক্তিনিষ্ঠ ও সাহসী পদক্ষেপ নেওয়া না হয়, তবে বিশ্ববিদ্যালয়গুলো শুধু জ্ঞানের আলোকবর্তিকা নয়, অরাজকতার দুর্গে পরিণত হবে।

এই বাস্তবতায় এখন জরুরি হলো, এই সহিংসতার জন্য দায়ীদের চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়া–তা শিক্ষার্থী হোক বা শিক্ষক। শুধু শিক্ষার্থীদের দোষারোপ করে দায় ঝেড়ে ফেলা যাবে না। একই সঙ্গে কোটা বিষয়ে যুক্তিসংগত সমাধান নিয়ে এগোতে হবে। দ্বিতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের জন্য সীমিত কোটা রেখে বাকি অংশ বাতিল করাই হতে পারে একটি ন্যায্য সমাধান।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে, প্রশাসনিক দুর্বলতা ও রাজনৈতিক প্রভাব শিক্ষাঙ্গনকে কীভাবে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। যদি এখনই যুক্তিনিষ্ঠ ও সাহসী পদক্ষেপ নেওয়া না হয়, তবে বিশ্ববিদ্যালয়গুলো শুধু জ্ঞানের আলোকবর্তিকা নয়, অরাজকতার দুর্গে পরিণত হবে। এই সংকটের দায় শিক্ষাপ্রশাসন থেকে শুরু করে সমাজের প্রতিটি স্তরের। সমাধানও আসতে হবে সবার সম্মিলিত উদ্যোগে—যেখানে নীতি ও ন্যায়বোধই হবে একমাত্র পথনির্দেশক।

লেখক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণ-যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক।

Ad 300x250

সম্পর্কিত