স্ট্রিম প্রতিবেদক
৪৮তম (বিশেষ) বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে সহকারী সার্জন পদে ২,৮২০ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৩০০ জনকে মনোনীত করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই ফল প্রকাশ করা হয়।
এতে বলা হয়, ৪৮তম বিসিএস (বিশেষ) পরীক্ষার মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের সহকারী সার্জন পদে ২,৮২০ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৩০০ জনকে নিয়োগের জন্য সাময়িকভাবে মনোনীত করা হয়েছে।
মনোনয়ন সংক্রান্ত বিস্তারিত তথ্য কমিশনের www.bpsc.gov.bd ওয়েবসাইটে এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে http://bpsc.teletalk.com.bd পাওয়া যাবে।
এর আগে গেল ১৮ জুলাই ৪৮তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে সহকারী সার্জন পদে ৪,৬৯৫ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৫১১ জন প্রার্থী সাময়িকভাবে উত্তীর্ণ হন। গত ২৯ মে ৪৮তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এর আগে বিশেষ ৩৯তম ও ৪২তম বিসিএসের মাধ্যমে প্রায় ৯ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হয়।
এদিকে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম বলেছেন, তাঁদের চালু করা ‘সার্কুলার সিস্টেম’ নামে নতুন ব্যবস্থায় প্রতি এক বছরেই একটি বিসিএস শেষ করা সম্ভব। তবে এতে অন্যতম প্রতিবন্ধকতা হলো কমিশনের প্রশাসনিক এবং আর্থিক স্বাধীনতা না থাকা।
জটিলতার কথা উল্লেখ করে পিএসসি চেয়ারম্যান বলেন, এই পদ্ধতির জন্য একটি বিধি পরিবর্তনের প্রয়োজন ছিল। সেই বিধিটি পিএসসি প্রস্তাব আকারে অর্থ বিভাগে পাঠিয়েছে। চার মাস হয়ে গেছে, কিন্তু এখনো অনুমোদিত বিধিটি আসেনি। কমিশন আরও গতিশীলভাবে কাজ করতে পারত যদি বিধি প্রণয়নের স্বাধীনতা থাকত।
৪৮তম (বিশেষ) বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে সহকারী সার্জন পদে ২,৮২০ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৩০০ জনকে মনোনীত করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই ফল প্রকাশ করা হয়।
এতে বলা হয়, ৪৮তম বিসিএস (বিশেষ) পরীক্ষার মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের সহকারী সার্জন পদে ২,৮২০ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৩০০ জনকে নিয়োগের জন্য সাময়িকভাবে মনোনীত করা হয়েছে।
মনোনয়ন সংক্রান্ত বিস্তারিত তথ্য কমিশনের www.bpsc.gov.bd ওয়েবসাইটে এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে http://bpsc.teletalk.com.bd পাওয়া যাবে।
এর আগে গেল ১৮ জুলাই ৪৮তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে সহকারী সার্জন পদে ৪,৬৯৫ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৫১১ জন প্রার্থী সাময়িকভাবে উত্তীর্ণ হন। গত ২৯ মে ৪৮তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এর আগে বিশেষ ৩৯তম ও ৪২তম বিসিএসের মাধ্যমে প্রায় ৯ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হয়।
এদিকে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম বলেছেন, তাঁদের চালু করা ‘সার্কুলার সিস্টেম’ নামে নতুন ব্যবস্থায় প্রতি এক বছরেই একটি বিসিএস শেষ করা সম্ভব। তবে এতে অন্যতম প্রতিবন্ধকতা হলো কমিশনের প্রশাসনিক এবং আর্থিক স্বাধীনতা না থাকা।
জটিলতার কথা উল্লেখ করে পিএসসি চেয়ারম্যান বলেন, এই পদ্ধতির জন্য একটি বিধি পরিবর্তনের প্রয়োজন ছিল। সেই বিধিটি পিএসসি প্রস্তাব আকারে অর্থ বিভাগে পাঠিয়েছে। চার মাস হয়ে গেছে, কিন্তু এখনো অনুমোদিত বিধিটি আসেনি। কমিশন আরও গতিশীলভাবে কাজ করতে পারত যদি বিধি প্রণয়নের স্বাধীনতা থাকত।
হাইকোর্টের বিচারপতি মো. আক্তারুজ্জামানের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। আজ শুক্রবার (১২ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম ঢাকা স্ট্রিমকে বিষয়টি নিশ্চিত করেন।
১ ঘণ্টা আগেশুক্রবার দুপুর ১টা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পুরোনো কলা ভবনের সামনে জড়ো হওয়া শিক্ষার্থীদের মুখে তখন শোকের ছাপ। তাঁদের শিক্ষক, তাঁদের প্রিয় জান্নাতুল ফেরদৌস আর নেই। তাঁর মরদেহ আনা হয়েছে এখানে। শিক্ষার্থীদের তখন চোখে অশ্রু আর গলা হয়ে এসেছে ভারী ।
১ ঘণ্টা আগেআগামী বছরের (২০২৬) ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই জাতীয় সংসদ নির্বাচন হবে, এটি পেছনের কোনো সম্ভাবনাই নেই বলে জানিয়েছেন দেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, ‘মাননীয় প্রধান উপদেষ্টার ঘোষিত আগামী বছর ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন হ
৩ ঘণ্টা আগেজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে ভোট গণনার সময় দায়িত্ব পালনকালে অসুস্থ হয়ে জান্নাতুল ফেরদৌস নামের এক শিক্ষক মারা গেছেন।
৬ ঘণ্টা আগে