leadT1ad

রবি শিক্ষার্থীদের ‘রেল ব্লকেড’

আটকা পড়েছে ঢাকা-উত্তরাঞ্চলের ৬ ট্রেন, সিডিউল বিপর্যয়ের শঙ্কা

বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের ডিপিপি অনুমোদনের দাবিতে বুধবার সকাল ৯টার দিকে সিরাজগঞ্জের উল্লাপাড়া রেলস্টেশন এলাকায় রেলপথ অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা।

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
সিরাজগঞ্জ
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৫, ১৬: ৫২
আটকা পড়েছে ঢাকা-উত্তরাঞ্চলের ৬ ট্রেন, সিডিউল বিপর্যয়ের শঙ্কা। স্ট্রিম ছবি

সিরাজগঞ্জের উল্লাপাড়া স্টেশনের রেলপথ অবরোধ করে বিক্ষোভ করছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয় (রবি) শিক্ষার্থীরা। শেষ খবর পাওয়া পর্যন্ত এতে উভয়প্রান্তে ছয়টি ট্রেন আটকা পড়েছে। এর মধ্যে পাঁচটি যাত্রীবাহী ও একটি মালবাহী ট্রেন রয়েছে। এতে বিপর্যয়ের মুখে পড়তে পারে ঢাকার সঙ্গে রাজশাহী, খুলনা ও রংপুর বিভাগের রেল যোগাযোগে সিডিউল।

বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রপোজাল (ডিপিপি) অনুমোদনের দাবিতে বুধবার (১৩ আগস্ট) সকাল ৯টার দিকে সিরাজগঞ্জের উল্লাপাড়া রেলওয়ে স্টেশন এলাকায় রেলপথ অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা।

পশ্চিমাঞ্চল রেলওয়ে সূত্রে জানা গেছে, অবরোধের কারণে ঢাকা ও উত্তরবঙ্গগামী ছয়টি ট্রেন আটকা পড়েছে। এর মধ্যে শরৎনগর স্টেশনে চিলাহাটিগামী চিলাহাটি এক্সপ্রেস, লাহিড়ী মোহনপুরে ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেস, টাঙ্গাইলে দিনাজপুরগামী একতা এক্সপ্রেস, জামতৈলে রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস ইব্রাহিমাবাদে রংপুরগামী রংপুর এক্সপ্রেস ও চাটমোহরে ঢাকাগামী তেলবাহী ট্রেন আটকা পড়েছে।

রেলওয়ের পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক ফরিদ আহমেদ বলেন, ‘অবরোধের সময় বাড়লে ট্রেনের সিডিউল বিপর্যয়ের আশঙ্কা রয়েছে। তবে এখন অবরোধ তুলে নিলে দেরি হলেও সিডিউল বিপর্যয়ের শঙ্কা নেই।’

আটকা পড়েছে ঢাকা-উত্তরাঞ্চলের ৬ ট্রেন, সিডিউল বিপর্যয়ের শঙ্কা। স্ট্রিম ছবি
আটকা পড়েছে ঢাকা-উত্তরাঞ্চলের ৬ ট্রেন, সিডিউল বিপর্যয়ের শঙ্কা। স্ট্রিম ছবি

এদিকে দুপুর বেলা ৪টায় শেষ খবর পাওয়া পর্যন্ত রেলসড়ক অবরোধ করে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। তাঁরা বলেন, প্রতিষ্ঠার ৯ বছরেও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাস নির্মিত হয়নি, এটা দুর্ভাগ্যজনক। শিক্ষক-শিক্ষার্থী, কর্মচারী-কর্মকর্তাদের চরম ভোগান্তির মধ্যে দিয়ে শিক্ষাকার্যক্রম চালাতে হচ্ছে। এভাবে আর চলতে পারে না। নিজস্ব ক্যাম্পাস বাস্তবায়ন ছাড়া তাঁরা ঘরে ফিরবেন না।

আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে সংগীত বিভাগের হৃদয় সরকার, অর্থনীতি বিভাগের সুজানা, সংগীত বিভাগের আব্দুল মমিনসহ একাধিক বিক্ষোভকারী বলেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের ডিপিপি দ্রুত অনুমোদনের দাবিতে রবিবার (১০ আগস্ট) হাটিকুমরুল গোলচত্বরে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। সরকারকে সেই দিন ৪৮ ঘণ্টার সময়সীমা (আল্টিমেটাম) বেঁধে দিয়ে কর্মসূচি স্থগিত করা হয়েছিল। এরপরও সরকারের কোনো পক্ষ থেকে ইতিবাচক সাড়া তাঁরা পাননি। ঘোষিত সেই ৪৮ ঘণ্টা সময়সীমা মঙ্গলবার শেষ হয়েছে। তাই আজ বুধবার তাঁরা উল্লাপাড়া স্টেশন এলাকায় ‘রেলপথ ব্লকেড’ করেছে।

জানা গেছে, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের দাবিতে আন্দোলন করে আসছেন শিক্ষার্থীরা। তাঁদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরাও।

এর আগে চলতি বছরের ১৯ থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত টানা কর্মসূচিতে মহাসড়ক অচল করে রাখেন শিক্ষার্থীরা। তখন সরকারের পক্ষ থেকে আশ্বাস দেওয়ায় আন্দোলন স্থগিত করা হয়। কিন্তু এর ছয় মাস পরেও ডিপিপি অনুমোদন না হওয়ায় ২৬ জুলাই রবীন্দ্র বিশ্ববিদ্যালয় দিবসের কর্মসূচি বয়কটের মধ্য দিয়ে আবার আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা।

Ad 300x250

সম্পর্কিত