আজ জাতীয় নিরাপদ সড়ক দিবস
দেশে ২০১৪ থেকে ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ১ লাখ ১৬ হাজার ৭২৬ জন। এসময়ে ১ লাখ ৬৫ হাজার ২১ জন আহত হয়েছেন।
খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার সাপমারা এলাকায় চালক নিয়ন্ত্রণ হারালে সড়কের পাশে উল্টে পড়ে বাসটি। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। আরেকজন হাসপাতালে নেওয়ার পথে মারা গেছেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
গতিসীমা ও ট্রাফিক নিয়ম মেনে গাড়ি চালানোর আহ্বান জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ড. জিল্লুর রহমান। তিনি বলেন, সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে সবার সহযোগিতা প্রয়োজন।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মার্কেটিং বিভাগের অধ্যাপক শিব শংকর রায় (৫৮) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন দর্শন বিভাগের অধ্যাপক আসাদুজ্জামান বাদশা।
ওমানে সড়ক দুর্ঘটনায় সাত বাংলাদেশি নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটে। নিহতদের সবার বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার সারিকাইত ইউনিয়নে বলে জানা গেছে।
মোবাইল ফোনে কথা বলতে বলতে রাস্তা দিয়ে হাঁটছিলেন নাজিম উদ্দিন (৫০)। তখন দ্রুতগতির একটি ট্রাক এসে তাঁকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত হয়ে তিনি একটি সিএনজিচালিত অটোরিকশার সামনে এসে পড়েন। ঘটনাটি গেল ৩১ আগস্ট সকালে রাজধানীর মাতুয়াইলের।
যানবাহনের গতি নিয়ে জরিপ
ঢাকা শহরে ৫১ শতাংশ মোটরসাইকেল নির্ধারিত গতিসীমার চেয়ে বেশি গতিতে চলে। আর ঢাকা উত্তরের লোকাল ও কালেকটর রোডে ২৪ শতাংশ যানবাহন নির্ধারিত গতিসীমা অতিক্রম করে চলাচল করছে।
চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত সারা দেশে সড়ক দুর্ঘটনায় ৩ হাজার ৭৪১ জনের প্রাণহানি ঘটেছে। এর মধ্যে মোটরসাইকেল দুর্ঘটনায় মারা গেছেন এক হাজার ২০২ জন। অর্থাৎ মোট দুর্ঘটনায় নিহতের ৩২ শতাংশের বেশি এসেছে দুই চাকার এই বাহন থেকে।
লক্ষ্মীপুরে ‘আনন্দ পরিবহন’ একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রহমতখালী খালে পড়ে ডুবে পাঁচজন নিহত হয়েছেন। এ ছাড়া দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২০ জন। আহতদের নোয়াখালী ও সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।
গত আগস্ট মাসে দেশের গণমাধ্যমে মোট ৪৯৭টি সড়ক দুর্ঘটনার খবর প্রকাশিত হয়েছে। এ সব সড়ক দুর্ঘটনায় ৫০২ জন নিহত এবং আহত হয়েছেন ১ হাজার ২৩২ জন।
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজন নিহত হয়েছেন। আজ শুক্রবার (২২ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
এক্সপ্রেসওয়ের সার্ভিস লেন
মুন্সীগঞ্জের সিরাজদিখানে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে প্রাইভেট কারের চাপায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন। বৃহস্পতিবার (২১ আগস্ট) রাত পৌনে ১১টার দিকে উপজেলার নিমতলা এলাকার মডার্ন গ্রিন সিটি আবাসন প্রকল্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মুন্সীগঞ্জের শ্রীনগরে দ্রুতগতির একটি প্রাইভেট কার উল্টে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
স্থানীয়েরা বলছেন, চালক সম্ভবত ঘুমের ঘোরে গাড়ি চালাচ্ছিলেন। পিকআপটির বেপরোয়া গতি ও অসতর্কতার কারণেই ঘটেছে এই দুর্ঘটনা।
ফরিদপুর যাওয়ার পথে শিহাব মারা যান। পরে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল হাসপাতালে নেওয়ার সময় আরাফাতও মারা যান।
সরকারের পক্ষ থেকে সড়ক পরিবহন উপদেষ্টা বৈঠকে বলেন, ‘পরিবহন মালিক-শ্রমিকদের দাবিগুলো যৌক্তিক পর্যায়ে বিবেচনা করা হবে। মালিকেরা আমাদের কথায় আশ্বস্ত হয়েছেন, তাই ধর্মঘট প্রত্যাহার করেছেন।’