leadT1ad

ডাকসুতে শিবির সমর্থিত প্যানেলের জয়কে ‘উদ্বেগজনক’ বললেন শশী থারুর

স্ট্রিম ডেস্ক
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৫, ১০: ০১
শশী থারুর। ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে শিবির সমর্থিত প্যানেলের জয়কে ‘ভবিষ্যতের জন্য উদ্বেগজনক ইঙ্গিত’ বলে মন্তব্য করেছেন ভারতীয় কংগ্রেস দলের এমপি শশী থারুর। গতকাল বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।

ডাকসু নির্বাচনে শিবির সমর্থিত প্যানেলের জয় প্রসঙ্গে শশী থারুর লিখেন, ‘অধিকাংশ ভারতীয়র কাছে এটি হয়তো কেবল ছোট একটি ব্যতিক্রম, কিন্তু ভবিষ্যতের জন্য এটি উদ্বেগজনক ইঙ্গিত।’

আওয়ামী লীগ ও বিএনপি—উভয় দল জনসমর্থন হারাচ্ছে উল্লেখ করে তিনি লিখেন, ‘বর্তমানে বাংলাদেশে দুটি প্রধান দল (সদ্য কার্যক্রম নিষিদ্ধ) আওয়ামী লীগ ও বিএনপি— এই দুই দলের প্রতিই জনগণের মধ্যে ক্রমশ হতাশা বাড়ছে। বাংলাদেশে যারা হয় আওয়ামী লীগ, না হয় বিএনপির সমর্থক ছিলেন—তারা ক্রমেই জামায়াত ইসলামীর দিকে ঝুঁকছেন। কিন্তু এর মানে এই নয় যে এরা সবাই উগ্রবাদী বা মৌলবাদী; বরং আওয়ামী লীগ ও বিএনপির বিরুদ্ধে (সঠিক বা ভুলভাবে) যে দুর্নীতি ও অপশানের অভিযোগ আছে, জামায়াত এখনও সেসব থেকে দূরে আছে।’

পোস্টে শশী থারুর আরও লিখেন, ‘২০২৬ সালের ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনে এর প্রভাব কেমন হবে? নয়া দিল্লি কি তার প্রতিবেশী দেশে জামায়াত সংখ্যাগরিষ্ঠ সরকারের মুখোমুখি হবে?

উল্লেখ্য, গত মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে শিবির সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট শীর্ষ পদগুলোতে জয় পেয়েছে। এ প্যানেলের প্রার্থীরাই ভিপি, জিএস ও এজিএস পদে বিজয়ী হয়েছেন।

Ad 300x250

সম্পর্কিত