leadT1ad

খালেদা জিয়া চোখ খুলেছেন, সাড়াও দিচ্ছেন

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৫, ১৫: ৪৩
খালেদা জিয়া। ছবি: তারেক রহমানের ফেসবুক থেকে নেওয়া

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া চোখ খুলেছেন। তিনি সাড়াও দিয়েছেন। আজ বৃহস্পতিবার তাঁর চিকিৎসাসংশ্লিষ্ট সূত্র এসব তথ্য জানিয়েছে।

এদিকে আজ বিকেল তিনটার দিকে এভারকেয়ার হাসপাতাল প্রাঙ্গনে এক সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার ব্যাক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, আজ বৃহস্পতিবার মধ্যরাত কিংবা আগামীকাল শুক্রবার সকালের মধ্যেই খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে।

তিনি বলেন, মেডিকেল বোর্ডের পরামর্শমতো কাতার আমিরের পাঠানো এয়ার এম্বুলেন্সযোগে সাবেক এই প্রধানমন্ত্রীকে লন্ডনে নেওয়া হবে।

প্রায় ৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন হৃদরোগ ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, কিডনির জটিলতাসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন। গত ২৩ নভেম্বর শ্বাসকষ্ট দেখা দিলে তাঁকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকরা হৃদযন্ত্র ও ফুসফুসে সংক্রমণ হয়েছে জানান।

গত মঙ্গলবার (২ ডিসেম্বর) খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করে অন্তর্তী সরকার। এরপর খালেদা জিয়ার চিকিৎসা ঘিরে এভারকেয়ার হাসপাতাল এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। এর মধ্যে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এএসএফ), প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর), পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নিয়োজিত করা হয়েছে। কাঁটাতারের ব্যারিকেড দিয়ে ঘিরে রাখা হয়েছে হাসপাতালের প্রধান ফটক।

গতকাল বুধবার রাতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এভারকেয়ার হাসপাতালে যান খালেদা জিয়াকে দেখতে। এ ছাড়া গতকাল রাতে চীন থেকে চারজন বিশেষজ্ঞ চিকিৎসক ঢাকায় এসেছেন। রাতেই তাঁরা খালেদা জিয়ার মেডিকেল বোর্ডে যোগ দেন। এর আগে দুপুরে যুক্তরাজ্য থেকে ঢাকায় আসেন বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বেলে। তিনিও গতকালই খালেদা জিয়ার সর্বশেষ পরীক্ষা-নিরীক্ষার প্রতিবেদনগুলো দেখেছেন।

এমন পরিস্থিতিতে আজ বৃহস্পতিবার দুপুরে ডা. জাহিদ হোসেন জানালেন, খালেদা জিয়াকে আরও উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়া হচ্ছে।

Ad 300x250

সম্পর্কিত