leadT1ad

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের দাবিতে মহাসড়ক অবরোধ

আট বছর ধরে ভাড়া করা ভবনে একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের পাঠকার্যক্রম চলছে। এখনো শহরের শাহজাদপুর মহিলা কলেজ, সাইফুদ্দিন ইয়াহিয়া ডিগ্রি কলেজ ও দুটি ভাড়া করা ভবনে কার্যক্রম চালানো হচ্ছে।

স্ট্রিম সংবাদদাতাসিরাজগঞ্জ
প্রকাশ : ১০ আগস্ট ২০২৫, ১৪: ৩৬
আপডেট : ১০ আগস্ট ২০২৫, ১৪: ৩৮
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের দাবিতে মহাসড়ক অবরোধ। স্ট্রিম ছবি

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের (রবি) স্থায়ী ক্যাম্পাস ও ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রপোজাল (ডিপিপি) অনুমোদনে সরকারের ইতিবাচক সাড়া না পাওয়ায় অভিযোগ করেছেন শিক্ষার্থীরা। এর প্রতিবাদে বিশ্ববিদ্যালয় থেকে ৩৫ কিলোমিটার দূরে এসে সিরাজগঞ্জের হাটিকুমরুল গোলচত্বরে ঢাকা-উত্তরবঙ্গ মহাসড়ক অবরোধ করে ঘণ্টাব্যাপী বিক্ষোভ করেছেন তাঁরা।

স্থায়ী ক্যাম্পাসের দাবিতে এর আগে সরকারকে ৭২ ঘণ্টার সময়সীমা (আল্টিমেটার) দেন শিক্ষার্থীরা। সেই সময়সীমা শেষ হওয়ার পর রবিবার (১০ আগস্ট) বেলা ১১টার দিকে মহাসড়ক অবরোধ কর্মসূচি শুরু করেন তাঁরা। এতে উত্তরবঙ্গের চারটি পথে হাজারো বাস, ট্রাকসহ ব্যক্তিগত গাড়ি দাঁড়িয়ে পড়ে। দুর্ভোগে পড়েন এসব যানবাহনের যাত্রীরা।

এদিকে শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি জানিয়ে কর্মসূচিতে অংশ নেন জামায়াতের কেন্দ্রীয় সহকারি সেক্টেটারি জেনারেল রফিকুল ইসলাম খান, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদসহ বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা।

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের দাবিতে মহাসড়ক অবরোধ। স্ট্রিম ছবি
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের দাবিতে মহাসড়ক অবরোধ। স্ট্রিম ছবি

বিশ্ববিদ্যালয়ের ডিপিপি দ্রুত অনুমোদনের দাবিতে শিক্ষার্থীরা ২০২৪ সালের ২১ ডিসেম্বর থেকে রাজপথে আন্দোলন করছে। রবিবার বেলা সাড়ে ১১টার দিকে জেলার হাটিকুমরুল গোলচত্বর এলাকার ঢাকা-রাজশাহী, ঢাকা-পাবনা, ঢাকা-রংপুর মহাসড়ক আটকে বিক্ষোভ শুরু করেন তাঁরা। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চলে এই অবরোধ। জেলার ধোপাকান্দি এলাকায় স্থায়ী ক্যাম্পাস দাবিতে বিভিন্ন স্লোগান দেন শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, প্রতিষ্ঠার ৯ বছরে বর্তমানে পাঁচ বিভাগে প্রায় ১ হাজার ২০০ শিক্ষার্থী পড়াশোনা করছেন। এগুলো হলো বাংলা, সমাজবিজ্ঞান, অর্থনীতি, সংগীত ও ব্যবস্থাপনা বিভাগে। পাঠদানের জন্য রয়েছেন ৩৪ জন শিক্ষক। এ ছাড়াও আছেন ৫৪ জন কর্মকর্তা ও ১০৭ জন কর্মচারী।

শিক্ষার্থীরা জানান, ২০১৮ সালে স্থায়ী ক্যাম্পাস নির্মাণের জন্য প্রস্তাবিত প্রকল্প ছিল ৯ হাজার ২৩৪ কোটি টাকার। পরে আট দফায় ডিপিপি সংশোধন করে প্রকল্প প্রায় ৯৩ শতাংশ ব্যয় কমিয়ে ৫৯৯ কোটি ৫০ লাখ টাকায় নামিয়ে আনা হয়েছে। এই প্রকল্প বাস্তবায়নে মেয়াদ নির্ধারণ হয়েছে ২০২৫ সালের মার্চ থেকে ২০২৯ সালের ফেব্রুয়ারি পর্যন্ত। এর পরও রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রকল্পটি একনেক সভার এজেন্ডায় অন্তর্ভুক্ত হয়নি।

আন্দোলনকারীরা বলেন, আট বছর ধরে ভাড়া করা ভবনে একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের পাঠকার্যক্রম চলছে। এখনো শহরের শাহজাদপুর মহিলা কলেজ, সাইফুদ্দিন ইয়াহিয়া ডিগ্রি কলেজ ও দুটি ভাড়া করা ভবনে কার্যক্রম চালানো হচ্ছে। বিশ্বকবির নামে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়টির প্রতি অবিচার করা হয়েছে। তাঁরা বারবার আন্দোলন করার পরও শুধু আশ্বাসই দেওয়া হয়েছে। কিন্তু সমাধানের কোনো উদ্যোগ নেওয়া হয়নি।

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের দাবিতে মহাসড়ক অবরোধ। স্ট্রিম ছবি
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের দাবিতে মহাসড়ক অবরোধ। স্ট্রিম ছবি

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ জানান, শিক্ষার্থীরা হাটিকুমরুল গোলচত্বরের ধোপাকান্দি এলাকায় ঢাকামুখী ও উত্তরবঙ্গগামী লেন বন্ধ করে বিক্ষোভ করে। তবে যানবাহনগুলো শহরের ভেতর দিয়ে পার করা হয়। পরে সাড়ে ১২টার দিকে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন। স্থায়ী ক্যাম্পাসের দাবিতে শিক্ষার্থী এর আগেও একাধিকবার সড়ক অবরোধ করেন বলে জানান তিনি।

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর নজরুল ইসলাম বলেন, ‘শিক্ষার্থীদের দাবির প্রতি সংহতি জানিয়ে সব শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী শান্তিপূর্ণ উপায়ে আন্দোলন পরিচালিত করছে। বিশ্ববিদ্যালয় থেকে ৩৫ কিলোমিটার দূরে শিক্ষার্থীরা আন্দোলন করায় অধিকতর নিরাপত্তার স্বার্থে আমরা এসেছি। বিশ্ববিদ্যালয়টির ডিপিপি হুবহু দ্রুত অনুমোদন ও বাস্তবায়ন করুক সরকার, আজ আমরা সেই দাবিই করছি। আশাকরি সরকার আমাদের বিনীত অনুরোধে দ্রুত সাড়া দেবে এবং শিক্ষার্থীদের দ্রুত শিক্ষা কার্যক্রমে ফেরার ব্যবস্থা করবে।’

Ad 300x250

ইসরায়েলের সঙ্গে মিলে কোটি কোটি টাকা খরচায় গুপ্তচরবৃত্তি করেছে আ. লীগ

আনাস আল শরীফ: মৃত্যুর চোখে চোখ রেখে সাংবাদিকতা

মার্কিন শুল্ক ১৫ শতাংশেরও কমে নামানোর চেষ্টা করছে সরকার: বাণিজ্য উপদেষ্টা

জাতীয় যুবশক্তির ইশতেহার ঘোষণা, নেতাকর্মীদের উচ্ছ্বাস

জাতীয় ঐকমত্য কমিশনের সিদ্ধান্ত প্রত্যাখ্যান সামাজিক প্রতিরোধ কমিটির

সম্পর্কিত