স্ট্রিম প্রতিবেদক
এবার মৌচাকের ফরচুন শপিং মলের দ্বিতীয় তলার শম্পা জুয়েলার্স নামে এক দোকান থেকে ৫০০ ভরি সোনা চুরির অভিযোগ উঠেছে।
আজ বৃহস্পতিবার (৯ অক্টোবর) ভোরের দিকে এই ঘটনা ঘটে। ফরচুন শপিং মলে বোরকা পরে চোর ঢুকেছিল বলে পুলিশ ও মার্কেটের দায়িত্বপালনকারী নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন।
তাদের ভাষ্য, শপিং মলের পেছন দিক থেকে চোর ঢুকে। বোরকা পরিহিত একাধিক ব্যক্তির তালা কাটার দৃশ্য দেখা গেছে শপিং মলটির সিসিটিভি ফুটেজ। এর আগে গত ৫ অক্টোবর রাজধানীর যাত্রাবাড়ী লিলি গোল্ড হাউজের ১২৫ ভরি সোনা লুট হয়েছিল।
শম্পা জুয়েলার্সের মালিক অচিন্ত্য কুমার বিশ্বাস সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, তার দোকানে সবমিলে প্রায় ৫০০ ভরি সোনা ছিল। ১০০ ভরি বন্ধকি সোনা ছিল। কিছু নগদ টাকাও ছিল।
তিনি বলেন, ‘প্রতিদিনের মতো রাত ৯টার দিকে আমি দোকান বন্ধ করে চলে যাই। ভোরে মার্কেটের নিরাপত্তারক্ষী ফোনে কল করে জানান, আমার দোকানে সমস্যা হয়েছে। গিয়ে দেখি সব শেষ।’
এই ব্যাপারে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা জোনের উপ-কমিশনার (ডিসি) মাসুদ আলম আজ দুপুর পৌনে ২টার দিকে স্ট্রিমকে বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। মার্কেট কর্তৃপক্ষ ও নিরাপত্তায় নিয়োজিত ব্যক্তির সঙ্গে কথা বলেছি।’
তিনি আরও বলেন, ‘বোরকা পরে দুই চোর শপিং মলে কিভাবে ঢুকল সেটাই গুরুত্বপূর্ণ প্রশ্ন। শপিং মলের নিরাপত্তাকর্মীদের বক্তব্য হচ্ছে, ভোরবেলায় মার্কেট বন্ধ থাকে। আর তারা নিরাপত্তার দায়িত্বে থাকেন সামনের দিকে। আর চোর ঢুকেছে পেছন দিক থেকে। এসব বিষয় আমরা খতিয়ে দেখছি।’
চুরি হওয়া সোনার পরিমাণ প্রসঙ্গে ডিসি মাসুদ বলেন, ‘উনি সকালে একবার বলেছিলেন ৪০০ ভরি। এখন বলছেন ৫০০ ভরি চুরি হয়েছে।’
মামলা দায়ের প্রক্রিয়া চলছে জানিয়ে এই কর্মকর্তা বলেন, ‘তদন্তে সব বিষয়ই খতিয়ে দেখা হচ্ছে।’
উল্লেখ্য, গত ৫ অক্টোবর যাত্রাবাড়ী চৌরাস্তা মোড়ে রায়হান সুপার মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত লিলি গোল্ড হাউজের দেয়াল কেটে ১২৫ ভরি সোনা ও নগদ প্রায় আড়াই লাখ টাকা লুট হয়। চোর চক্র থ্রি পিস ব্যবসায়ী সেজে পাশের দোকান ভাড়া নেয়। পরে সোনার দোকানের দেয়াল কেটে এই ঘটনা ঘটায় বলে অভিযোগ।
এই ঘটনায় ঘটনার পরদিন দোকান মালিক জাকির হোসেন বাদী হয়ে যাত্রাবাড়ি থানায় মামলা করেন। যাত্রাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান স্ট্রিমের কাছে বলেছিলেন, ‘চুরির সঙ্গে জড়িত সন্দেহে পাশের দোকান ভাড়া নেওয়া নিখোঁজ তিন থ্রি পিস ব্যববসায়ীকে খুঁজছেন।’
এবার মৌচাকের ফরচুন শপিং মলের দ্বিতীয় তলার শম্পা জুয়েলার্স নামে এক দোকান থেকে ৫০০ ভরি সোনা চুরির অভিযোগ উঠেছে।
আজ বৃহস্পতিবার (৯ অক্টোবর) ভোরের দিকে এই ঘটনা ঘটে। ফরচুন শপিং মলে বোরকা পরে চোর ঢুকেছিল বলে পুলিশ ও মার্কেটের দায়িত্বপালনকারী নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন।
তাদের ভাষ্য, শপিং মলের পেছন দিক থেকে চোর ঢুকে। বোরকা পরিহিত একাধিক ব্যক্তির তালা কাটার দৃশ্য দেখা গেছে শপিং মলটির সিসিটিভি ফুটেজ। এর আগে গত ৫ অক্টোবর রাজধানীর যাত্রাবাড়ী লিলি গোল্ড হাউজের ১২৫ ভরি সোনা লুট হয়েছিল।
শম্পা জুয়েলার্সের মালিক অচিন্ত্য কুমার বিশ্বাস সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, তার দোকানে সবমিলে প্রায় ৫০০ ভরি সোনা ছিল। ১০০ ভরি বন্ধকি সোনা ছিল। কিছু নগদ টাকাও ছিল।
তিনি বলেন, ‘প্রতিদিনের মতো রাত ৯টার দিকে আমি দোকান বন্ধ করে চলে যাই। ভোরে মার্কেটের নিরাপত্তারক্ষী ফোনে কল করে জানান, আমার দোকানে সমস্যা হয়েছে। গিয়ে দেখি সব শেষ।’
এই ব্যাপারে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা জোনের উপ-কমিশনার (ডিসি) মাসুদ আলম আজ দুপুর পৌনে ২টার দিকে স্ট্রিমকে বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। মার্কেট কর্তৃপক্ষ ও নিরাপত্তায় নিয়োজিত ব্যক্তির সঙ্গে কথা বলেছি।’
তিনি আরও বলেন, ‘বোরকা পরে দুই চোর শপিং মলে কিভাবে ঢুকল সেটাই গুরুত্বপূর্ণ প্রশ্ন। শপিং মলের নিরাপত্তাকর্মীদের বক্তব্য হচ্ছে, ভোরবেলায় মার্কেট বন্ধ থাকে। আর তারা নিরাপত্তার দায়িত্বে থাকেন সামনের দিকে। আর চোর ঢুকেছে পেছন দিক থেকে। এসব বিষয় আমরা খতিয়ে দেখছি।’
চুরি হওয়া সোনার পরিমাণ প্রসঙ্গে ডিসি মাসুদ বলেন, ‘উনি সকালে একবার বলেছিলেন ৪০০ ভরি। এখন বলছেন ৫০০ ভরি চুরি হয়েছে।’
মামলা দায়ের প্রক্রিয়া চলছে জানিয়ে এই কর্মকর্তা বলেন, ‘তদন্তে সব বিষয়ই খতিয়ে দেখা হচ্ছে।’
উল্লেখ্য, গত ৫ অক্টোবর যাত্রাবাড়ী চৌরাস্তা মোড়ে রায়হান সুপার মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত লিলি গোল্ড হাউজের দেয়াল কেটে ১২৫ ভরি সোনা ও নগদ প্রায় আড়াই লাখ টাকা লুট হয়। চোর চক্র থ্রি পিস ব্যবসায়ী সেজে পাশের দোকান ভাড়া নেয়। পরে সোনার দোকানের দেয়াল কেটে এই ঘটনা ঘটায় বলে অভিযোগ।
এই ঘটনায় ঘটনার পরদিন দোকান মালিক জাকির হোসেন বাদী হয়ে যাত্রাবাড়ি থানায় মামলা করেন। যাত্রাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান স্ট্রিমের কাছে বলেছিলেন, ‘চুরির সঙ্গে জড়িত সন্দেহে পাশের দোকান ভাড়া নেওয়া নিখোঁজ তিন থ্রি পিস ব্যববসায়ীকে খুঁজছেন।’
প্রস্তাবিত অধ্যাদেশটি জারি হলে উপাত্ত সংগ্রহ, প্রক্রিয়াকরণ, মজুত বা ধারণ, ব্যবহার বা পুনঃব্যবহার, স্থানান্তর, প্রকাশ, বিনষ্টকরণ, আন্তর্জাতিক মান বজায় রাখা সর্বোপরি ডিজিটাল সেক্টরের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
১৫ মিনিট আগেআমানতকারীদের স্বার্থ সুরক্ষায় উপদেষ্টা পরিষদ ‘আমানত সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে।
১ ঘণ্টা আগেপবিত্র ওমরাহ পালন করতে চার জুলাইযোদ্ধা ও তাঁদের পরিবারের একজন করে সদস্যসহ মোট আটজনকে সৌদি আরব পাঠিয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।
২ ঘণ্টা আগেঐকমত্য কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনুষ্ঠানে দেশের বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের প্রতিনিধিরা অংশ নেবেন। সভায় জুলাই সনদ বাস্তবায়নের উপায় নিয়ে বিশেষজ্ঞদের মতামত এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমিশনের ৫টি বৈঠকে পাওয়া মতামত বিশ্লেষণ করা হয়।
৩ ঘণ্টা আগে