leadT1ad

বিচারপতি আক্তারুজ্জামানের পদত্যাগপত্র গ্রহণ রাষ্ট্রপতির

স্ট্রিম প্রতিবেদক
ঢাকা
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৫, ১৬: ০১
হাইকোর্ট ভবন। ছবি: সংগৃহীত

হাইকোর্টের বিচারপতি মো. আক্তারুজ্জামানের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। আজ শুক্রবার (১২ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম ঢাকা স্ট্রিমকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘৩১ আগস্ট বিচারপতি আক্তারুজ্জামান রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র পাঠিয়ে দেন, ৭ সেপ্টেম্বর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সেটি গ্রহণ করেন।’

জেলা জজ হিসেবে আক্তারুজ্জামান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সাজা দিয়েছিলেন। এরপর তিনি হাইকোরটের বিচারপতি নিযুক্ত হন। তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠলে গত বছরের ১৬ অক্টোবর তাকে ছুটিতে পাঠান প্রধান বিচারপতি। গত ২৬ আগস্ট তার বিষয়ে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে চূড়ান্ত শুনানি শেষ হয়।

Ad 300x250

সম্পর্কিত