leadT1ad

শেখ হাসিনার মামলার রায়ের তারিখ জানা যেতে পারে আগামীকাল

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ১২ নভেম্বর ২০২৫, ১৫: ৩৭
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে মামলার বিচারিক কার্যক্রম চলছে। ছবি: সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে চলমান মানবতাবিরোধী অপরাধের মামলার রায়ের তারিখ আগামীকাল বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ঘোষণা করা হতে পারে বলে প্রত্যাশা ব্যক্ত করেছে রাষ্ট্রপক্ষ। আজ বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ব্রিফিংয়ের সময়ে প্রসিকিউটর মিজানুল ইসলাম সাংবাদিকদের এ কথা জানান। তিনি আরও উল্লেখ করেন, যুক্তিতর্ক উপস্থাপনের সময় রাষ্ট্রপক্ষ থেকে আসামী শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তি দাবি করা হয়েছে।

রায়ের তারিখ ঘোষণার সম্ভাবনার বিষয়ে এক প্রশ্নের জবাবে প্রসিকিউটর মিজানুল ইসলাম বলেন, ‘রায়ের দিন নির্ধারণ করার এখতিয়ার পুরোপুরি ট্রাইব্যুনালের। তবে আমরা বিশ্বাস করি যে আগামীকাল রায়ের তারিখ আমরা পাব।’

মামলার ফলাফলের ব্যাপারে রাষ্ট্রপক্ষের প্রত্যাশা কী, তা জানতে চাইলে তিনি জানান, তাঁরা আসামী শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন।

প্রসিকিউটর বলেন, ‘আমরা তো ট্রাইব্যুনালে যুক্তিতর্ক উপস্থাপনকালে অ্যাটর্নি জেনারেল, আমাদের বিজ্ঞ চিফ প্রসিকিউটর এবং আমি ও আমাদের আরেকজন প্রসিকিউটর, যারা আর্গুমেন্ট করেছি, সবাই সর্বোচ্চ শাস্তি দাবি করেছি।’

উল্লেখ্য, গত বছরের জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় আন্দোলনরত শিক্ষার্থী ও শ্রমিকদের ওপর নির্বিচারে গুলি ও দমন-পীড়নের মাধ্যমে মানবতাবিরোধী অপরাধ সংঘটনের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই মামলাটি পরিচালিত হচ্ছে। গত ৫ আগস্ট শেখ হাসিনা দেশত্যাগের পর তাঁর অনুপস্থিতিতেই এই বিচার কার্যক্রম শুরু হয়।

রাষ্ট্রপক্ষের অভিযোগ, শেখ হাসিনার সরাসরি নির্দেশে এবং তার মদদপুষ্ট বাহিনীর হাতে শত শত আন্দোলনকারী নিহত হয়েছেন। এই মামলার যুক্তিতর্ক উপস্থাপন গত ২৩ অক্টোবর শেষ হয়েছে এবং মামলাটি বর্তমানে রায়ের জন্য অপেক্ষমাণ রয়েছে। রায় ঘোষণাকে কেন্দ্র করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও এর সংলগ্ন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত