leadT1ad

এবার মিরপুরে বাসে আগুন

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ১২ নভেম্বর ২০২৫, ১৮: ১৭
ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুর ১ নম্বর এলাকায় শতাব্দী নামের একটি চলামান বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বাসের চালক, সহযোগী ও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে কেউ আহত হননি।

আজ বুধবার (১২ নভেম্বর) দুপুর ১২টা ৫৭ মিনিটে সনি মোড়ের রূপায়ন টাওয়ারের সামনে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন শাহ আলী থানার উপ-পরিদর্শক (এসআই) রুহুল আমীন।

যোগাযোগ করা হলে এসআই রুহুল আমীন স্ট্রিমকে বলেন, ‘ঘটনার সময় বাসটি উত্তরার দিকে যাচ্ছিল। বাসে কয়েকজন যাত্রী ছিল। রূপায়ন টাওয়ারের সামনে দাঁড়ালে কে বা কারা আগুন দিয়ে চলে যায়। তবে ওই সময় বাসে থাকা ড্রাইভার, হেল্পারসহ স্থানীয় লোকেরা সে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন।’

এই ঘটনায় আহত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে চাইলে রুহুল আমীন বলেন, ‘বাসের পিছনের সিটে আগুন লাগানো হয়। বাসে অল্প যাত্রী থাকায় কেউ আহত হননি। এবং স্থানীয় লোকদের সহযোগিতার কারণে বাসের আগুন ছড়াতেও পারেনি। তবে পিছনের দুইটি সিটের কভার পুড়ে গেছে।’

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত