leadT1ad

ওমানে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা
সড়ক দুর্ঘটনা। প্রতীকী ছবি

ওমানে সড়ক দুর্ঘটনায় সাত বাংলাদেশি নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটে। নিহতদের সবার বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার সারিকাইত ইউনিয়নে বলে জানা গেছে।

নিহত ব্যক্তিদের মধ্যে এখন পর্যন্ত পাঁচজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন বাবলু, সাহাবুদ্দিন, আমিন সাওদাগর, আরজু ও রকি। বর্তমানে মরদেহগুলো দুকুম হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ওমানের দুকুম সিদরা এলাকার সাগর থেকে মাছ ধরে মাইক্রোবাসে করে বাসায় ফিরছিলেন দুর্ঘটনায় পড়া ব্যক্তিরা। সড়ক দুর্ঘটনায় তাঁদের গাড়িটি দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই সাতজনের মৃত্যু হয়।

ওমানপ্রবাসী বাংলাদেশিরা জানিয়েছেন, দুর্ঘটনায় নিহতদের মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। স্থানীয় বাংলাদেশ দূতাবাসও বিষয়টি তদারকি করছে।

সন্দ্বীপ থানার ওসি সফিকুল আলম চৌধুরী গণমাধ্যমকে জানিয়েছেন, ওমানে দুর্ঘটনার বিষয়টি তাঁরা জেনেছেন। নিহত ব্যক্তিরা সবাই উপজেলার সারিকাইত ইউনিয়নের বাসিন্দা। বিষয়টি তাঁরা খোঁজ নিয়ে দেখছেন।

তবে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মংচিংনু মারমা বলেছেন, হতাহতরা সবাই সাগরে মাছ ধরতে গিয়েছিলেন। ফেরার পথে দুর্ঘটনা ঘটে।

উল্লেখ্য, ওমানে প্রচুরসংখ্যক বাংলাদেশি কাজ করে। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের পর ওমানই বাংলাদেশের শ্রমবাজারের একটি গুরুত্বপূর্ণ অংশ।

Ad 300x250

সম্পর্কিত