leadT1ad

আরও ৩৬ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৫, ১৬: ৫৯
রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বৃহস্পতিবার সংবাদ সম্মেলন ৩৬টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্ট্রিম ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আরও ৩৬টি আসনে দলীয় প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। আজ বৃহস্পতিবার রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এসব নাম ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এর আগে নভেম্বরের শুরুতে জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে ২৩৭টিতে প্রার্থী ঘোষণা করে বিএনপি। পরে একটি আসনে প্রার্থীর মনোনয়ন স্থগিত করা হয়। বাকি ৬৪ আসনের মধ্যে এবার ৩৬টি আসনে প্রার্থী দিল দলটি।

নতুন ঘোষিত প্রার্থীরা হলেন, ঢাকা-৭ আসনে হামিদুর রহমান, ঢাকা-৯ আসনে হাবিবুর রশিদ, ঢাকা-১০ আসনে শেখ রবিউল আলম এবং ঢাকা ১৮ আসনে এস এম জাহাঙ্গীর হোসেন।

এ ছাড়া ঠাকুরগাঁও-২ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন আব্দুস সালাম, দিনাজপুর-৫ আসনে এ কে এম কামরুজ্জামান, নওগাঁ-৫ আসনে জাহিদুল ইসলাম ধলু, নাটোর- ৩ আসনে আনোয়ারুল ইসলাম, সিরাজগঞ্জ-১ আসনে সেলিম রেজা, টাঙ্গাইল ৫ আসনে সুলতান সালাউদ্দিন টুকু, ময়মনসিংহ-৪ আসনে আবু ওয়াহাব আখন্দ ওয়ালিদ, কিশোরগঞ্জ- ১ আসনে মোহাম্মদ মাজহারুল ইসলাম, মানিকগঞ্জ-১ আসনে এসএ জিন্নাহ কবির, মুন্সীগঞ্জ-৩ আসনে মো. কামরুজ্জামান, গাজীপুর-১ আসনে মজিবুর রহমান ও হবিগঞ্জ-১ আসনে রেজা কিবরিয়া।

এর বাইরে চট্টগ্রাম-৩ আসনে মোস্তফা কামাল, চট্টগ্রাম-৬ আসনে গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, চট্টগ্রাম-৯ আসনে মোহাম্মদ আবু সুফিয়ান, চট্টগ্রাম-১৫ আসনে নাজমুল মোস্তফা আমীন, কক্সবাজার-২ আসনে আলমগীর মাহফুজ উল্লাহ ফরিদ, যশোর-৫ আসনে এম ইকবাল হোসেন, নড়াইল-২ আসনে মনিরুল ইসলাম, খুলনা-১ আসনে আমির এজাজ খান, পটুয়াখালী-২ আসনে শহিদুল আলম তালুকদার, বরিশাল-৩ আসনে জয়নুল আবেদীন, ঝালকাঠি-১ আসনে রফিকুল ইসলাম জামাল, রাজবাড়ি-২ আসনে হারুন অর রশীদ, ফরিদপুর-১ আসনে খন্দকার নাসিরুল ইসলাম, মাদারীপুর-১ আসনে নাদিরা আক্তার, সুনামগঞ্জ-২ আসনে নাসির হোসেন চৌধুরী, সুনামগঞ্জ-৪ আসনে নুরুল ইসলাম, সিলেট-৪ আসনে আরিফুল হক চৌধুরী, কুমিল্লা-২ আসনে সেলিম ভূঁইয়া ধানের শীষের প্রার্থী হতে যাচ্ছেন।

এদিকে, প্রথম দফায় নাম ঘোষণার পর বিএনপির একাধিক জ্যেষ্ঠ নেতা জানিয়েছিলেন, সমমনা দলগুলোর সঙ্গে জোট হলে সেই প্রার্থীদের দেওয়া হবে বাকি আসনগুলো। সেই হিসাবে এখন জোটের প্রার্থীদের জন্য থাকল মাত্র ২৮টি আসন।

Ad 300x250

সম্পর্কিত