leadT1ad

হিজাব-নিকাব ইস্যুতে অবস্থান ‘স্পষ্ট করল’ রাবি প্রশাসন

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
রাজশাহী বিশ্ববিদ্যালয়

প্রকাশ : ১০ নভেম্বর ২০২৫, ০৮: ৪৫
রাজশাহী বিশ্ববিদ্যালয়। স্ট্রিম ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কর্তৃপক্ষ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীসহ সংশ্লিষ্ট সবার ব্যক্তিগত স্বাধীনতায় বিশ্বাস করে জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। রোববার (৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদারের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, নিজস্ব বিশ্বাস ও সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ পোশাক পরিধানের অধিকার প্রত্যেকেরই রয়েছে।

পোশাকসংক্রান্ত বিষয়ে কেউ যদি কোনো ধরনের কটূক্তি বা হয়রানির শিকার হন, তবে তা দ্রুত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানাতে পরামর্শ দেওয়া হচ্ছে বিজ্ঞপ্তিতে। এতে আরও উল্লেখ করা হয়, নারী শিক্ষার্থীদের হিজাব ও নিকাব ব্যবহারের ক্ষেত্রেও একই নীতি প্রযোজ্য। যদি কখনো কোনো নারী শিক্ষার্থীর পরিচয় নিশ্চিত করার প্রয়োজন হয়, তবে সর্বোচ্চ সংবেদনশীলতা বজায় রেখে এবং প্রয়োজনে নারী শিক্ষকের সহায়তায় তা সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিশ্বাস করে, পোশাক নির্বাচনে ব্যক্তিগত পছন্দ, ধর্মীয় বিশ্বাস ও সাংস্কৃতিক চর্চার প্রতি সবারই সম্মান দেখানো উচিত। এ বিষয়ে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা প্রত্যাশা করে রাবি প্রশাসন।

উল্লেখ্য, রাকসু নির্বাচনে জয়ী প্রার্থীদের শপথ গ্রহণের সময়ে নারীদের একটি হিজাব-নিকাব পরা ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ছড়িয়ে পড়ে, যা আলোচনা ও সমালোচনার জন্ম দেয়।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত