leadT1ad

ওমরাহ পালনে সৌদি গেলেন চার জুলাইযোদ্ধা

পবিত্র ওমরাহ পালন করতে চার জুলাইযোদ্ধা ও তাঁদের পরিবারের একজন করে সদস্যসহ মোট আটজনকে সৌদি আরব পাঠিয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৫, ১৯: ৫৪
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। ছবি: সংগৃহীত

পবিত্র ওমরাহ পালন করতে চার জুলাইযোদ্ধা ও তাঁদের পরিবারের একজন করে সদস্যসহ মোট আটজনকে সৌদি আরব পাঠিয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকাল পাঁচটায় তাঁরা সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়েছে, জুলাই অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে ছাত্র-জনতার ত্যাগ ও অবদানের সম্মানে মোট ২২ জনকে পবিত্র ওমরাহ পালনের জন্য সৌদি আরবে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। তাঁদের মধ্যে ১১ জন দৃষ্টিশক্তি হারানো জুলাইযোদ্ধা ও তাঁদের সহায়ক ১১ সদস্য রয়েছেন।

তাঁদের মধ্যে আটজন বৃহস্পতিবার রওনা হয়েছেন। তাঁরা সৌদি আরবে মক্কায় হোটেল ওয়েস্টার্নে ১৪ অক্টোবর পর্যন্ত (৫ দিন) এবং মদিনায় হোটেল কুবা রোডে ১৮ অক্টোবর পর্যন্ত (৪ দিন) মোট ৯ দিন অবস্থান করবেন।

Ad 300x250

সম্পর্কিত