স্ট্রিম প্রতিবেদক
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে ভোট গণনার সময় দায়িত্ব পালনকালে অসুস্থ হয়ে জান্নাতুল ফেরদৌস নামের এক শিক্ষক মারা গেছেন।
আজ শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. শাওন হোসেন তাকে মৃত ঘোষণা করেন।
জানা গেছে, জান্নাতুল ফেরদৌস জাকসু ও প্রীতিলতা হল সংসদ নির্বাচনে পোলিং অফিসারের দায়িত্বে ছিলেন। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের প্রভাষক ছিলেন।
সকাল সাড়ে ৮টার দিকে নির্বাচন কমিশন ভবনের তৃতীয় তলায় উঠার পরই করিডোরে সহকর্মীদের সামনে হঠাৎ অচেতন হয়ে পড়েন তিনি। তখন সহকর্মীরা দ্রুত তাকে স্ট্রেচারে করে নিচে নামিয়ে আনেন। পরে জরুরি ভিত্তিতে প্রায় ১০ মিনিটের মধ্যে অ্যাম্বুলেন্সে করে তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তবে হাসপাতালে পৌঁছানোর পরপরই চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের ভাষ্যমতে, অচেতন হওয়ার ৩০ সেকেন্ডের মধ্যেই তার মৃত্যু হয়েছে।
এনাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. শাওন হোসেন বলেন, ‘সকাল ৯টায় জান্নাতুল ফেরদৌসকে হাসপাতালে আনা হয় এবং সকাল ৯টা ৪ মিনিটে ইমার্জেন্সি বিভাগে তাকে মৃত ঘোষণা করা হয়।’
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে ভোট গণনার সময় দায়িত্ব পালনকালে অসুস্থ হয়ে জান্নাতুল ফেরদৌস নামের এক শিক্ষক মারা গেছেন।
আজ শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. শাওন হোসেন তাকে মৃত ঘোষণা করেন।
জানা গেছে, জান্নাতুল ফেরদৌস জাকসু ও প্রীতিলতা হল সংসদ নির্বাচনে পোলিং অফিসারের দায়িত্বে ছিলেন। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের প্রভাষক ছিলেন।
সকাল সাড়ে ৮টার দিকে নির্বাচন কমিশন ভবনের তৃতীয় তলায় উঠার পরই করিডোরে সহকর্মীদের সামনে হঠাৎ অচেতন হয়ে পড়েন তিনি। তখন সহকর্মীরা দ্রুত তাকে স্ট্রেচারে করে নিচে নামিয়ে আনেন। পরে জরুরি ভিত্তিতে প্রায় ১০ মিনিটের মধ্যে অ্যাম্বুলেন্সে করে তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তবে হাসপাতালে পৌঁছানোর পরপরই চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের ভাষ্যমতে, অচেতন হওয়ার ৩০ সেকেন্ডের মধ্যেই তার মৃত্যু হয়েছে।
এনাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. শাওন হোসেন বলেন, ‘সকাল ৯টায় জান্নাতুল ফেরদৌসকে হাসপাতালে আনা হয় এবং সকাল ৯টা ৪ মিনিটে ইমার্জেন্সি বিভাগে তাকে মৃত ঘোষণা করা হয়।’
হাইকোর্টের বিচারপতি মো. আক্তারুজ্জামানের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। আজ শুক্রবার (১২ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম ঢাকা স্ট্রিমকে বিষয়টি নিশ্চিত করেন।
১ ঘণ্টা আগেশুক্রবার দুপুর ১টা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পুরোনো কলা ভবনের সামনে জড়ো হওয়া শিক্ষার্থীদের মুখে তখন শোকের ছাপ। তাঁদের শিক্ষক, তাঁদের প্রিয় জান্নাতুল ফেরদৌস আর নেই। তাঁর মরদেহ আনা হয়েছে এখানে। শিক্ষার্থীদের তখন চোখে অশ্রু আর গলা হয়ে এসেছে ভারী ।
১ ঘণ্টা আগেআগামী বছরের (২০২৬) ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই জাতীয় সংসদ নির্বাচন হবে, এটি পেছনের কোনো সম্ভাবনাই নেই বলে জানিয়েছেন দেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, ‘মাননীয় প্রধান উপদেষ্টার ঘোষিত আগামী বছর ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন হ
৩ ঘণ্টা আগেআন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশনের (আইএমও) কাউন্সিলে পুনর্নির্বাচনে সমর্থন আদায়ের লক্ষ্যে নয়া দিল্লিতে কূটনৈতিকদের জন্য নৈশভোজের আয়োজন করেছে বাংলাদেশ হাইকমিশন।
৭ ঘণ্টা আগে