.png)

স্ট্রিম প্রতিবেদক

যে কোনো পরিস্থিতিতেই হোক না কেন, যতই চ্যালেঞ্জ থাকুক—বাংলাদেশকে একটি সুস্থ ও সবল প্রজন্ম গড়ে তুলতেই হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
বুধবার (২০ আগস্ট) সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়নের লক্ষ্যে আন্তঃমন্ত্রণালয় সহযোগিতা বৃদ্ধির জন্য আয়োজিত ‘যৌথ ঘোষণাপত্র’ সই অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধান উপদেষ্টা বলেন, ‘জাতীয় উন্নয়ন ও অগ্রগতি নিশ্চিত করতে হলে দক্ষ ও কর্মক্ষম মানবসম্পদ প্রয়োজন। এ ধরনের মানবসম্পদ গড়ে তুলতে না পারলে ব্যক্তিগত জীবন থেকে শুরু করে জাতীয় উন্নয়ন—কোনোটিই যথাযথভাবে করা সম্ভব নয়।’
অধ্যাপক ইউনূস উল্লেখ করেন, পৃথিবীর প্রায় সব দেশেই অসংক্রামক রোগ দ্রুত বিস্তার লাভ করছে। বাংলাদেশের আর্থ-সামাজিক প্রেক্ষাপট, ঘনবসতি ও ভৌগোলিক বাস্তবতায় এ পরিস্থিতি আরও সংকটময় হয়ে উঠেছে। তিনি বলেন, ‘এটি জাতীয় স্বাস্থ্য ব্যবস্থাপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক, যা শুধু স্বাস্থ্যখাত নয়—আমাদের অর্থনীতি, সামাজিক নিরাপত্তা ও টেকসই উন্নয়নের সঙ্গেও জড়িত।’
বিশ্ব স্বাস্থ্য সংস্থার ২০২২ সালের প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে তিনি জানান, দেশে মোট মৃত্যুর ৭১ শতাংশই অসংক্রামক রোগের কারণে ঘটে এবং এর মধ্যে ৫১ শতাংশ মানুষ মারা যান ৭০ বছরের আগেই। ব্যক্তিগত চিকিৎসা ব্যয় (আউট অব পকেট এক্সপেন্ডিচার) এখন ৬৯ শতাংশে দাঁড়িয়েছে, যার বড় অংশই এই রোগগুলোর চিকিৎসায় খরচ হয়।
প্রধান উপদেষ্টা বলেন, ক্যান্সারের মতো জটিল অসংক্রামক রোগ হলে পরিবারগুলো প্রায়ই সর্বোচ্চ আর্থিক সামর্থ্য ব্যয় করে নিঃস্ব হয়ে পড়ে। অনেক সময় রোগীদের বিদেশে গিয়ে ব্যয়বহুল চিকিৎসা নিতে হয়, ফলে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা দেশ থেকে বেরিয়ে যায়।
অসংক্রামক রোগের চিকিৎসা ব্যবস্থার পাশাপাশি প্রতিরোধমূলক পদক্ষেপ ও জনসচেতনতা গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্ব দেন তিনি। তার মতে, স্বাস্থ্য সেবা বিভাগের একার পক্ষে এটি সম্ভব নয়; এজন্য খাদ্য, কৃষি, শিক্ষা, ক্রীড়া, স্থানীয় সরকারসহ সব মন্ত্রণালয়ের সমন্বিত পদক্ষেপ দরকার।
প্রধান উপদেষ্টা বলেন, ‘তরুণ সমাজকে তামাক থেকে বিরত রাখা না গেলে ভবিষ্যৎ প্রজন্ম অনিশ্চয়তায় পড়বে। পাশাপাশি চিনির ব্যবহার নিয়ন্ত্রণ ও স্বাস্থ্যবান্ধব জাতীয় নীতি প্রণয়ন এখন জরুরি।’
যৌথ ঘোষণাপত্র বাস্তবায়নে অধ্যাপক মুহাম্মদ ইউনূস তিনটি বিষয়ে বিশেষ গুরুত্ব আরোপ করেন। প্রথমত, জনসচেতনতা বৃদ্ধি ও জীবনযাপন পরিবর্তনকে তিনি সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন। তার মতে, শারীরিক ও মানসিক সমস্যার মূল কারণগুলো চিহ্নিত করে স্বাস্থ্যবান্ধব জীবনযাপনকে সমাজে প্রচার করতে হবে, যাতে মানুষ প্রতিরোধমূলক পদক্ষেপ গ্রহণে উৎসাহিত হয়।
দ্বিতীয়ত, সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি খাত এবং আন্তর্জাতিক সহযোগিতার ওপর জোর দেন তিনি। এ ক্ষেত্রে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ মডেল ও বৈশ্বিক কারিগরি সহায়তা কাজে লাগানো হলে যৌথ ঘোষণাপত্র বাস্তবায়ন সহজ হবে বলে তিনি মনে করেন।
তৃতীয়ত, তিনি বলেন, যেকোনো কর্মপরিকল্পনা সফলভাবে বাস্তবায়নের জন্য প্রয়োজন নিবিড় মনিটরিং ও মূল্যায়ন। এজন্য পর্যাপ্ত আর্থিক বরাদ্দ, দক্ষ জনবল এবং কঠোর নজরদারি অপরিহার্য। তার মতে, এসব নিশ্চিত করা গেলে বাস্তবায়ন প্রক্রিয়ায় কোনো সীমাবদ্ধতা বা চ্যালেঞ্জ সৃষ্টি হবে না।
প্রধান উপদেষ্টা বলেন, ‘সুস্থ ও দক্ষ মানবসম্পদ গড়তে সরকারি-বেসরকারি খাত, সুশীল সমাজ, উন্নয়ন সহযোগী সংস্থা এবং যুবশক্তিসহ সবার সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। কেবল পারস্পরিক অংশীদারত্বের মাধ্যমেই আমরা সুস্থ-সবল প্রজন্ম গড়ে তুলতে পারব।’

যে কোনো পরিস্থিতিতেই হোক না কেন, যতই চ্যালেঞ্জ থাকুক—বাংলাদেশকে একটি সুস্থ ও সবল প্রজন্ম গড়ে তুলতেই হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
বুধবার (২০ আগস্ট) সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়নের লক্ষ্যে আন্তঃমন্ত্রণালয় সহযোগিতা বৃদ্ধির জন্য আয়োজিত ‘যৌথ ঘোষণাপত্র’ সই অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধান উপদেষ্টা বলেন, ‘জাতীয় উন্নয়ন ও অগ্রগতি নিশ্চিত করতে হলে দক্ষ ও কর্মক্ষম মানবসম্পদ প্রয়োজন। এ ধরনের মানবসম্পদ গড়ে তুলতে না পারলে ব্যক্তিগত জীবন থেকে শুরু করে জাতীয় উন্নয়ন—কোনোটিই যথাযথভাবে করা সম্ভব নয়।’
অধ্যাপক ইউনূস উল্লেখ করেন, পৃথিবীর প্রায় সব দেশেই অসংক্রামক রোগ দ্রুত বিস্তার লাভ করছে। বাংলাদেশের আর্থ-সামাজিক প্রেক্ষাপট, ঘনবসতি ও ভৌগোলিক বাস্তবতায় এ পরিস্থিতি আরও সংকটময় হয়ে উঠেছে। তিনি বলেন, ‘এটি জাতীয় স্বাস্থ্য ব্যবস্থাপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক, যা শুধু স্বাস্থ্যখাত নয়—আমাদের অর্থনীতি, সামাজিক নিরাপত্তা ও টেকসই উন্নয়নের সঙ্গেও জড়িত।’
বিশ্ব স্বাস্থ্য সংস্থার ২০২২ সালের প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে তিনি জানান, দেশে মোট মৃত্যুর ৭১ শতাংশই অসংক্রামক রোগের কারণে ঘটে এবং এর মধ্যে ৫১ শতাংশ মানুষ মারা যান ৭০ বছরের আগেই। ব্যক্তিগত চিকিৎসা ব্যয় (আউট অব পকেট এক্সপেন্ডিচার) এখন ৬৯ শতাংশে দাঁড়িয়েছে, যার বড় অংশই এই রোগগুলোর চিকিৎসায় খরচ হয়।
প্রধান উপদেষ্টা বলেন, ক্যান্সারের মতো জটিল অসংক্রামক রোগ হলে পরিবারগুলো প্রায়ই সর্বোচ্চ আর্থিক সামর্থ্য ব্যয় করে নিঃস্ব হয়ে পড়ে। অনেক সময় রোগীদের বিদেশে গিয়ে ব্যয়বহুল চিকিৎসা নিতে হয়, ফলে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা দেশ থেকে বেরিয়ে যায়।
অসংক্রামক রোগের চিকিৎসা ব্যবস্থার পাশাপাশি প্রতিরোধমূলক পদক্ষেপ ও জনসচেতনতা গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্ব দেন তিনি। তার মতে, স্বাস্থ্য সেবা বিভাগের একার পক্ষে এটি সম্ভব নয়; এজন্য খাদ্য, কৃষি, শিক্ষা, ক্রীড়া, স্থানীয় সরকারসহ সব মন্ত্রণালয়ের সমন্বিত পদক্ষেপ দরকার।
প্রধান উপদেষ্টা বলেন, ‘তরুণ সমাজকে তামাক থেকে বিরত রাখা না গেলে ভবিষ্যৎ প্রজন্ম অনিশ্চয়তায় পড়বে। পাশাপাশি চিনির ব্যবহার নিয়ন্ত্রণ ও স্বাস্থ্যবান্ধব জাতীয় নীতি প্রণয়ন এখন জরুরি।’
যৌথ ঘোষণাপত্র বাস্তবায়নে অধ্যাপক মুহাম্মদ ইউনূস তিনটি বিষয়ে বিশেষ গুরুত্ব আরোপ করেন। প্রথমত, জনসচেতনতা বৃদ্ধি ও জীবনযাপন পরিবর্তনকে তিনি সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন। তার মতে, শারীরিক ও মানসিক সমস্যার মূল কারণগুলো চিহ্নিত করে স্বাস্থ্যবান্ধব জীবনযাপনকে সমাজে প্রচার করতে হবে, যাতে মানুষ প্রতিরোধমূলক পদক্ষেপ গ্রহণে উৎসাহিত হয়।
দ্বিতীয়ত, সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি খাত এবং আন্তর্জাতিক সহযোগিতার ওপর জোর দেন তিনি। এ ক্ষেত্রে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ মডেল ও বৈশ্বিক কারিগরি সহায়তা কাজে লাগানো হলে যৌথ ঘোষণাপত্র বাস্তবায়ন সহজ হবে বলে তিনি মনে করেন।
তৃতীয়ত, তিনি বলেন, যেকোনো কর্মপরিকল্পনা সফলভাবে বাস্তবায়নের জন্য প্রয়োজন নিবিড় মনিটরিং ও মূল্যায়ন। এজন্য পর্যাপ্ত আর্থিক বরাদ্দ, দক্ষ জনবল এবং কঠোর নজরদারি অপরিহার্য। তার মতে, এসব নিশ্চিত করা গেলে বাস্তবায়ন প্রক্রিয়ায় কোনো সীমাবদ্ধতা বা চ্যালেঞ্জ সৃষ্টি হবে না।
প্রধান উপদেষ্টা বলেন, ‘সুস্থ ও দক্ষ মানবসম্পদ গড়তে সরকারি-বেসরকারি খাত, সুশীল সমাজ, উন্নয়ন সহযোগী সংস্থা এবং যুবশক্তিসহ সবার সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। কেবল পারস্পরিক অংশীদারত্বের মাধ্যমেই আমরা সুস্থ-সবল প্রজন্ম গড়ে তুলতে পারব।’
.png)

খুলনার পূর্ব রূপসা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে বিদেশফেরত এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাত ৯টার দিকে পূর্ব রূপসার রামনগর এলাকায় মানিক সরদারের মাঠের পাশে তাঁকে গুলি করা হয়।
১৫ মিনিট আগে
ঐকমত্য কমিশনের ব্যয় বিষয়ে সবৈর্ব্য মিথ্যাচারের প্রতিবাদ জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। উপদেষ্টা তাঁর ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে গতকাল বৃহস্পতিবার বলেন, ‘অতিসম্প্রতি মহল বিশেষের পক্ষ থেকে সংঘবদ্ধ অপপ্রচারে বলা হচ্ছে যে, জাতীয় ঐকমত্য কমিশন আপ্যায়
২৫ মিনিট আগে
দেশের প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাস্তরে ঝরে পড়ার উচ্চ হার এবং শিক্ষার নিম্নমান নিয়ে উদ্বেগজনক চিত্র তুলে ধরেছে ইউনেসকোর সাম্প্রতিক প্রতিবেদন। এতে বলা হয়েছে, বাংলাদেশে প্রাথমিকে প্রায় ১৪ শতাংশ ও মাধ্যমিকে প্রায় ৩৩ শতাংশ শিক্ষার্থী শিক্ষাজীবন শেষ করার আগেই ঝরে পড়ছে।
১০ ঘণ্টা আগে
জুলাই সনদের বিভিন্ন ধারা, গণভোটের সময়সূচি ও সনদের বাস্তবায়ন কাঠামো নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে থাকা ভিন্নমতের কারণে বাংলাদেশে রাজনৈতিক ঐকমত্য তৈরিতে স্পষ্ট চ্যালেঞ্জ রয়েছে বলে জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই)।
১০ ঘণ্টা আগে