leadT1ad

রাবিতে খাদ্য নিরাপত্তা নিয়ে সচেতনতামূলক কার্যক্রম

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
রাজশাহী বিশ্ববিদ্যালয়

প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৫, ২১: ৪২
‘হেল্থ অ্যান্ড ফুড সেফটি অ্যাসোসিয়েশন’ আয়োজনে রাবিতে খাদ্য নিরাপত্তা নিয়ে সচেতনতামূলক কার্যক্রম। ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আশপাশের খাবারের দোকানগুলোতে খাদ্য নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি নিয়ে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে ‘হেল্থ অ্যান্ড ফুড সেফটি অ্যাসোসিয়েশন’। আজ শনিবার (৮ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের বিনোদপুর থেকে কাজলা পর্যন্ত প্রায় ১০টি খাবারের দোকানে এই কার্যক্রম চালানো হয়।

এ সময় অ্যাসোসিয়েশনের সদস্যরা নিরাপদ খাদ্য প্রস্তুত, পরিবেশন ও সংরক্ষণ এবং স্বাস্থ্যবিধি মেনে চলার মতো বিভিন্ন বিষয়ে দোকানমালিক ও কর্মচারীদের সচেতন করেন।

অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আরিফুর ইসলাম বলেন, ‘খাদ্য নিরাপত্তা ও সচেতনতা তৈরি করা আমাদের ক্লাবের অন্যতম প্রধান কাজ। বিশ্ববিদ্যালয়সহ আশপাশের এলাকায় আমাদের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। সুস্থ থাকতে যেমন নিরাপদ খাদ্য প্রয়োজন, তেমনি অসুস্থতারও প্রধান কারণ হতে পারে অনিরাপদ খাদ্য।’

আরিফুর ইসলাম আরও বলেন, ‘খাদ্য সচেতনতামূলক প্রোগ্রাম নিয়মিত পরিচালনার মাধ্যমে আমরা নিজে সুস্থ থাকব এবং অন্যকেও সুস্থ রাখব। প্রশাসনের সহযোগিতা পেলে আমরা আরও বৃহৎ পরিসরে আমাদের কার্যক্রম পরিচালনা করতে পারব।’

অ্যাসোসিয়েশনের সহসভাপতি আহসান হাবিব বলেন, ‘এই কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হবে। প্রশাসনের সহযোগিতা পেলে বিশ্ববিদ্যালয়ের সব আবাসিক হলে খাদ্য নিরাপত্তা নিয়ে আমরা দৃষ্টান্তমূলক পরিবর্তন আনতে পারব।’

প্রশিক্ষণ ও সচেতনতামূলক এই কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের মিডিয়া কো-অর্ডিনেটর মো. শিহাব হাওলাদার, ইভেন্ট ম্যানেজমেন্ট কো-অর্ডিনেটর উৎসব কুণ্ডু, কমিউনিকেশন কো-অর্ডিনেটর আদিত্য বিশ্বাস বকুলসহ অন্য সদস্যরা।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত