leadT1ad

কক্সবাজার সমুদ্র উপকূল উত্তাল, সেন্টমার্টিনে নৌ যোগাযোগ বন্ধ

স্ট্রিম প্রতিবেদককক্সবাজার ও কুয়াকাটা
প্রকাশ : ২৬ জুলাই ২০২৫, ১২: ২০
কক্সবাজার সমুদ্র সৈকতে ওড়ানো হচ্ছে লাল পতাকা। ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে কক্সবাজার সমুদ্র উপকূল উত্তাল হয়ে উঠেছে। সাগরে জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে ৪ থেকে ৫ ফুট উচ্চতায় তীরে আছড়ে পড়ছে। এর ফলে সমুদ্রসৈকতে বেড়াতে আসা পর্যটকদের আজ শনিবার গোসলে নামতে সতর্কতা অবলম্বন করতে বলছে জেলা প্রশাসন।

এদিকে গতকাল শুক্রবার (২৫ জুলাই) রাতে আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সারা দেশের সম্ভাব্য পূর্বাভাসে জানানো হয়েছে, আজ শনিবার ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ স্থানে এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এর মধ্যে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

অন্যদিকে কক্সবাজারের স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, গতকাল সকাল থেকেই কক্সবাজার সমুদ্র উপকূল ও আশেপাশের এলাকায় দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যাচ্ছে। সারা দিন আকাশ মেঘাচ্ছন্ন ছিল। একই সঙ্গে হালকা ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি অব্যাহত আছে।

কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারী আবহাওবিদ আবদুল হান্নান জানিয়েছেন, কক্সবাজারসহ দেশের চার সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। নিম্নচাপের প্রভাবে বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে।

Cox bazar  0
Cox bazar 0

সাগর উত্তাল থাকায় কক্সবাজার সমুদ্র সৈকতে বেড়াতে আসা পর্যটকদের সতর্ক করা হচ্ছে। সৈকতে লাল নিশানা ওড়ানো হচ্ছে। উত্তাল সাগরে গোসল নামতে পর্যটকদের নিরুৎসাহিত করা হচ্ছে বলে জানিয়েছেন জেলা প্রশাসনের বিচকর্মীদের সহকারী সুপারভাইজার বেলাল হোসেন। তিনি বলেন, ‘সৈকতে পর্যটকদের হাঁটু পানির নিচে নামতে নিষেধ করা হয়েছে। ঝুঁকি চিহ্নিত এলাকায় গোসল থেকেও বিরত থাকতে অনুরোধ করা হচ্ছে।

বিচকর্মীদের পাশাপাশি সৈকতের লাবনী পয়েন্ট থেকে কলাতলী পর্যন্ত ট্যুরিস্ট পুলিশ ও লাইফ গার্ডকর্মীরা পর্যটকদের নিরাপত্তায় সতর্ক রয়েছেন।

সেন্টমার্টিন দ্বীপের সঙ্গে নৌ চলাচল বন্ধ

সাগর উত্তাল থাকায় টেকনাফের সঙ্গে সেন্টমার্টিন দ্বীপের নৌ চলাচল বন্ধ রাখতে বলেছে উপজেলা প্রশাসন। এ ছাড়া মহেশখালী ও কুতুবদিয়া দ্বীপের সঙ্গে নৌ চলাচলে বাড়তি সতর্কতা অবলম্বনের নির্দেশনা দেওয়া হয়েছে। আবহাওয়া অফিস বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে দ্রুত নিরাপদ আশ্রয়ে যেতে বলেছে।

এদিকে আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অমাবস্যা ও নিম্নচাপের প্রভাবে কক্সবাজারসহ উপকূলীয় জেলা ১ থেকে ৩ ফুট উচ্চতায় বায়ুতাড়িত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে।

এ ছাড়া আবহাওয়া অধিদপ্তর চট্টগ্রামসহ তিনবিভাগে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। আগামী দুইদিন এ পরিস্থিতি থাকতে পারে। এ সময়ে কক্সবাজার,চট্টগ্রাম ও তিন পার্বত্য জেলায় পাহাড়ধসের আশঙ্কা রয়েছে।

পায়রা বন্দরে অস্বাভাবিক জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে প্রথমে সুস্পষ্ট লঘুচাপ ও পরে নিম্নচাপে পরিনত হয়ে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ এবং দেশের উপকূলীয় এলাকায় অবস্থান করছে।

এটি শুক্রবার সকালে পায়রা সমুদ্র বন্দর থেকে ১১০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল। এর প্রভাবে পটুয়াখালীর কলাপাড়া, রাঙ্গাবালী ও গলাচিপা উপজেলায় ব্যাপক বাতাস বইছে। থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। অমাবস্যা ও নিম্নচাপের প্রভাবে স্বাভাবিকের চেয়ে নদ-নদীর পানির উচ্চতা দুই থেকে তিন ফুট বৃদ্ধি পেয়েছে। দুই দফা জোয়ারে প্লাবিত হয়েছে বেঁড়িবাধের বাইরের নিম্নাঞ্চল। ভাঙ্গা বেঁড়িবাধ দিয়ে পানি প্রবেশ করে তলিয়ে গেছে রাঙ্গাবালী উপজেলার অন্তত ১০টি গ্রাম।

Ad 300x250

সম্পর্কিত