স্ট্রিম প্রতিবেদক

আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে গত মাসের (নভেম্বর) শুরুতে ২৩৭ জনকে প্রাথমিকভাবে প্রার্থী ঘোষণা করেছিল বিএনপি। প্রথম দফায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতাদের অনেকের পছন্দের আসনে প্রার্থী দেয় দলটি।
আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দ্বিতীয় দফায় আরও ৩৬ জনকে মনোনয়ন দিয়েছে বিএনপি। এবারও এনসিপির শীর্ষ নেতাদের মধ্যে সিনিয়র যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা ও মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর আসনে মনোনয়ন দিয়েছে দলটি।
ইতিমধ্যে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ঢাকা-১৮ থেকে মনোনয়ন ফরম নিয়েছেন, নির্বাচন করতে চান এই আসন থেকে। সিনিয়র যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা ঢাকা-৯ আসন থেকে দলের মনোনয়ন নিয়েছেন। এই দুটি আসনেই আজ মনোনয়ন দিয়েছে বিএনপি।
এর আগে গত ৩ নভেম্বর প্রথম দফায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন এবং দুই মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমের পছন্দের আসনে প্রার্থী দিয়েছিল বিএনপি।
এনসিপি সূত্রে জানা যায় দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ঢাকা-১১; সদস্যসচিব আখতার হোসেন রংপুর-৪; উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম পঞ্চগড়-১; দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ কুমিল্লা-৪ আসন থেকে নির্বাচন করবেন। ইতিমধ্যে এই আসনগুলো থেকে মনোনয়ন নিয়েছে এনসিপির শীর্ষ নেতারা।

আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে গত মাসের (নভেম্বর) শুরুতে ২৩৭ জনকে প্রাথমিকভাবে প্রার্থী ঘোষণা করেছিল বিএনপি। প্রথম দফায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতাদের অনেকের পছন্দের আসনে প্রার্থী দেয় দলটি।
আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দ্বিতীয় দফায় আরও ৩৬ জনকে মনোনয়ন দিয়েছে বিএনপি। এবারও এনসিপির শীর্ষ নেতাদের মধ্যে সিনিয়র যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা ও মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর আসনে মনোনয়ন দিয়েছে দলটি।
ইতিমধ্যে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ঢাকা-১৮ থেকে মনোনয়ন ফরম নিয়েছেন, নির্বাচন করতে চান এই আসন থেকে। সিনিয়র যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা ঢাকা-৯ আসন থেকে দলের মনোনয়ন নিয়েছেন। এই দুটি আসনেই আজ মনোনয়ন দিয়েছে বিএনপি।
এর আগে গত ৩ নভেম্বর প্রথম দফায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন এবং দুই মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমের পছন্দের আসনে প্রার্থী দিয়েছিল বিএনপি।
এনসিপি সূত্রে জানা যায় দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ঢাকা-১১; সদস্যসচিব আখতার হোসেন রংপুর-৪; উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম পঞ্চগড়-১; দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ কুমিল্লা-৪ আসন থেকে নির্বাচন করবেন। ইতিমধ্যে এই আসনগুলো থেকে মনোনয়ন নিয়েছে এনসিপির শীর্ষ নেতারা।

গণঅভ্যুত্থানের মাধ্যমে রাষ্ট্রক্ষমতা থেকে শেখ হাসিনাকে অপসারণে ভূমিকা রাখা শিক্ষার্থীরা এ বছর নতুন রাজনৈতিক দল গঠন করলে হাজারো মানুষ তাদের প্রতিশ্রুতি শোনার জন্য সমবেত হন। কিন্তু সেই রাস্তার শক্তিকে ভোটে রূপান্তর করতে এখন হিমশিম খাচ্ছে দলটি।
২ ঘণ্টা আগে
এর আগে নভেম্বরের শুরুতে জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে ২৩৭টিতে প্রার্থী ঘোষণা করে বিএনপি। পরে একটি আসনে প্রার্থীর মনোনয়ন স্থগিত করা হয়। বাকি ৬৪ আসনের মধ্যে এবার ৩৬টি আসনে প্রার্থী দিল দলটি।
২ ঘণ্টা আগে
বিএনপি ঘোষিত ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক বিশেষ কর্মসূচি আগামী ৭ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে। শেষ হবে ১৩ ডিসেম্বর। তবে ১২ ডিসেম্বর কোনো কর্মসূচি রাখা হয়নি। আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে এ কর্মসূচিকে কেন্দ্র করে গঠিত কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
৬ ঘণ্টা আগে
খুলনা জেলা জামায়াতের আমির মাওলানা এমরান হোসাইন গতকাল বুধবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় জানান, গত ১ ডিসেম্বর খুলনায় ৮ দলের বিভাগীয় সমাবেশে এসে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান এই সিদ্ধান্ত দেন। পরবর্তীতে গতকাল বুধবার বিকেলে স্থানীয় পর্যায়ের নেতাদের বৈঠকে এটি আলোচিত হয় এবং সিদ্ধান্ত বহাল রাখা হয়।
৮ ঘণ্টা আগে