leadT1ad

ফল মেনে নেওয়ার ঘোষণা ছাত্রদলের নারী এজিএস প্রার্থীর

স্ট্রিম প্রতিবেদক
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৫, ১৭: ৩৯
জাকসুর ভোটের ফল মেনে নেওয়ার ঘোষণা ছাত্রদলের নারী এজিএস প্রার্থীর। ছবি: সংগৃহীত

ভোট কারচুপির অভিযোগে গতকাল জাকসু নির্বাচন বর্জন করেছিল ছাত্রদল মনোনীত প্যানেল। তবে আজ বিকালে ফেসবুক পোস্টের মাধ্যমে ছাত্রদল প্যানেলের এজিএস প্রার্থী আঞ্জুমান ইকরা ভোটের ফল মেনে নেওয়ার ঘোষণা দেন।

ইকরা লেখেন, ‘জাকসু নির্বাচনে জয়-পরাজয়ের উর্ধ্বে সুষ্ঠু ভোটের জন্য আমরা শিক্ষার্থীদের কাছে দায়বদ্ধ ছিলাম। কিন্তু প্রশাসনের প্রকাশ্য অনিয়ম, কারচুপির পরও শিক্ষার্থীদের স্বার্থে এই রায় আমাদেরকে মেনে নিতে হবে। জাতীয়তাবাদী ছাত্রদল জাকসু নির্বাচনে ভরসার জায়গা থেকে এজিএস হিসেবে নির্বাচিত করে সাধারণ শিক্ষার্থীদের কাছে পৌঁছানোর সুযোগ করে দিয়েছে এজন্য আমি চিরকৃতজ্ঞ। জাতীয়তাবাদী ছাত্রদলের দ্বায়িত্বশীলদের প্রতি আমার অনুরোধ থাকবে নিজেদের ভুলগুলো পুনর্বিবেচনা করে কীভাবে সামনের দিকে এগিয়ে যাওয়া যায় সেই লক্ষ্যে কাজ করা। আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে নিয়ে একটা নতুন ক্যাম্পাস বিনির্মাণ করবো ইনশাআল্লাহ।’

এদিকে জাকসু নির্বাচনে ভোট গ্রহণের প্রায় প্রায় ২৪ ঘন্টা পেরোলেও এখনো হয়নি ফল প্রকাশ। চলছে ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনা।

Ad 300x250

সম্পর্কিত