leadT1ad

টানা তৃতীয় মেয়াদে জামায়াতের আমির হিসেবে শপথ নিলেন ডা. শফিকুর রহমান

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৫, ২০: ২৪
তৃতীয়বারের মতো বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির হিসেবে শপথ নিচ্ছেন ডা. শফিকুর রহমান। ছবি: সংগৃহীত

টানা তৃতীয়বারের মতো বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির হিসেবে শপথ নিয়েছেন ডা. শফিকুর রহমান। সদস্যদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হওয়ার পর আজ শুক্রবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে এক অনুষ্ঠানে ২০২৬–২৮ কার্যকালের জন্য তিনি এই শপথ নেন।

আমির নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করা দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাছুম তাকে শপথবাক্য পাঠ করান।

এর আগে গত ৯ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত সারা দেশের ১ লাখ ১৬ হাজার ৭৯২ জন রুকন বা শপথধারী সদস্যের গোপন ভোটে তিনি সর্বোচ্চ সংখ্যক ভোট পেয়ে পুনর্নির্বাচিত হন। অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ, কেন্দ্রীয় কর্মপরিষদ এবং কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্যদের পাশাপাশি দেশের বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

শপথ গ্রহণের পর ডা. শফিকুর রহমান মহান আল্লাহর কাছে এই গুরুদায়িত্ব পালনে সাহায্য কামনা করেন।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত