leadT1ad

ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ধরন নিয়ে উদ্বেগ

স্ট্রিম প্রতিবেদক
ঢাকা
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ২১: ০৪
ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার আশঙ্কা

দেশে ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে নতুন করে ৬৩২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) সর্বোচ্চ ১৫৭ জন, চট্টগ্রামে ৭৮ জন, ঢাকার বাইরে ঢাকা বিভাগে ১০১ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১২৩ জন, দক্ষিণ সিটি করপোরেশনে ৮৪ জন, খুলনা বিভাগে ৩৩ জন এবং রাজশাহী বিভাগে ৫৬ জন রয়েছেন। একই সময়ে ৫৮৫ জন ডেঙ্গুরোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত মোট ৪২ হাজার ২২৩ জন সুস্থ হয়ে ঘরে ফিরেছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২৫ সেপ্টেম্বর পর্যন্ত দেশে মোট ৪৪ হাজার ৪৭৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে ৬০ দশমিক ৫ শতাংশ পুরুষ এবং ৩৯ দশমিক ৫ শতাংশ নারী। চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ১৮৮ জনের।

রাজধানীতে মৃত্যুহার দ্বিগুণের বেশি

তথ্য বলছে, দেশের মোট আক্রান্তের ২৬ শতাংশ ঢাকায় হলেও মোট মৃত্যুর ৬৩ শতাংশ ঘটেছে রাজধানীর হাসপাতালগুলোতে। ঢাকার বাইরে থেকেও অনেক জটিল রোগী রাজধানীতে ভর্তি হয়ে মারা গেছেন। চলতি বছর ঢাকায় মৃত্যুহার দাঁড়িয়েছে শূন্য দশমিক ৯৮ শতাংশ, যা জাতীয় গড় মৃত্যুহারের দ্বিগুণের বেশি (শূন্য দশমিক ৪৪ শতাংশ)।

নতুন ধরন-৩ নিয়ে চিকিৎসকদের সতর্কবার্তা

ডেঙ্গুর চার ধরন বা ভেরিয়েন্টের মধ্যে গত তিন বছর ধরেই ধরন-২ বেশি দেখা যাচ্ছিল। তবে চলতি বছর ধরন-৩ এর সংক্রমণও দ্রুত বাড়ছে, বিশেষ করে রাজধানীতে। এ নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

জনস্বাস্থ্যবিদ অধ্যাপক মুশতাক হোসেন বলেন, ‘নতুন ধরনে আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়া বিপৎসংকেত। আগের ধরন-২–এ আক্রান্তরা ধরন-৩–এ আক্রান্ত হলে মৃত্যুঝুঁকি অনেক বেড়ে যায়।’

রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) জরিপে দেখা গেছে, জুন মাসে বরগুনায় আক্রান্তদের মধ্যে ৪৬ শতাংশ ধরন-৩ এ সংক্রমিত হয়েছিলেন। রাজধানীতেও এখন ধরন-৩ এর প্রভাব বাড়ছে বলে জানান আইইডিসিআরের পরিচালক অধ্যাপক তাহমীনা শিরিন।

অধ্যাপক তাহমীনা শিরিন স্ট্রিমকে বলেন, ‘এখন পর্যন্ত ধরন-২ এর প্রাধান্য বেশি। তবে ঢাকায় ধরন-৩ আক্রান্তও উল্লেখযোগ্য হারে বেড়েছে। এতে পরিস্থিতি জটিল হতে পারে।’

নতুন উপসর্গে বাড়ছে জটিলতা

ডেঙ্গুর নতুন ধরন নতুন উপসর্গও নিয়ে আসছে বলে মন্তব্য করেছেন চিকিৎসকেরা। খ্যাতনামা মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক টিটো মিঞা বলেন, ‘ধরন-৩ এ আক্রান্ত রোগীরা ডায়রিয়ায় ভুগতে পারেন। নতুন উপসর্গের কারণে রোগ নির্ণয়ে দেরি হতে পারে, এতে জটিলতা বাড়ার ঝুঁকি থাকে।’

২০২৪ সালে দেশে মোট ১ লাখ ১ হাজার ২১৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন, মারা গিয়েছিলেন ৫৭৫ জন। আর ২০২৩ সালে আক্রান্তের সংখ্যা ছিল ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন এবং মৃত্যুর সংখ্যা ১ হাজার ৭০৫ জন। তুলনায় এবার আক্রান্ত ও মৃত্যু কম হলেও নতুন ধরন-৩ এর কারণে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

Ad 300x250

সম্পর্কিত