leadT1ad

এবার তাসনিম জারা-পাটওয়ারীর আসনে প্রার্থী দিয়েছে বিএনপি

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৫, ১৮: ৩৬
এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা (ডানে) ও মুখ্য সমন্বয়ক নাসীরউদ্দীন পাটওয়ারী (বামে)। সংগৃহীত ছবি

আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে গত মাসের (নভেম্বর) শুরুতে ২৩৭ জনকে প্রাথমিকভাবে প্রার্থী ঘোষণা করেছিল বিএনপি। প্রথম দফায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতাদের অনেকের পছন্দের আসনে প্রার্থী দেয় দলটি।

আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দ্বিতীয় দফায় আরও ৩৬ জনকে মনোনয়ন দিয়েছে বিএনপি। এবারও এনসিপির শীর্ষ নেতাদের মধ্যে সিনিয়র যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা ও মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর আসনে মনোনয়ন দিয়েছে দলটি।

ইতিমধ্যে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ঢাকা-১৮ থেকে মনোনয়ন ফরম নিয়েছেন, নির্বাচন করতে চান এই আসন থেকে। সিনিয়র যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা ঢাকা-৯ আসন থেকে দলের মনোনয়ন নিয়েছেন। এই দুটি আসনেই আজ মনোনয়ন দিয়েছে বিএনপি।

এর আগে গত ৩ নভেম্বর প্রথম দফায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন এবং দুই মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমের পছন্দের আসনে প্রার্থী দিয়েছিল বিএনপি।

এনসিপি সূত্রে জানা যায় দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ঢাকা-১১; সদস্যসচিব আখতার হোসেন রংপুর-৪; উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম পঞ্চগড়-১; দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ কুমিল্লা-৪ আসন থেকে নির্বাচন করবেন। ইতিমধ্যে এই আসনগুলো থেকে মনোনয়ন নিয়েছে এনসিপির শীর্ষ নেতারা।

Ad 300x250

সম্পর্কিত