leadT1ad

রোববার থেকে প্রাথমিক বিদ্যালয়ে অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

শনিবার কেন্দ্রীয় শহিদ মিনারে প্রাথমিকের শিক্ষকদের অবস্থান কর্মসূচি। সংগৃহীত ছবি

সারা দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আগামীকাল রোববার (৯ নভেম্বর) থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দিয়েছেন শিক্ষকেরা। আজ শনিবার (৮ নভেম্বর) সন্ধ্যায় কেন্দ্রীয় শহিদ মিনারে এ কর্মসূচি ঘোষণা করেন তাঁরা।

চাকরিতে দশম গ্রেডসহ তিন দফা দাবিতে সকাল থেকে কেন্দ্রীয় শহিদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন সহকারী শিক্ষকেরা। তাঁদের অন্য দুই দাবি হলো- চাকরির ১০ ও ১৬ বছরে উচ্চতর গ্রেডের জটিলতা নিরসন এবং শতভাগ বিভাগীয় পদোন্নতির নিশ্চয়তা।

এসব দাবিতে বিকেল পৌনে চারটার দিকে শাহবাগ অভিমুখে পদযাত্রা ও ‘পেন ড্রপ’ কর্মসূচি পালন করতে গেলে তাঁদের বাধা দেয় পুলিশ। এ সময় পুলিশ লাঠিচার্জ করে ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পাশাপাশি জলকামান ব্যবহার করে। এ ঘটনায় আহত হন কয়েকজন শিক্ষক।

এরপরই নতুন কর্মসূচি ঘোষণা করলেন শিক্ষকেরা।

তাঁরা বলছেন, আগামীকাল (শনিবার) থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচির পাশাপাশি সারা দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মবিরতি চলবে।

প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি শামসুদ্দিন মাসুদ বলেন, দশম গ্রেডসহ তিন দফা দাবি বাস্তবায়ন ও পুলিশের হামলার প্রতিবাদে আগামীকাল (রোববার) থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থানের পাশাপাশি সারাদেশের সব প্রাথমিক বিদ্যালয়ে পূর্ণদিবস কর্মবিরতি চলবে।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত