.png)
দুর্নীতির কলঙ্কমুক্ত এই নারী দেশটির তরুণদের কাছে হয়ে উঠেছেন সততা ও আস্থার প্রতীক এবং স্থিতিশীলতার আশ্বাস। কিন্তু কে এই সুশীলা কার্কি এবং কেন এই সংকটময় মুহূর্তে নেপালের ভবিষ্যৎ তাঁর হাতেই তুলে দিতে চাইছে দেশটির তরুণরা?

তাহমীদ চৌধুরী

কে পি শর্মা অলির পদত্যাগের পর নেপালের বিক্ষুব্ধ তরুণরা অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে বেছে নিয়েছেন সাবেক বিচারপতি সুশিলা কার্কিকে। দুর্নীতির কলঙ্কমুক্ত এই নারী দেশটির তরুণদের কাছে হয়ে উঠেছেন সততা ও আস্থার প্রতীক এবং স্থিতিশীলতার আশ্বাস। কিন্তু কে এই সুশীলা কার্কি এবং কেন এই সংকটময় মুহূর্তে নেপালের ভবিষ্যৎ তাঁর হাতেই তুলে দিতে চাইছে দেশটির তরুণরা?
শৈশব ও শিক্ষাজীবন
নেপালের বিরাটনগরের এক সাধারণ কৃষক পরিবারে ১৯৫২ সালের ৭ জুন সুশীলা কার্কির জন্ম। সেই সময়ের নেপালি সমাজে মেয়েদের উচ্চশিক্ষা একপ্রকার স্বপ্নই ছিল। কিন্তু সুশীলা ছিলেন ব্যতিক্রম। অদম্য ইচ্ছা আর মেধার জোরে তিনি প্রথাগত বাধা অতিক্রম করেন। নেপালে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করার পর উচ্চশিক্ষার জন্য তিনি ভারতে আসেন এবং বিখ্যাত বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
আইন পেশা থেকে শীর্ষ বিচারালয়ে
কর্মজীবনের শুরুতে কিছুদিন শিক্ষকতা করলেও তাঁর লক্ষ্য ছিল বৃহত্তর পরিসরে দেশের সেবা করা। তাই তিনি আইন পেশায় প্রবেশ করেন এবং দ্রুতই একজন দক্ষ আইনজীবী হিসেবে পরিচিতি লাভ করেন। ধাপে ধাপে নিজের যোগ্যতা ও সততার প্রমাণ দিয়ে তিনি নেপালের বিচার ব্যবস্থার সর্বোচ্চ শিখরে আরোহণ করেন। ২০১৬ সালের ১১ জুলাই নেপালের প্রথম নারী প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়ে তিনি ইতিহাস গড়েন।
ঐতিহাসিক রায় ও আপোসহীন মনোভাব
প্রধান বিচারপতি হিসেবে সুশীলা কার্কির সময়কাল পরিচিত তাঁর আপোসহীন মনোভাবের জন্য। তিনি ক্ষমতাবান রাজনীতিবিদ, উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা এবং ব্যবসায়ীদের বিরুদ্ধে দুর্নীতির মামলা চালাতে পিছপা হননি। ফলে তাঁর সময়ে বিচার বিভাগ হয়ে উঠেছিল দেশের সবচেয়ে শক্তিশালী দুর্নীতি দমন সংস্থা। দুর্নীতি দমনের পাশাপাশি নারীর অধিকার প্রতিষ্ঠাতেও তিনি ঐতিহাসিক ভূমিকা রাখেন। তাঁর দেওয়া একটি যুগান্তকারী রায় নেপালি নারীদের গর্ভজাত সন্তানদের দেশের নাগরিকত্ব পাওয়ার অধিকার প্রতিষ্ঠা করে। নারী অধিকার আন্দোলনের একটি মাইলফলক অর্জন ছিল এটি। তাঁর প্রতিটি কাজের মধ্য দিয়ে তিনি বারবার প্রমাণ করেছেন যে বিচার বিভাগ নির্বাহী বিভাগ বা আইনসভার অধীনস্থ নয়। সাহসিকতার সঙ্গে তিনি সরকারের অনেক সিদ্ধান্তকেও অবৈধ ঘোষণা করেছেন।
অভিশংসন বিতর্ক ও রাজনৈতিক প্রতিহিংসা
সুশীলা কার্কির এই আপসহীনতাই তাঁর জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ নিয়ে আসে। ২০১৭ সালে তৎকালীন ক্ষমতাসীন জোট তাঁর বিরুদ্ধে সংসদে অভিশংসন প্রস্তাব আনে। প্রস্তাবে তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ করা হয়। কিন্তু দেশের সাধারণ মানুষ ও নাগরিক সমাজ এই অভিযোগকে রাজনৈতিক প্রতিহিংসা হিসেবেই দেখে। দেশজুড়ে তীব্র প্রতিবাদের মুখে ক্ষমতাসীন দল প্রস্তাবটি প্রত্যাহার করে নিতে বাধ্য হয়। এ ঘটনা তাঁকে দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক ব্যবস্থা ভয় পায় এমন একজন নির্ভীক ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠা করে।
তরুণদের আস্থার প্রতীক হলেন কীভাবে
নেপালের তরুণ প্রজন্ম প্রচলিত রাজনৈতিক দল ও নেতাদের ওপর সম্পূর্ণভাবে বিশ্বাস হারিয়েছে। তাঁদের চোখে রাজনৈতিক দলের নেতারা দুর্নীতি এবং অযোগ্যতার প্রতীক। এই শূন্যস্থানে সুশীলা কার্কির উত্থান আকস্মিক নয়। পরিচ্ছন্ন ভাবমূর্তি, দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান এবং অরাজনৈতিক ব্যক্তিত্ব— এসব বৈশিষ্ট্য তাঁকে তরুণদের কাছে গ্রহণযোগ্য করে তুলেছে। আর তাছাড়া কোনো রাজনৈতিক দলের সঙ্গেও সরাসরি যুক্ত নন তিনি। তাই তরুণরা মনে করে, তিনিই পারবেন নিরপেক্ষভাবে একটি অন্তর্বর্তীকালীন সরকার পরিচালনা করে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পথ তৈরি করতে।

কে পি শর্মা অলির পদত্যাগের পর নেপালের বিক্ষুব্ধ তরুণরা অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে বেছে নিয়েছেন সাবেক বিচারপতি সুশিলা কার্কিকে। দুর্নীতির কলঙ্কমুক্ত এই নারী দেশটির তরুণদের কাছে হয়ে উঠেছেন সততা ও আস্থার প্রতীক এবং স্থিতিশীলতার আশ্বাস। কিন্তু কে এই সুশীলা কার্কি এবং কেন এই সংকটময় মুহূর্তে নেপালের ভবিষ্যৎ তাঁর হাতেই তুলে দিতে চাইছে দেশটির তরুণরা?
শৈশব ও শিক্ষাজীবন
নেপালের বিরাটনগরের এক সাধারণ কৃষক পরিবারে ১৯৫২ সালের ৭ জুন সুশীলা কার্কির জন্ম। সেই সময়ের নেপালি সমাজে মেয়েদের উচ্চশিক্ষা একপ্রকার স্বপ্নই ছিল। কিন্তু সুশীলা ছিলেন ব্যতিক্রম। অদম্য ইচ্ছা আর মেধার জোরে তিনি প্রথাগত বাধা অতিক্রম করেন। নেপালে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করার পর উচ্চশিক্ষার জন্য তিনি ভারতে আসেন এবং বিখ্যাত বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
আইন পেশা থেকে শীর্ষ বিচারালয়ে
কর্মজীবনের শুরুতে কিছুদিন শিক্ষকতা করলেও তাঁর লক্ষ্য ছিল বৃহত্তর পরিসরে দেশের সেবা করা। তাই তিনি আইন পেশায় প্রবেশ করেন এবং দ্রুতই একজন দক্ষ আইনজীবী হিসেবে পরিচিতি লাভ করেন। ধাপে ধাপে নিজের যোগ্যতা ও সততার প্রমাণ দিয়ে তিনি নেপালের বিচার ব্যবস্থার সর্বোচ্চ শিখরে আরোহণ করেন। ২০১৬ সালের ১১ জুলাই নেপালের প্রথম নারী প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়ে তিনি ইতিহাস গড়েন।
ঐতিহাসিক রায় ও আপোসহীন মনোভাব
প্রধান বিচারপতি হিসেবে সুশীলা কার্কির সময়কাল পরিচিত তাঁর আপোসহীন মনোভাবের জন্য। তিনি ক্ষমতাবান রাজনীতিবিদ, উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা এবং ব্যবসায়ীদের বিরুদ্ধে দুর্নীতির মামলা চালাতে পিছপা হননি। ফলে তাঁর সময়ে বিচার বিভাগ হয়ে উঠেছিল দেশের সবচেয়ে শক্তিশালী দুর্নীতি দমন সংস্থা। দুর্নীতি দমনের পাশাপাশি নারীর অধিকার প্রতিষ্ঠাতেও তিনি ঐতিহাসিক ভূমিকা রাখেন। তাঁর দেওয়া একটি যুগান্তকারী রায় নেপালি নারীদের গর্ভজাত সন্তানদের দেশের নাগরিকত্ব পাওয়ার অধিকার প্রতিষ্ঠা করে। নারী অধিকার আন্দোলনের একটি মাইলফলক অর্জন ছিল এটি। তাঁর প্রতিটি কাজের মধ্য দিয়ে তিনি বারবার প্রমাণ করেছেন যে বিচার বিভাগ নির্বাহী বিভাগ বা আইনসভার অধীনস্থ নয়। সাহসিকতার সঙ্গে তিনি সরকারের অনেক সিদ্ধান্তকেও অবৈধ ঘোষণা করেছেন।
অভিশংসন বিতর্ক ও রাজনৈতিক প্রতিহিংসা
সুশীলা কার্কির এই আপসহীনতাই তাঁর জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ নিয়ে আসে। ২০১৭ সালে তৎকালীন ক্ষমতাসীন জোট তাঁর বিরুদ্ধে সংসদে অভিশংসন প্রস্তাব আনে। প্রস্তাবে তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ করা হয়। কিন্তু দেশের সাধারণ মানুষ ও নাগরিক সমাজ এই অভিযোগকে রাজনৈতিক প্রতিহিংসা হিসেবেই দেখে। দেশজুড়ে তীব্র প্রতিবাদের মুখে ক্ষমতাসীন দল প্রস্তাবটি প্রত্যাহার করে নিতে বাধ্য হয়। এ ঘটনা তাঁকে দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক ব্যবস্থা ভয় পায় এমন একজন নির্ভীক ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠা করে।
তরুণদের আস্থার প্রতীক হলেন কীভাবে
নেপালের তরুণ প্রজন্ম প্রচলিত রাজনৈতিক দল ও নেতাদের ওপর সম্পূর্ণভাবে বিশ্বাস হারিয়েছে। তাঁদের চোখে রাজনৈতিক দলের নেতারা দুর্নীতি এবং অযোগ্যতার প্রতীক। এই শূন্যস্থানে সুশীলা কার্কির উত্থান আকস্মিক নয়। পরিচ্ছন্ন ভাবমূর্তি, দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান এবং অরাজনৈতিক ব্যক্তিত্ব— এসব বৈশিষ্ট্য তাঁকে তরুণদের কাছে গ্রহণযোগ্য করে তুলেছে। আর তাছাড়া কোনো রাজনৈতিক দলের সঙ্গেও সরাসরি যুক্ত নন তিনি। তাই তরুণরা মনে করে, তিনিই পারবেন নিরপেক্ষভাবে একটি অন্তর্বর্তীকালীন সরকার পরিচালনা করে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পথ তৈরি করতে।
.png)

আর্জেন্টিনার মধ্যবর্তী নির্বাচনে দেশটির প্রেসিডেন্ট হাভিয়ের মাইলির দল বড় জয় পেয়েছে। হাভিয়ের যুক্তরাষ্ট্র–সমর্থিত একজন ডানপন্থী রাজনীতিবিদ হিসেবে পরিচিত। প্রেসিডেন্ট হিসেবে প্রথম দুই বছরে তিনি রাষ্ট্রীয় ব্যয় ব্যাপকভাবে কমানো এবং মুক্তবাজারভিত্তিক সংস্কার কার্যক্রম চালান।
১৪ ঘণ্টা আগে
যুদ্ধবিরতির পরও গাজা এখনো ফিরে আসা বাসিন্দাদের জন্য অত্যন্ত বিপজ্জনক এলাকা হয়ে রয়েছে। ইসরায়েলের ফেলা অবিস্ফোরিত বোমা ও গোলাবারুদ জীবনহানির পাশাপাশি পুনর্গঠনকেও বাধাগ্রস্ত করছে।
১৮ ঘণ্টা আগে
মালয়েশিয়ার কুয়ালালামপুরে আসিয়ান সম্মেলনের ফাঁকে রবিবার অনুষ্ঠিত আলোচনার পর যুক্তরাষ্ট্র ও চীনের কর্মকর্তারা জানিয়েছেন, তারা একটি সম্ভাব্য চুক্তির দিকে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছেন।
১৯ ঘণ্টা আগে
একসময় তিনি ছিলেন প্রান্তিক রাজনৈতিক ব্যক্তিত্ব। কিন্তু এখন তাঁর জনপ্রিয়তা দ্রুত বেড়েছে। তরুণ প্রগতিশীল স্বেচ্ছাসেবকদের সক্রিয় অংশগ্রহণ এবং জীবন-যাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় ক্ষুব্ধ সাধারণ মানুষের সমর্থন তাঁর প্রচারণাকে শক্তিশালী করেছে।
১ দিন আগে