স্ট্রিম সংবাদদাতা

ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিপক্ষকে ফাঁসাতে নিজ পক্ষের কর্মীকে গুলি করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার (২৭ নভেম্বর) মধ্যরাতে জেলা শহরের কান্দিপাড়া এলাকায় গুলিতে নিহত হন সাদ্দাম হোসেন (৩২) নামে ওই যুবক। পরিবারের অভিযোগ, রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে তাঁকে গুলি করে হত্যা করেছেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলীপ।
সাদ্দাম কান্দিপাড়া এলাকার মো. মস্তু মিয়ার ছেলে। তাঁর স্বজনেরা জানান, গতকাল রাত ২টার দিকে দেলোয়ার হোসেন দিলীপ ও তাঁর সহযোগীরা সাদ্দামকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এর কিছুক্ষণ পর খবর আসে সাদ্দাম গুলিবিদ্ধ অবস্থায় সড়কে পড়ে আছেন। পরে তাঁকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্বজনের অভিযোগ, দিলীপের সমর্থক ছিলেন সাদ্দাম। মূলত প্রতিপক্ষকে ফাঁসাতেই সাদ্দামকে হত্যা করা হয়েছে।
স্থানীয়রা জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্বেচ্ছাসেবক দল নেতা দিলীপের পক্ষের সঙ্গে পূর্ববিরোধ রয়েছে স্থানীয় লায়ন শাকিলের পক্ষের। এর জেরে গতকাল সন্ধ্যায় শহরের কান্দিপাড়া মাদ্রাসা রোডে শাকিলের নেতৃত্বে দিলীপের পক্ষের লোকজনের ওপর গুলি চালানো হয়। এতে তিনজন গুলিবিদ্ধ হন। এরপর রাতে সাদ্দাম গুলিতে নিহত হন।
তবে অভিযোগ অস্বীকার করে দেলোয়ার হোসেন দিলীপ বলেন, ‘সাদ্দাম সব সময় আমার সঙ্গে থাকত। আমি কেন তাকে খুন করব। আমি তাকে বাড়ি থেকে ডেকে নেয়নি। সে আমার সঙ্গেই ছিল। পেছন থেকে আমাদের উদ্দেশ করে শাকিল ও তার লোকজন গুলি করে। আমরা দৌড়ে পালিয়ে যাই। ওই সময় গুলিতে সাদ্দাম নিহত হয়।’ ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি আজহারুল ইসলাম জানান, আধিপত্য বিস্তার নিয়ে কন্দিপাড়ার দুপক্ষের মধ্যে বিরোধ চলছিল। এর জেরেই এই হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। পুলিশ তদন্ত শুরু করেছে।

ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিপক্ষকে ফাঁসাতে নিজ পক্ষের কর্মীকে গুলি করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার (২৭ নভেম্বর) মধ্যরাতে জেলা শহরের কান্দিপাড়া এলাকায় গুলিতে নিহত হন সাদ্দাম হোসেন (৩২) নামে ওই যুবক। পরিবারের অভিযোগ, রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে তাঁকে গুলি করে হত্যা করেছেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলীপ।
সাদ্দাম কান্দিপাড়া এলাকার মো. মস্তু মিয়ার ছেলে। তাঁর স্বজনেরা জানান, গতকাল রাত ২টার দিকে দেলোয়ার হোসেন দিলীপ ও তাঁর সহযোগীরা সাদ্দামকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এর কিছুক্ষণ পর খবর আসে সাদ্দাম গুলিবিদ্ধ অবস্থায় সড়কে পড়ে আছেন। পরে তাঁকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্বজনের অভিযোগ, দিলীপের সমর্থক ছিলেন সাদ্দাম। মূলত প্রতিপক্ষকে ফাঁসাতেই সাদ্দামকে হত্যা করা হয়েছে।
স্থানীয়রা জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্বেচ্ছাসেবক দল নেতা দিলীপের পক্ষের সঙ্গে পূর্ববিরোধ রয়েছে স্থানীয় লায়ন শাকিলের পক্ষের। এর জেরে গতকাল সন্ধ্যায় শহরের কান্দিপাড়া মাদ্রাসা রোডে শাকিলের নেতৃত্বে দিলীপের পক্ষের লোকজনের ওপর গুলি চালানো হয়। এতে তিনজন গুলিবিদ্ধ হন। এরপর রাতে সাদ্দাম গুলিতে নিহত হন।
তবে অভিযোগ অস্বীকার করে দেলোয়ার হোসেন দিলীপ বলেন, ‘সাদ্দাম সব সময় আমার সঙ্গে থাকত। আমি কেন তাকে খুন করব। আমি তাকে বাড়ি থেকে ডেকে নেয়নি। সে আমার সঙ্গেই ছিল। পেছন থেকে আমাদের উদ্দেশ করে শাকিল ও তার লোকজন গুলি করে। আমরা দৌড়ে পালিয়ে যাই। ওই সময় গুলিতে সাদ্দাম নিহত হয়।’ ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি আজহারুল ইসলাম জানান, আধিপত্য বিস্তার নিয়ে কন্দিপাড়ার দুপক্ষের মধ্যে বিরোধ চলছিল। এর জেরেই এই হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। পুলিশ তদন্ত শুরু করেছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শাহ মখদুম হলের ক্যান্টিনে সিট নেওয়া নিয়ে দুই শিক্ষার্থীর মধ্যে তর্কের জেরে নবাব আব্দুল লতিফ হল সংসদের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম শহীদ এক শিক্ষার্থীকে ‘উল্টো ঝুলিয়ে মারার’ হুমকি দিয়েছেন।
২০ মিনিট আগে
কৃষি খাতের অবিচ্ছেদ্য অংশ ও গুরুত্বপূর্ণ উপখাত হওয়া সত্ত্বেও মৎস্য ও প্রাণিসম্পদ খাত সরকারি কোনো ভর্তুকি পায় না বলে আক্ষেপ প্রকাশ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।
১ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসারত বাতের রোগীদের জন্য আমেরিকাভিত্তিক দাতব্য সংস্থা ‘ডিরেক্ট রিলিফ’ প্রায় ৩৬ কোটি ১০ লাখ টাকা মূল্যের আধুনিক ইনজেকশন অনুদান হিসেবে পাঠিয়েছে। ‘অ্যাডালিমুমাব’ নামের এই ৯০০ পিস বায়োলজিক ইনজেকশন আজ শুক্রবার (২৮ নভেম্বর) সকালে হাসপাতালে এসে পৌঁছেছে।
১ ঘণ্টা আগে
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনবারের এই সাবেক প্রধানমন্ত্রীর আশু রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনা করে তিনি দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন।
২ ঘণ্টা আগে