leadT1ad

নির্বাচন কমিশনের অব্যবস্থাপনার জন্য আমার সহকর্মী মারা গেছে: অধ্যাপক সুলতানা আক্তার

স্ট্রিম প্রতিবেদক
ঢাকা
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৫, ১৭: ০৫
অধ্যাপক সুলতানা আক্তার। ছবি: সংগৃহীত

জাকসু নির্বাচনের ভোট গ্রহণ প্রায় ১১ ঘন্টা পেরিয়ে গেলেও এখনো ফলাফল প্রকাশিত হয়নি। চলছে ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনা। এর মধ্যেই গতকাল ভোট গণনাকালীন সময়ে মৃত্যুবরণ করেন অধ্যাপক জান্নাতুল ফেরদৌস।

ভোটগণনা ও সহকর্মীর মৃত্যু প্রসঙ্গে নওয়াব ফয়জুন্নেসা হলের রিটার্নিং অফিসার অধ্যাপক সুলতানা আক্তার বলেন, ‘হান্ড্রেড পার্সেন্ট সুষ্ঠুভাবে ভোট হয়েছে। এই ভোটের জন্য আমরা অমানুষিক পরিশ্রম করেছি। আমরা জানতাম মেশিনের মাধ্যমে ভোট কাউন্ট হবে। গতকাল রাতে আমাদেরকে বলা হলো, ম্যানুয়ালি ভোট কাউন্ট হবে। মেশিনের মাধ্যমে ভোট কাউন্ট হলে রাতের মধ্যেই ভোট গণনা শেষ তো। আমার সহকর্মী জান্নাতুল ফেরদৌস মারা যেত না। তিনি ভোট গণনার স্ট্রেসে ছিলেন। নির্বাচন কমিশনের অব্যবস্থাপনার জন্য আমার সহকর্মী মারা গেছে। এর দায় তাদের নিতে হবে। জান্নাতুলের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে। আমরা শিক্ষক, আমাদের পরিবার আছে। আমরা এই স্ট্রেস নিতে পারছি না।’

আজ শুক্রবার সকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে দায়িত্ব পালনকালে অসুস্থ হয়ে মারা যান জান্নাতুল ফেরদৌস। তিনি ছিলেন বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের একজন প্রভাষক এবং জাকসু ও প্রীতিলতা হল সংসদ নির্বাচনে পোলিং কর্মকর্তার দায়িত্বে।

Ad 300x250

সম্পর্কিত