জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শ্রমিক উইং ‘জাতীয় শ্রমিকশক্তির’ আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে আগামী ১৭ অক্টোবর। ওইদিন বিকেল ৩টায় রাজধানীর কারওয়ান বাজার মোড় সংলগ্ন পান্থকুঞ্জ পার্ক প্রাঙ্গণে সংগঠনটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ হবে।
স্ট্রিম প্রতিবেদক
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শ্রমিক উইং ‘জাতীয় শ্রমিকশক্তির’ আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে আগামী ১৭ অক্টোবর। ওইদিন বিকেল ৩টায় রাজধানীর কারওয়ান বাজার মোড় সংলগ্ন পান্থকুঞ্জ পার্ক প্রাঙ্গণে সংগঠনটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ হবে।
জাতীয় নাগরিক পার্টির শ্রমিক উইংয়ের যুগ্ম সমন্বয়কারী মামুন চাকলাদার স্ট্রিমকে বিষয়টি নিশ্চিত করেছেন। যদিও জাতীয় নাগরিক কমিটির ভেরিফায়েড ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় শ্রমিকশক্তির আত্মপ্রকাশের তারিখ জানানো হয় ১০ অক্টোবর। পরে তারিখ পিছিয়ে সেটা ১৭ অক্টোবর করা হয়েছে বলে জানান মামুন চাকলাদার।
গত ১৩ মে এক সংবাদ সম্মেলনে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী জাতীয় শ্রমিকশক্তি আত্মপ্রকাশের কথা জানান। এটি এনসিপির অঙ্গসংগঠন হিসেবে কাজ করবে বলেও জানান নাসিরউদ্দিন পাটোয়ারী।
এদিকে ১০ অক্টোবর আত্মপ্রকাশের বিষয়ে জানতে চাইলে শ্রমিক উইংয়ের যুগ্ম সমন্বয়কারী মামুন চাকলাদার স্ট্রিমকে বলেন, ‘ঐক্য-সংগ্রাম-মর্যাদা-মুক্তি এই চার মূলনীতিকে সামনে রেখে জাতীয় শ্রমিকশক্তির আত্মপ্রকাশ হতে যাচ্ছে। একটা গণঅভ্যুত্থান হওয়ার পর অন্যান্য সকল গোষ্ঠী সুবিধাভোগ করলেও শ্রমিক শ্রেণি পূর্বের ন্যায় বঞ্চিতই রয়ে গেছে। নতুন করে আমরা সংগ্রাম চালিয়ে যেতে চাই, নতুন বিপ্লবের জন্য আমরা তৈরি হচ্ছি।’
মামুন চাকলাদার আরও বলেন, ‘নতুন রাজনৈতিক বন্দোবস্তে শ্রমিকদের হিস্যাটা আমরা বুঝে নিতে চাই। সেটা শ্রমিকদের সকল ধরনের অধিকার বুঝে নেওয়ার হিস্যা।’
এনসিপির যুগ্ম সদস্য সচিব আরিফ সোহেল শ্রমিকশক্তি আত্মপ্রকাশের বিষয়ে বলেন, ‘জাতীয় শ্রমিকশক্তি প্রতিষ্ঠা করার মূল লক্ষ্য হলো শ্রমিকদের অধিকার আদায়ে কাজ করা। জুলাই গণঅভ্যুত্থানে এই শ্রমিকশ্রেণি রক্ত ঢেলেছে, শহীদ হয়েছে; কিন্তু অভ্যুত্থানের পর শ্রমিকশ্রেণিকে তার মূল্য বুঝিয়ে দেওয়া হয়নি। এমনকি অভ্যুত্থানের পরও শ্রমিকদের ওপর গুলি চলেছে, তাদের মজুরির জন্য রাস্তায় নামতে হয়েছে। অধিকার যেহেতু আদায় করতে পারিনি এই আন্দোলন জারি রাখতে শ্রমিক সংগঠনের বিকল্প নাই।’
এনসিপির শ্রমিক উইং নারীদের জন্য বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করবে বলে জানান আরিফ সোহেল।
তিনি বলেন, ‘নারী শ্রমিকরা যেন মাতৃত্বকালীন ছুটি, ডে-কেয়ারের ব্যবস্থা পায় সে ব্যাপারে আমাদের আন্দোলন চলবে। নারী শ্রমিকদের পারিশ্রমিকে কোনো ধরনের বৈষম্য যেন না থাকে এসব নিয়ে কাজ করবে জাতীয় শ্রমিকশক্তি।’
আন্তর্জাতিক শ্রমিক সংস্থা আইএলও-সহ অন্যান্য আন্তর্জাতিক ও দেশীয় বিধান শ্রমিকদের অধিকার আদায়ে কার্যকর করতেও জাতীয় শ্রমিকশক্তি কাজ করবে বলে জানান আরিফ সোহেল।
আগামী ১৭ অক্টোবর (শুক্রবার) বিকেল ৩টায় রাজধানীর কারওয়ান বাজার মোড় সংলগ্ন পান্থকুঞ্জ পার্ক প্রাঙ্গণে ‘জাতীয় শ্রমিকশক্তি’ হাজির হবে বলে জানান তিনি।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শ্রমিক উইং ‘জাতীয় শ্রমিকশক্তির’ আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে আগামী ১৭ অক্টোবর। ওইদিন বিকেল ৩টায় রাজধানীর কারওয়ান বাজার মোড় সংলগ্ন পান্থকুঞ্জ পার্ক প্রাঙ্গণে সংগঠনটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ হবে।
জাতীয় নাগরিক পার্টির শ্রমিক উইংয়ের যুগ্ম সমন্বয়কারী মামুন চাকলাদার স্ট্রিমকে বিষয়টি নিশ্চিত করেছেন। যদিও জাতীয় নাগরিক কমিটির ভেরিফায়েড ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় শ্রমিকশক্তির আত্মপ্রকাশের তারিখ জানানো হয় ১০ অক্টোবর। পরে তারিখ পিছিয়ে সেটা ১৭ অক্টোবর করা হয়েছে বলে জানান মামুন চাকলাদার।
গত ১৩ মে এক সংবাদ সম্মেলনে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী জাতীয় শ্রমিকশক্তি আত্মপ্রকাশের কথা জানান। এটি এনসিপির অঙ্গসংগঠন হিসেবে কাজ করবে বলেও জানান নাসিরউদ্দিন পাটোয়ারী।
এদিকে ১০ অক্টোবর আত্মপ্রকাশের বিষয়ে জানতে চাইলে শ্রমিক উইংয়ের যুগ্ম সমন্বয়কারী মামুন চাকলাদার স্ট্রিমকে বলেন, ‘ঐক্য-সংগ্রাম-মর্যাদা-মুক্তি এই চার মূলনীতিকে সামনে রেখে জাতীয় শ্রমিকশক্তির আত্মপ্রকাশ হতে যাচ্ছে। একটা গণঅভ্যুত্থান হওয়ার পর অন্যান্য সকল গোষ্ঠী সুবিধাভোগ করলেও শ্রমিক শ্রেণি পূর্বের ন্যায় বঞ্চিতই রয়ে গেছে। নতুন করে আমরা সংগ্রাম চালিয়ে যেতে চাই, নতুন বিপ্লবের জন্য আমরা তৈরি হচ্ছি।’
মামুন চাকলাদার আরও বলেন, ‘নতুন রাজনৈতিক বন্দোবস্তে শ্রমিকদের হিস্যাটা আমরা বুঝে নিতে চাই। সেটা শ্রমিকদের সকল ধরনের অধিকার বুঝে নেওয়ার হিস্যা।’
এনসিপির যুগ্ম সদস্য সচিব আরিফ সোহেল শ্রমিকশক্তি আত্মপ্রকাশের বিষয়ে বলেন, ‘জাতীয় শ্রমিকশক্তি প্রতিষ্ঠা করার মূল লক্ষ্য হলো শ্রমিকদের অধিকার আদায়ে কাজ করা। জুলাই গণঅভ্যুত্থানে এই শ্রমিকশ্রেণি রক্ত ঢেলেছে, শহীদ হয়েছে; কিন্তু অভ্যুত্থানের পর শ্রমিকশ্রেণিকে তার মূল্য বুঝিয়ে দেওয়া হয়নি। এমনকি অভ্যুত্থানের পরও শ্রমিকদের ওপর গুলি চলেছে, তাদের মজুরির জন্য রাস্তায় নামতে হয়েছে। অধিকার যেহেতু আদায় করতে পারিনি এই আন্দোলন জারি রাখতে শ্রমিক সংগঠনের বিকল্প নাই।’
এনসিপির শ্রমিক উইং নারীদের জন্য বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করবে বলে জানান আরিফ সোহেল।
তিনি বলেন, ‘নারী শ্রমিকরা যেন মাতৃত্বকালীন ছুটি, ডে-কেয়ারের ব্যবস্থা পায় সে ব্যাপারে আমাদের আন্দোলন চলবে। নারী শ্রমিকদের পারিশ্রমিকে কোনো ধরনের বৈষম্য যেন না থাকে এসব নিয়ে কাজ করবে জাতীয় শ্রমিকশক্তি।’
আন্তর্জাতিক শ্রমিক সংস্থা আইএলও-সহ অন্যান্য আন্তর্জাতিক ও দেশীয় বিধান শ্রমিকদের অধিকার আদায়ে কার্যকর করতেও জাতীয় শ্রমিকশক্তি কাজ করবে বলে জানান আরিফ সোহেল।
আগামী ১৭ অক্টোবর (শুক্রবার) বিকেল ৩টায় রাজধানীর কারওয়ান বাজার মোড় সংলগ্ন পান্থকুঞ্জ পার্ক প্রাঙ্গণে ‘জাতীয় শ্রমিকশক্তি’ হাজির হবে বলে জানান তিনি।
সেনাবাহিনীর মানবতাবিরোধী অপরাধে যুক্ত সদস্যদের দ্রুত গ্রেপ্তার ও বিচার চেয়ে নিজের ফেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে স্ট্যাটাস দিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।
৪ ঘণ্টা আগেরাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ এবং সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনকে সামনে রেখে ১৬টি সংস্কারের ইশতেহার ঘোষণা করেছে বামধারার ‘গণতান্ত্রিক শিক্ষার্থী পর্ষদ’ প্যানেল।
১২ ঘণ্টা আগেবিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করেছেন দলটির চেয়ারপারসন ও জিয়াউর রহমানের সহধর্মিণী খালেদা জিয়া। পরে সেখানে গাড়িতে বসেই স্বামীর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ, দোয়া ও মোনাজাত করেন তিনি।
১৯ ঘণ্টা আগে২০২০ সালের নতুন পাসপোর্টে ইসরায়েল ভ্রমণ করতে না পারার বার্তাটি সরিয়ে ফেলা হয়। সংশ্লিষ্টদের ভাষ্য, শেখ হাসিনার এই কার্যক্রম ছিল ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনের প্রথম ধাপ। ইসরায়েল থেকে গোয়েন্দা নজরদারি প্রযুক্তি কেনা অথবা সাবেক আওয়ামী লীগ সরকারের ‘রক্ষাকর্তা’ ভারতের সঙ্গে জায়নবাদী রাষ্ট্রটির সুসম্পর্
১ দিন আগে